ভারতের যমজ শহর তালিকা PDF || List of Twine City of India

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

টুইন সিটি বা যমজ শহর দুটি শহর বা নগর কেন্দ্রগুলির একটি বিশেষ কাঠামো, যা ঘনিষ্ঠ ভাবে ভৌগলিক সান্নিধ্যে প্রতিষ্ঠিত হয় এবং পরে সময়ের সাথে একে অপরের সাথে বেড়ে ওঠে, তাদের বেশিরভাগ পারস্পরিক বাফার অঞ্চল সময়ের সাথে সাথে হারিয়ে ফেলতে থাকে ফলে এক সময় দুটি আলাদা শহর কে একই শহরের কায়িক গঠন মনে হয়। যমজ শহর বাছাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক নির্ণায়ক নেই। যমন শহর কে ‘সিস্টার সিটি’ নামেও ডাকা হয়ে থাকে। আজ আমরা ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি যমজ শহরের তালিকা প্রকাশ করবো। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুবই কাজে লাগবে। PDF টি পোস্টের শেষে পেয়ে যাবে।


আরও পড়ো-


ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা PDF

ক্র. নং. যমজ শহরের নাম রাজ্যের নাম
কলকাতা ও হাওড়া পশ্চিমবঙ্গ
হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা
আমেদাবাদ ও গান্ধিনগর গুজরাট
কটক ও ভূবনেশ্বর ওড়িশা
পুণে ও পিম্প্রি চিনচওয়াদ মহারাষ্ট্র
তিরুনেলভেলি ও পাল্লামকোট্টাই তামিলনাডু
কোচি ও এরনাকুলাম কেরালা
দুর্গ ও ভিলাই ছত্তিশগড়
রাঁচি ও হাটিয়া ঝাড়ঝন্ড
১০ হুবলি ও ধারওয়াদ কর্ণাটকা
১১ গোয়াহাটি ও দিসপুর আসাম
১২ বারানসি ও মুঘলসরাই উত্তরপ্রদেশ
১৩ ব্যাঙ্গালুরু ও হোসুর কর্নাটকা
১৪ মুম্বাই ও নবি মুম্বাই মহারাষ্ট্র
১৫ নয়ডা ও গ্রেটার নয়ডা উত্তর প্রদেশ
১৬ শিলিগুড়ি ও জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ
১৭ ব্যারাকপুর ও বারাসাত পশ্চিমবঙ্গ
১৮ কোচবিহার ও আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ
১৯ আসানসোল ও দুর্গাপুর পশ্চিমবঙ্গ
২০ জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পশ্চিমবঙ্গ
২১ বিজয়ওয়াদা ও গুন্টুর অন্ধ্রপ্রদেশ
২২ সুরাট ও নবসারি গুজরাট

আরও পড়ো-

ভারতের যমজ শহর তালিকা PDF Download

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!