ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF || List of River Confluence in India

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF

বিভিন্ন প্রইযোগিতামূলক পরীক্ষাতে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল থেকে প্রস্থ আসে। তাই আজ আমরা তোমাদের সাথে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF টি শেয়ার করছি।


আরও পড়ো-


ক্র. নংনদীর নামসঙ্গমস্থল
১.অলকানন্দা ও ধৌলিগঙ্গাবিষ্ণুপ্রয়াগ
২.অলকানন্দা ও মন্দাকিনীরুদ্রপ্রয়াগ
৩.অলকানন্দা ও ভাগীরথীদেবপ্রয়াগ
৪.অলকানন্দা ও পিন্ডারকর্ণপ্রয়াগ
৫.অলকানন্দা ও নন্দাকিনীনন্দপ্রয়াগ
৬.অলকানন্দা ও সরস্বতীকেশবপ্রয়াগ
৭.সোমনদী ও মন্দাকিনীসোমপ্রয়াগ
৮.ভাগীরথী ও ন্যাসগঙ্গাইন্দ্রপ্রয়াগ
৯.শ্যামগঙ্গা ও ভাগীরথীশ্যামপ্রয়াগ
১০.নীলগঙ্গা ও ভাগীরথীগুপ্তপ্রয়াগ
১১.গঙ্গা ও যমুনাএলাহাবাদ
১২.গঙ্গা-যমুনা-সরস্বতীপ্রয়াগরাজ
১৩.গঙ্গা ও কোশীকুরুশিলা
১৪.মন্দাকিনী ও অলশতরঙ্গিনীসূর্য প্রয়াগ
১৫.গঙ্গা ও গণ্ডকহাজীপুর
১৬.যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারীপাঁচনদ
১৭.কৃষ্ণা ও তুঙ্গভদ্রাআলমপুর
১৮.গোদাবরী ও ইন্দ্রাবতীভদ্রকালী
১৯.যমুনা ও বেতোয়াহামিরপুর
২০.শতদ্রু ও বিপাশাহারিকে জলাভূমি
২১.তুঙ্গ ও ভদ্রাকুডলী

আরও পড়ো-

File Details::
File Name: বিভিন্ন নদীর সঙ্গমস্থল
File Format: PDF
No. of Pages: 1
File Size: 300 KB

Join us on Telegram

Click Here to Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!