পরিবেশ বিদ্যা || Environment Studies || ১৫ টি প্রশ্ন ও উত্তর পর্ব-৪

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আবারো একবার নমস্কার জানাই সকলকে। আজ আমাদের আলোচনার বিষয় পরিবেশ বিদ্যা || Environment Studies এর গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন ও সঙ্গে উত্তর। প্রাথমিক টেট, SLST, বা বিভিন্ন চাকুরীর পরীক্ষার ক্ষেত্রে উপযোগী হবে আশাকরা যায়। লেখাটি পাঠিয়েছেন সঞ্জিব টুডু (পুরুলিয়া) || প্রথম অংশটি পড়ার জন্য এখানে ক্লিক করুন. দেখে নিন-

১৬. মানুষের দ্বারা সৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থটি হল-

ক) থোরিয়াম

খ) প্লুটোনিয়াম-২৩৯

Join us on Telegram

গ) পোলোনিয়াম

ঘ) ক্যাডামিয়াম

উঃ খ

১৭. তেজস্ক্রিয় বিকিরনের ফলে জীবদেহে-

ক) শ্রবনশক্তি হ্রাস পায়

খ) জেনেটিক মিউটেশন ঘটে

গ) আন্ত্রিক গোলোযোগ হয়

ঘ) কোনোটি নয়

উঃ গ

১৮. মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ-

ক) আর্সেনিক দূষণ

খ) ফ্লুরাইড দূষণ

গ) ক্যঅ্যামিয়াম দূষণ

ঘ) পারদ দূষণ

উঃ ক

আমাদের ফেসবুক পেজ লাইক করুন। ক্লিক করুন এখানে

১৯. আবর্জনা স্তুপ থেকে যে ক্ষতিকারক গ্যাসটি সৃষ্টি হয়, তা হল-

ক) হাইড্রোজেন

খ) নাইট্রোজেন

গ) কার্বন মনোক্সাইড

ঘ) মিথেন

উঃ ঘ

২০. ন্যাপথলিনের উৎস হল-

ক) কয়লা

খ) অপরিশোধিত পেট্রোলিয়াম

গ) পেট্রোক্রপ

ঘ) কেরোসিন

উঃ খ

আরও পড়ুন- WBCS Planner 2018 || WBCS প্রস্তুতি নেবেন কিভাবে?

২১. সিসা দূষনের ফলে মানবদেহে যে রোগের সৃষ্টি হয় সেটি হল-

ক) ব্ল্যাক লাং

খ) ব্ল্যাকফুট ডিজিস

গ) মিনামাটা

ঘ) ডিস্লেক্সিয়া

উঃ ঘ

২২. সাধারণ হেপাটাইটিস (A-E) যে ধরণের রোগ, সেটি হল-

ক) বায়ুবাহিত

খ) জলবাহিত

গ) শব্দবাহিত

ঘ) মৃত্তিকাবাহিত

উঃ খ

২৩. সৌরশক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের ঘটনা হল-

ক) ফোটোভোল্টিক কোশ

খ) সোলার কুকার

গ) বাষ্পীভবন

ঘ) ঘনীভবন

উঃ ক

আরও পড়ুন- পরিবেশ বিদ্যার (Environment Study) ২৫টি প্রশ্ন ও উত্তর

২৪. দাঁত ভঙ্গুর প্রকৃতির ও অমসৃণ হয় যে রোগের ফলে তা হল-

ক) ব্রোমাসিস

খ) ফ্লুরোসিস

গ) আর্সেনিকোসিস

ঘ) স্ক্লেরোসিস

উঃ খ

২৫. গোরুর দুধে যে জাতীয় কীটনাশকের উপস্থিতি দেখা গিয়েছে সেটি হল-

ক) ফলিডল

খ) ডি ডি টি

গ) আর্সেনিক

ঘ) প্যারাথিয়ন

উঃ খ

২৬. বিশ্ব সাস্থ দিবস পালিত হয় কবে?

ক) ১৫ই জুন

খ) ১৬ই অক্টোবর

গ) ১৬ই জুলাই

ঘ) ১৫ই মার্চ

উঃ খ

২৭. কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রন পর্ষদ স্থাপিত হয় কত সালে?

ক) ১৯৭২ সালে

খ) ১৯৭৪ সালে

গ) ১৯৮২ সালে

ঘ) ১৯৯২ সালে

উঃ খ

২৮. ফোটোভোল্টাইক কোশে ব্যবহৃত ধাতুটি হল?

ক) লিথিয়াম

খ) সিলিকন

গ) বেরিলিয়াম

ঘ) সোডিয়াম

উঃ খ

২৯. ‘সেন্টার ফর মাইনিং এনভায়রনমেন্ট’ কোথায় অবস্থিত?

ক) আমেদাবাদ

খ) চেন্নাই

গ) মুম্বাই

ঘ) ধানবাদ

উঃ ঘ

৩০. প্রাকৃতিক বৃক্ক বলা হয় কাকে?

ক) অরন্যভূমিকে

খ) জলাভূমিকে

গ) মরুভূমিকে

ঘ) পার্বত্য ভূমিকে

উঃ খ

‘স্টুডেন্টস কেয়ার’ এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে সূত্র ছাড়া প্রকাশিত হলে সেটি বেআইনি। কপি রাইটের অন্তর্ভূক্ত। সূত্র ছাড়া কপি করার অনুমতি নেবেন আমাদের কাছে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!