পরিবেশ বিদ্যা || Environment Studies || ১৫ টি প্রশ্ন ও উত্তর পর্ব-৩

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আবারো একবার নমস্কার জানাই সকলকে। আজ আমাদের আলোচনার বিষয় পরিবেশ বিদ্যা || Environment Studies এর গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন ও সঙ্গে উত্তর। প্রাথমিক টেট, SLST, বা বিভিন্ন চাকুরীর পরীক্ষার ক্ষেত্রে উপযোগী হবে আশাকরা যায়। লেখাটি পাঠিয়েছেন সঞ্জিব টুডু (পুরুলিয়া). দেখে নিন-

১. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হল-

ক) লোহা

খ) সিসা

Join us on Telegram

গ) পারদ

ঘ) তামা

ঊঃ পারদ

২. পরিবেশের সংকট বা খারাপ পরিণতিকে কী বলে?

ক) পরিবেশ দুষণ

খ) পরিবেশগত দুর্যোগ

গ) পরিবেশের অবনমন

ঘ) পরিবেশগত বিপর্যয়

উঃ গ

৩. সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদনের পদ্ধতিটি হল-

ক) OPEC

খ) ODEC

গ) OTEC

ঘ) ADEC

উঃ গ

৪. তাজমহলের সৌন্দর্য বিনষ্ট করছে কী?

ক) অধিক তাপমাত্রা

খ) যমুনা নদীর বন্যা

গ) মথুরা তেল শোধনাগারের দূষক গ্যাস

ঘ) সবগুলি ঠিক

উঃ গ

৫. কৃষি উন্নয়ন ও পরিবেশগত অবক্ষয়ের মধ্যে সম্পর্ক কীরূপ?

ক) সমানুপাতিক

খ) ব্যস্তানুপাতিক

গ) একই রকম

ঘ) কোনোটাই নয়

উঃ ক

৬. ভাইরাস হল একটি

ক) অজৈব উপাদান

খ) ভৌত উপাদান

গ) জৈব উপাদান

ঘ) সামাজিক উপাদান

উঃ গ

আমাদের ফেসবুক পেজ লাইক করুন। ক্লিক করুন এখানে

৭. যন্ত্রের সাহায্যে কোনোরকম জ্বালানি ছাড়াই রান্না করা সম্ভব, সেটি হল-

ক) গ্যাস কুকার

খ) সৌর কুকার

গ) প্রেসার কুকার

ঘ) কোনোটি নয়

উঃ খ

৮) ভার্মি কম্পোস্ট তৈরি করতে লাগে কী?

ক) জীবানু

খ) কেঁচো

গ) কচুরিপানা

ঘ) পিঁপড়ে

উঃ খ

৯. বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় কবে?

ক) ৫ই জানুয়ারি

খ) ৪ঠা ফেব্রুয়ারি

গ) ৪ঠ মার্চ

ঘ) ১০ই এপ্রিল

উঃ খ

আরও পড়ুন- WBCS Planner 2018 || WBCS প্রস্তুতি নেবেন কিভাবে?

১০. জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষন ব্যবস্থাকে বলে-

ক) হলুদ বিপ্লব

খ) সবুজ বিপ্লব

গ) লাল বিপ্লব

ঘ) নীল বিপ্লব

উঃ ঘ

১১. কোন্‌ ধরণের মিথোষ্ক্রিয়ায় লাইকেন শৈবাল ও ছত্রাক সহাবস্থান করে?

ক) কমেন্সালিজম

খ) অন্যোন্যজীবীত্ব

গ) অ্যামেনসালিজম

ঘ) পরজীবীত্ব

উঃ খ

আরও পড়ুন- পরিবেশ বিদ্যার (Environment Study) ২৫টি প্রশ্ন ও উত্তর

১২. বর্তমান বিশ্বে দীর্ঘ্যস্থায়ী অপুষ্টির শিকার কত কোটি মানুষ?

ক) ৫০ কোটি

খ) ৮০ কোটি

গ) ১০ কোটি

ঘ) ২০ কোটি

উঃ খ

১৩. বায়োগ্যাসের অপর নাম নিচের কোন্‌টি?

ক) জৈব গ্যাস

খ) গোবর গ্যাস

গ) অ্যামোনিয়া গ্যাস

ঘ) ইউরিয়া গ্যাস

উঃ খ

১৪. একটি উৎকৃষ্ট জৈব জ্বলানির উদাহরণ হল-

ক) বায়োডিজেল

খ) বায়োকেরোসিন

গ) প্রডিউসার গ্যাস

ঘ) ঘুঁটে

উঃ ক

১৫. সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বিদ্যুৎ হল

ক) পারমানবিক বিদ্যুৎ

খ) সৌরবিদ্যুৎ

গ) তাপবিদ্যুৎ

ঘ) জলবিদ্যুৎ

উঃ খ

‘স্টুডেন্টস কেয়ার’ এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে সূত্র ছাড়া প্রকাশিত হলে সেটি বেআইনি। কপি রাইটের অন্তর্ভূক্ত। সূত্র ছাড়া কপি করার অনুমতি নেবেন আমাদের কাছে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!