WBCS Planner 2018 || WBCS প্রস্তুতি নেবেন কিভাবে?

পোস্টটি শেয়ার করুন
Rate this post

WBCS Planner 2018

আপনারা অনেকেই WBCS পরীক্ষা দেবেন। আগত পরীক্ষার ঘন্টা বেজে গিয়েছে, এখন সময় চুরান্ত প্রস্তুতির। যেনারা এর আগে কয়েকবার পরীক্ষা দিয়েছে তেনারা এই পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, কিন্তু যেনারা নতুন পরীক্ষার্থী বা যেনারা এই পরীক্ষার বিষয়বস্তু ধরণ সম্পর্কে অবগত নন তেনাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। কিভাবে প্রস্তুতি নেবেন, পরীক্ষার ধরণ, পাঠক্রম, গত বছরের প্রশ্ন, কোন কোন্‌ ক্ষেত্রে চাকরী পাওয়া যায় ইত্যাদি বিষয় গুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল WBCS Planner 2018 । আশাকরছি কাজে লাগবে।

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের পরীক্ষায় হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ( এক্সিকিউটিভ ) বা WBCS । পরীক্ষাটি হয় চারটি গ্রুপের (যথা- A,B,C,D) অফিসার নিয়োগের জন্য হয় কিন্তু  B গ্রুপটি কেবল মাত্র পুলিশ বিভাগে নিয়োগের জন্য । পরীক্ষাটি নেয়ার দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিসন বা WBPSC । আমাদের ফেসবুক পেজ লাইক করুন

WBCS for preliminary এবং main পরীক্ষা দুটি তিনটি ভাগে বিভক্ত, যথাক্রমে-

১. WBCS Preliminary Exam: Single Paper

Join us on Telegram

২. WBCS Main Exam (Group A and Group B Service এর জন্য): ৬ টি compulsory papers এবং ১টি optional subject।.

৩.WBCS Main Exam (Group C and Group D Services এর জন্য): শুধুমাত্র ৬টি compulsory papers।

এখানে বলে রাখা ভালো যে, WBCS পরীক্ষাটি নেওয়া হয় তিনটি ধাপে – প্রিলিমিনারি , মেন এবং ইন্টারভিউ ।

 

পরীক্ষাটি দেবার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন প্রযোজন?

যেকোন বিষয় নিয়ে স্নাতক হলেই হবে । বয়স হতে হবে ২১ -৩৬ (গ্রুপ B-র ক্ষেত্রে ন্যূনতম ব য়স ২০ , D-গ্রুপের জন্য সর্বোচ্চ বয়স ৩৯ )।

মূল আলোচনাতে যাওয়ার আগে দেখে নেওয়া যাক WBCS-পরীক্ষা দিয়ে আপনি কোন কোন ক্ষেত্রে চাকুরী করার সুযোগ পেতে পারেন। দেখে নিন একনজরে-

Group A, B, C & D এর বিভিন্ন আলাদা আলদা পোস্টের লিস্ত দেওয়া হল

Group A :

1 West Bengal Civil Service (Executive),

2. West Bengal Registration and Stamp Revenue Service.

3.West Bengal Agricultural Income-tax Service,

4., West Bengal Food and Supplies Service,

5.West Bengal Co-operative Service,

6. West Bengal Commercial Tax Service,

7. West Bengal Excise Service

8.West Bengal Employment Service [Except the post of  Employment Officer (Technical)],

9. West Bengal Co-operative Service,

আরও পড়ুন- WBCS প্রস্তুতি

Group B:

শুধুমাত্র West Bengal Police Service-এ চাকুরী পেতে পারবেন

Group C:

  1. Joint Block Development Officer,
  2. Chief Controller of Correctional Services.
  3. West Bengal Junior Social Welfare Service,
  4. West Bengal Subordinate Land Revenue Service, Grade-I, 5.Assistant Commercial Tax Officer,
  5. Assistant Canal Revenue Officer (Irrigation),
  6. Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices,

Group D:

  1. Inspector of Co-operative Societies,
  2. Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department,
  3. Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department.

WBCS Preliminary Previous Years Question Paper pdf

প্রিলিমিনারি পরীক্ষা কেমন হয় একনজরে দেখুন

সাধারণত  প্রিলিমিনারি পরীক্ষাটি হয় জানুয়ারী বা ফেবরুয়ারী মাসে। ফর্ম বেরোয় নভেম্বর মাস নাগাদ । পরীক্ষাটি হয় জেনারেল স্টাডিস একটি পেপারের উপর হয় । ২০০ নম্বরের পরীক্ষা সময় ২ ঘন্টা ৩০ মিনিট । নেগেটিভ মার্কিং থাকে ১/৩ অনুপাতে ।

জেনারেল স্টাডিস পেপারটি তে ৮টি বিষয়ের উপর MCQ ধরনের পরীক্ষা হয় ,প্রতিটি পেপারের উপর এক নম্বর করে ২৫ টি প্রশ্ন থাকে । তাহলে মোট ৮টি পেপার X ২৫ = ২০০ নম্বরের জন্য ২০০টি প্রশ্ন জেনে রাখা ভালো প্রিলিতে মোটামুটি ১১৫ থেকে ১২৫ র কাছাকাছি তুলতে পারলেই মেন পরীক্ষা বসার অনুমতি মেলার সম্ভাবনা থেকে যায়

জেনারেল স্টাডিসের এই ৮টি পেপার হল

১. English Composition

২. General Science

৩. Current events of National & International Importance.

৪.History of India

৫. Geography of India with special reference to West Bengal.

৬. Indian polity and Economy

৭. Indian National Movement

৮. General Mental Ability.

নিচের চিত্রের তালিকাটি দেখে নিন  বুঝতে অসুবিধার হলে-WBCS General Paper Subject list

এবার আসি মেন পরীক্ষার ক্ষেত্রে ।

মেন পরীক্ষা হয়ে থাকে জুলাই – আগস্ট মাসে।

অপসনাল + কম্পালসারি দুটি প্রধান ভাগ থাকে । গ্রুপ- A এবং গ্রুপ- B এর ক্ষেত্রে ৬টি কম্পালসারি এবং ২টি অপসনাল পেপার থাকে। এবং গ্রুপ- C এবং গ্রুপ-D এর ক্ষেত্রে ৬ টি কম্পালসারি পেপারে পরীক্ষা দিতে হয়। প্রতিটি পেপার ২০০ নম্বর করে সময় ৩ ঘন্টা। নিচের লিস্টটি দেখুন-

WBCS Main Exam Pattern for Group A and Group B
WBCS পরীক্ষার ধরণ। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি এর ক্ষেত্রে

WBCS Main Exam Pattern for Group C and Group D

মেন পরীক্ষাটি অবজেক্টিভ ধরনের পরীক্ষা হবে কিন্তু Bengali/ Hindi/ Urdu/ Nepali/ Santali, English এবং Optional Papers গুলি ডেস্ক্রিপ্টিপ ধাঁচে প্রশ্ন থাকবে। গ্রুপ-A এবং গ্রুপ-B এর ক্ষেত্রে মোট নম্বর ১৬০০, এবং গ্রুপ-C এবং গ্রুপ-D এর ক্ষেত্ররে মোট নম্বর ১২০০।

SYLLABUS

কম্পালসারি বিভাগটি ৬টি পেপারের ওপর হয় ।

বিষয়গুলি হল,

১.বাংলা /নেপালি/ হিন্দি /সাঁওতালি /উর্দু /নেপালি ) : চিঠি লিখন/ প্রতিবেদন লিখন , প্রেসি , গ্রামার , বঙ্গানুবাদ( যারা বাংলা নেবে )

২. ইংরেজী : লেটার রাইটিং / রিপোর্ট রাইটিং , প্রেসি , গ্রামার , ট্রান্সলেসন ।

৩. জেনারেল স্টাডিস 1: Indian history with special emphasis on National Movement. Geography of India with Special Reference to West Bengal.

৪.জেনারেল স্টাডিস 2: Science and Scientific & Technological advancement, Environment, General Knowledge and Current Affairs.

৫. The Constitution of India and Indian Economy including role and functions of Reserve Bank of India.

৬. Arithmetic and Test of Reasoning.

ওপরের দুটি তালিকার দ্রব্যষ্টঃ

এবার দেখে নেওয়া যাক WBCS- মেন এর অপসানাল বিষয় হিসাবে কোন্‌ কোন্‌ বিষোয়গুলি থেকে আপনার পছন্দের বিষয়টি বেছে নিতে পারবেন- দেখুন নিচের তালিকা-

১. Bengali ২. Hindi ৩. Sanskrit ৪. English ৫. Pali ৬. Arabic ৭.Persian ৮. French ৯. Urdu ১০. Santali ১১. Comparative Literature ১২. Agriculture ১৩. Animal Husbandry and Veterinary Science ১৪. Anthropology ১৫. Botany ১৬. Chemistry ১৭. Civil Engineering ১৮. Commerce & Accountancy ১৯. Computer Science ২০. Economics ২১. Electrical Engineering ২২. Geography ২৩.  Geology ২৪. History ২৫. Law ২৬. Mathematics ২৭. Management ২৮. Mechanical Engineering ২৯. Medical Science ৩০. Philosophy ৩১. Physics ৩২.  Political Science ৩৩. Psychology ৩৪.  Sociology ৩৫.  Statistics ৩৬.  Zoology

ওপরের বিষয়গুলি থেকে আপনি যেকোনো একটি বেছে নিতে পারবেন। যেটি বাছবেন সেই বিষয়টির ওপর দুটি পেপারে বিভক্ত করা হবে।

ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ।

A গ্রুপ এবং B গ্রুপ এর জন্য ২০০ নম্বরের ইন্টারভিউ হ য় । গ্রুপ C র জন্য ১৫০ নম্বরের আর গ্রুপ D র জন্য ১০০ নম্বরের ইন্টারভিউ হয় ।

এখান থেকে Syllabus ডাউনলোড করে নিতে পারেন। WBCS Syllabus 2018 PDF

WBCS Preliminary Previous Years Question Paper pdf

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!