Primary TET Environmental Science Important 30 MCQ FREE PDF
প্রাথমিক টেট পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ 30 MCQ প্রশ্ন -উত্তর MCQ (Primary TET Environmental Science Important MCQ) গুলি আজকে দেওয়া হল। এই পোস্টে রয়েছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এর মধ্যে 15 টি রয়েছে বিষয় ভিত্তিক ও 15 টি রয়েছে পরিবেশ বিদ্যা পেডাগোজি থেকে।
পর্ষদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে বিভিন্ন টপিক গুলিকে খুব ভালো করে নিখুত ভাবে পড়তে হবে তবেই ভালো নম্বর পাওয়া যাবে। সাথে MCQ প্র্যাকটিস সেট গুলিও সময় ধরে প্র্যাকটিস করে নিতে হবে।
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ১ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ২ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৩ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৪ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৫ | ক্লিক করুণ |
Primary TET Environmental Science
31. একটি প্রচলিত শক্তির উদাহরণ—
(a) পারমাণবিক শক্তি
(b) সৌরশক্তি
(c) প্রাকৃতিক গ্যাস
(d) এদের কোনোটিই নয়
উত্তরঃ (c) প্রাকৃতিক গ্যাস
32. আমাদের দেশের উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়-
(a) চিরহরিৎ বন
(b) পর্ণমোচী বন
(c) লিটোরাল সোয়াম্প বন
(d) কাদাবন
উত্তরঃ (c) লিটোরাল সোয়াম্প বন
33. E.A.C. কথাটির সম্পূর্ণ অর্থ—
(a) এনভায়রনমেন্টাল অ্যাপ্রেইসাল কমিটি
(b) এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট, কমিটি
(c) এনভায়নমেন্টাল অ্যাপ্রেইসাল কমিশন
(d) এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট কমিশন
উত্তরঃ (a) এনভায়রনমেন্টাল অ্যাপ্রেইসাল কমিটি
34. পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক পত্রিকা হল-
(a) Environmental Economics
(b) Environment Appraisal Committee
(c) Environmental Ethics
(d) Environment Impact Assessment
উত্তরঃ (c) Environmental Ethics
35. রাষ্ট্রসংঘের মানবাধিকার সম্পর্কিত সর্বজীবন ঘোষণা কার্যকরী হয়-
(a) 1982 খ্রিস্টাব্দে
(b) 1975 খ্রিস্টাব্দে
(c) 1976 খ্রিস্টাব্দে
(d) 1946 খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) 1976 খ্রিস্টাব্দে
36. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে—
(a) জামশেদপুরে
(b) কলকাতায়
(c) চেন্নাই-এ
(d) মণিপুরে
উত্তরঃ (b) কলকাতায়
37. নন-বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হল—
(a) পলিথিন
(b) আমের ত্বক
(c) লেবুর খোসা
(d) চায়ের পাতা
উত্তরঃ (a) পলিথিন
38. শিল্পকেন্দ্রের ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়-
(a) ব্যারোমিটার
(b) থার্মোমিটার
(c) ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর
(d) প্রেসার কুকার
উত্তরঃ (c) ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর
39. শান্তমণ্ডল হল-
(a) থার্মোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) আয়নোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
উত্তরঃ (b) স্ট্র্যাটোস্ফিয়ার
40. শুঁটিজাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে বৃদ্ধি পায়
(a) নাইট্রোজেন
(b) কার্বন ডাই অক্সাইড
(c) অক্সিজেন
(d) হাইড্রোজেন
উত্তরঃ (a) নাইট্রোজেন
41. নীচের যেটি চিরহরিৎ প্রজাতির বৃক্ষ-
(a) মেহগনি
(b) শাল
(c) বার্চ
(d) ম্যাপল
উত্তরঃ (a) মেহগনি
42. শীতঘুমের সময় ব্যাঙ শ্বাসকার্য চালায় –
(a) ফুসফুস দ্বারা
(b) ত্বক দ্বারা
(c) বহিঃ ফুলকা দ্বারা
(d) বায়ুনল দ্বারা
উত্তরঃ (b) ত্বক দ্বারা
43. আজ থেকে প্রায় একশো বছর আগে ভারতে বনাঞ্চলের মোট পরিমাণ ছিল—
(a) 26 লক্ষ বর্গকিলোমিটার
(b) 16 লক্ষ বর্গকিলোমিটার
(c) 10 লক্ষ বর্গকিলোমিটার
(d) 36 লক্ষ বর্গকিলোমিটার
উত্তরঃ (b) 16 লক্ষ বর্গকিলোমিটার
44. বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র প্রাণীকুলকে একসঙ্গে বলা হয়—
(a) সংরক্ষিত বন
(b) ফনা
(c) ফ্লোরা
(d) অভয়ারণ্য
উত্তরঃ (b) ফনা
45. কালাজ্বরে জীবাণুর সংক্রমণ ঘটায়-
(a) স্যান্ডফ্লাই
(b) এডিস মশা
(c) কিউলেক্স মশা
(d) অ্যানোফিলিস মশা
উত্তরঃ (a) স্যান্ডফ্লাই
46. সবচেয়ে বেশি পরিবেশ-বান্ধব বিদ্যুৎ হল-
(a) তাপবিদ্যুৎ
(b) জলবিদ্যুৎ
(c) সৌরবিদ্যুৎ
(d) পারমাণবিক বিদ্যুৎ
উত্তরঃ (c) সৌরবিদ্যুৎ
47. পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্য অবস্থিত-
(a) রায়গঞ্জে
(b) বহরমপুরে
(c) মালদায়
(d) রাণীগঞ্জে
উত্তরঃ (a) রায়গঞ্জে
48. গ্রিনল্যান্ডের বরফ স্তরে যে ধাতুর দূষণ দেখা গেছে সেটি হল-
(a) পারদ
(b) লৌহ
(c) সিসা
(d) ক্রোমিয়াম
উত্তরঃ (c) সিসা
49. জীবাশ্ম-জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয়-
(a) নাইট্রিক অক্সাইড গ্যাস
(b) মিথেন গ্যাস
(c) কার্বন মনোক্সাইড গ্যাস
(d) হাইড্রোজেন সালফাইড গ্যাস
উত্তরঃ (c) কার্বন মনোক্সাইড গ্যাস
50. NASA-র হিসাব অনুযায়ী প্রতি বছর বায়ুমণ্ডলে ক্লোরো- ফ্লুরোকার্বন জাতীয় গ্যাসের বৃদ্ধি ঘটে—
(a) 2 শতাংশ
(b) 1 শতাংশ
(c) 5 শতাংশ
(d) ৪ শতাংশ
উত্তরঃ (c) 5 শতাংশ
51. বিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে, এর কারণ—
(a) পরিবেশ দূষণ রোধ করার জন্য
(b) পরিবেশ মানবসহ সমস্ত প্রাণীর অবিচ্ছেদ্য অঙ্গ
(c) পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীর মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য
(d) এগুলির সবকটিই
উত্তরঃ (d) এগুলির সবকটিই
52. প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বিষয়টি পড়ানো উচিত, কারণ—
(a) আমরা পরিবেশ থেকে অব্যাহতি পেতে পারব না।
(b) এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ
(c) এটি চাকরি পেতে সাহায্য করবে
(d) এটি পরিবেশ দূষণের ওপর প্রভাব বিস্তার করে
উত্তরঃ (b) এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ
53. সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে—
(a) শিক্ষণ শিখন উপাদানের উচ্চ গুণমানের ওপর
(b) শিক্ষকশিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের ওপর
(c) পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের ওপর
(d) সমাজের সমর্থনের ওপর
উত্তরঃ (c) পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের ওপর
54. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টিনির্ভর সহায়ক উপকরণ হল—
(a) বোর্ড
(b) দূরদর্শন
(c) রেডিও
(d) সহায়ক পুস্তক
উত্তরঃ (a) বোর্ড
55. ‘পরিবেশ শিক্ষা’ বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ হল-
(a) ম্যাজিক লণ্ঠন
(b) সংবাদপত্র
(c) গ্রামোফোন
(d) কম্পিউটার
উত্তরঃ (c) গ্রামোফোন
56. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে ‘শিক্ষামূলক ভ্রমণ’ হল-
(a) দৃষ্টি-শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ
(b) শ্রুতিনির্ভর সহায় উপকরণ
(c) দৃষ্টিনির্ভর সহায়ক উপকরণ
(d) সক্রিয়তাভিত্তিক সহায়ক উপকরণ
উত্তরঃ (d) সক্রিয়তাভিত্তিক সহায়ক উপকরণ
57. শিক্ষণের ক্ষেত্রে ‘প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল’-এর প্রস্তাবক হলেন-
(a) স্কিনার
(b) থর্নডাইক
(c) গাগনি
(d) টলম্যান
উত্তরঃ (c) গাগনি
58. শিক্ষণের ক্ষেত্রে ‘চরিত্রাভিনয় মডেল’ এর প্রস্তাবক হলেন-
(a) ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাফটেল
(b) ম্যারিন বুকক্ ও থ্যারল্ড গুৎস্কো
(c) ব্যয়রন মাশিয়ালাস ও বেঞ্জামিন কক্স
(d) হার্বাট থিলেন ও জন ডিউই
উত্তরঃ (a) ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাফটেল
59. শিক্ষণের ক্ষেত্রে ‘বৌদ্ধিক বিকাশের মডেল’ এর প্রস্তাবক হলেন-
(a) জেরেমি ব্রুনার
(b) জ্যাঁ পিঁয়াজে
(c) ডেভিড আসুবেল
(d) জেরি লুকাস
উত্তরঃ (b) জ্যাঁ পিঁয়াজে
60. ‘ইকোলজিক্যাল থিওরি’-অনুযায়ী একটি শিশুর বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশের স্তর বা পর্যায় সংখ্যা হল-
(a) 5
(b) 3
(c) 4
(d) 2
উত্তরঃ (c) 4
PDF-টি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে যুক্ত হন, অথবা টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করুণ “Students Care”
বিনামূল্যে প্রাথমিক টেটের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ১ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ২ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৩ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৪ | ক্লিক করুন |
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৫ | ক্লিক করুণ |