বিভিন্ন দেশের জাতীয় প্রতীক PDF || Symbol of Many Countries in Bengali
***** বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
***** বিভিন্ন দেশের জাতীয় প্রতীক : আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, List of National Emblem/Symbols of Different Countries Bengali PDF.
ভারতের জাতীয় প্রতীক সারনাথ অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষের একটি রূপান্তর। » গৌতম বুদ্ধ যেখানে প্রথম ধর্মপ্রচার করেন এবং প্রথম বৌদ্ধ সংঘ যেখানে স্থাপিত হয়, সেই স্থানটি চিহ্নিত করে রাখার জন্য ভারতসম্রাট মহামতি অশোক একটি সিংহশীর্ষযুক্ত অশোকস্তম্ভ নির্মাণ করান। » মূল ভাস্কর্যে দেখা যায়, একটি গোলাকার অ্যাবাকাসের উপর চারটি এশীয় সিংহ পরস্পরের দিকে পিঠ করে বসে আছে। » একটি ফ্রিজে হাতি, লম্ফমান ঘোড়া, ষাঁড় ও সিংহের উচ্চ রিলিফ। » এগুলি আবার ধর্মচক্র বা অশোকচক্র দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। » সমগ্র স্থাপত্যটি উলটানো ঘণ্টা আকারবিশিষ্ট একটি পদ্মের উপর স্থাপিত। » এই স্থাপত্যটি পালিশকরা একটি একক বেলেপাথর খোদাই করে নির্মিত হয়। » জাতীয় প্রতীকের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল অ্যাবাকাসের তলায় দেবনাগরী হরফে খোদিত নীতিবাক্যটি: সত্যমেব জয়তে (সত্যের জয় অবশ্যম্ভাবী)। » এটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ বেদের একটি অংশ মুণ্ডক উপনিষদ থেকে গৃহীত। » ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয়। এই দিনই ভারত একটি সাধারণতন্ত্রের মর্যাদা লাভ করেছিল।
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব PDF
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবসের তালিকা PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
- ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF
দেশ | প্রতীক |
---|---|
অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারু |
বাংলাদেশ | শালুক |
কানাডা | স্বেত লিলি |
ডেনমার্ক | বিচ (সমুদ্র সৈকত) |
ফ্রান্স | লিলি |
জার্মানি | ভুট্টা চূর্ণ (কর্নফ্লাওয়ার) |
ভারত | অশোকস্তম্ভের সিংহমূর্তি |
ইরান | গোলাপ |
আয়ারল্যান্ড | টিপত্র গাছ (শ্যামরক) |
ইতালি | স্বেত লিলি |
জাপান | চন্দ্রমল্লিকা |
নরওয়ে | সিংহ |
পাকিস্তান | অর্ধচন্দ্র |
স্পেন | ঈগল |
শ্রীলংকা | তরবারি ও সিংহ |
রাশিয়া | শিকল ও হাতুড়ি |
ইউনাইটেড কিংডম | গোলাপ |
ইউ.এস.এ | স্বর্ণ নির্মিত দন্ড |
জিম্বাবোয়ে | জিম্বাবোয়ে পাখি |
বুলগেরিয়া | সিংহ বেষ্টিত রাজমুকুট |
আইভরিকোস্ট | হাতির মাথা |
লিবিয়া | ঈগল |
মিশর | ঈগল |
পোল্যান্ড | ঈগল |
সার্বিয়া | ঈগল |
আর্মেনিয়া | ঈগল |
আলবেনিয়া | ঈগল |
অস্ট্রিয়া | ঈগল |
চেকপ্রজাতন্ত্র | ঈগল |
ঘানা | ঈগল |
আইসল্যান্ড | ঈগল |
ইন্দোনেশিয়া | ঈগল |
ইরাক | ঈগল |
জর্ডান | ঈগল |
মেক্সিকো | ঈগল |
মলদোভা | ঈগল |
মন্টিনিগ্রো | ঈগল |
নাইজেরিয়া | ঈগল |
পানামা | ঈগল |
ফিলিপাইন | ঈগল |
রোমানিয়া | ঈগল |
সিরিয়া | ঈগল |
ইয়েমেন | ঈগল |
জাম্বিয়া | ঈগল |
আরও পড়ো-
- ভারতের বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব PDF
- ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
- ভারতের বিভিন্ন শহরের উপনাম ও আসল নাম তালিকা Pdf
- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF
- ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF
- ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF
- ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবসের তালিকা PDF
- ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর ও নদীর নামের তালিকা PDF
- Ramsar Sites in India in Bengali pdf
- ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF
List of National Emblem of Different Countries Bengali PDF