বিভিন্ন দেশের জাতীয় প্রতীক PDF || Symbol of Many Countries in Bengali

পোস্টটি শেয়ার করুন
Rate this post

***** বিভিন্ন দেশের জাতীয় প্রতীক

***** বিভিন্ন দেশের জাতীয় প্রতীক : আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, List of National Emblem/Symbols of Different Countries Bengali PDF. 

ভারতের জাতীয় প্রতীক সারনাথ অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষের একটি রূপান্তর। » গৌতম বুদ্ধ যেখানে প্রথম ধর্মপ্রচার করেন এবং প্রথম বৌদ্ধ সংঘ যেখানে স্থাপিত হয়, সেই স্থানটি চিহ্নিত করে রাখার জন্য ভারতসম্রাট মহামতি অশোক একটি সিংহশীর্ষযুক্ত অশোকস্তম্ভ নির্মাণ করান। » মূল ভাস্কর্যে দেখা যায়, একটি গোলাকার অ্যাবাকাসের উপর চারটি এশীয় সিংহ পরস্পরের দিকে পিঠ করে বসে আছে। » একটি ফ্রিজে হাতি, লম্ফমান ঘোড়া, ষাঁড় ও সিংহের উচ্চ রিলিফ। » এগুলি আবার ধর্মচক্র বা অশোকচক্র দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। » সমগ্র স্থাপত্যটি উলটানো ঘণ্টা আকারবিশিষ্ট একটি পদ্মের উপর স্থাপিত। » এই স্থাপত্যটি পালিশকরা একটি একক বেলেপাথর খোদাই করে নির্মিত হয়। » জাতীয় প্রতীকের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল অ্যাবাকাসের তলায় দেবনাগরী হরফে খোদিত নীতিবাক্যটি: সত্যমেব জয়তে (সত্যের জয় অবশ্যম্ভাবী)। » এটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ বেদের একটি অংশ মুণ্ডক উপনিষদ থেকে গৃহীত। » ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয়। এই দিনই ভারত একটি সাধারণতন্ত্রের মর্যাদা লাভ করেছিল।


আরও পড়ো-


দেশ  প্রতীক 
অস্ট্রেলিয়া  ক্যাঙ্গারু 
বাংলাদেশ  শালুক 
কানাডা  স্বেত লিলি 
ডেনমার্ক  বিচ (সমুদ্র সৈকত)
ফ্রান্স  লিলি 
জার্মানি  ভুট্টা চূর্ণ (কর্নফ্লাওয়ার)
ভারত  অশোকস্তম্ভের সিংহমূর্তি 
ইরান  গোলাপ 
আয়ারল্যান্ড  টিপত্র গাছ (শ্যামরক)
ইতালি  স্বেত লিলি 
জাপান  চন্দ্রমল্লিকা 
নরওয়ে  সিংহ 
পাকিস্তান  অর্ধচন্দ্র 
স্পেন  ঈগল 
শ্রীলংকা  তরবারি ও সিংহ
রাশিয়া  শিকল ও হাতুড়ি
ইউনাইটেড কিংডম  গোলাপ 
ইউ.এস.এ স্বর্ণ নির্মিত দন্ড
জিম্বাবোয়ে জিম্বাবোয়ে পাখি
বুলগেরিয়া সিংহ বেষ্টিত রাজমুকুট
আইভরিকোস্ট হাতির মাথা
লিবিয়া ঈগল 
মিশর ঈগল
পোল্যান্ড ঈগল
সার্বিয়া ঈগল 
আর্মেনিয়া ঈগল 
আলবেনিয়া ঈগল 
অস্ট্রিয়া ঈগল 
চেকপ্রজাতন্ত্র ঈগল 
ঘানা ঈগল 
আইসল্যান্ড ঈগল 
ইন্দোনেশিয়া ঈগল 
ইরাক ঈগল 
জর্ডান ঈগল 
মেক্সিকো ঈগল 
মলদোভা ঈগল 
মন্টিনিগ্রো ঈগল 
নাইজেরিয়া ঈগল 
পানামা ঈগল 
ফিলিপাইন ঈগল 
রোমানিয়া ঈগল 
সিরিয়া ঈগল 
ইয়েমেন ঈগল 
জাম্বিয়া ঈগল 

আরও পড়ো-

Join us on Telegram

List of National Emblem of Different Countries Bengali PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!