বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF বিনামূল্যে

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF

List of Important Cups Associated with Sports & Games

পড়াশোনার সাথে সাথে খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই খেলাধুলা থেকে বিভিন্ন ধরনের সরকারী চাকরীর পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। অনেকে প্রশ্নগুলির উত্তর করতে পারেন আবার অনেকে হয়ত পারেন না। তাই আপনাদের সাহায্য করার জন্য স্টুডেন্টস কেয়ার বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফির তালিকা প্রকাশ করলো। যেগুলি আগত বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেমন আর আর বি, ব্যাঙ্কিং, ইউ. পি. এস. সি, পি. এস. সি. এবং আরো বেশ কিছু কেন্দ্রীয় বা রাজ্য সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। ধাপে ধাপে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF ও পদকের নাম গুলি আপনাদের সামনে তুলে ধরা হল-

♠ ফুটবল:

এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার নামে পরিচিত। এটি দুই দলের মধ্যে খেলা হয়, যার প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) প্রতি চার বছর ব্যবধানে বিশ্বকাপ আয়োজন করে (পুরুষ ও মহিলা)। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ এ অবস্থিত। ফুটবলের সাথে যুক্ত কাপ এবং ট্রফির তালিকা নিচে দেয়া হল। 

ফুটবল খেলার সাথে যুক্ত ট্রফির তালিকা
ছবি সূত্র

১. বেগম হজরত মহল কাপ, ২. বিল্ট কাপ, ৩. বরদলই ট্রফি, ৪. এয়ারলাইন্স কাপ, ৫. ফেডারেশন কাপ ৬. কলম্বো কাপ, ৭. কনফেডারেশন কাপ, ৮. ডি সি এম ট্রফি, ৯. ডুরান্ড কাপ, ১০. রোভার্স কাপ, ১১. বি সি রাজ ট্রফি, ১২. ফিফা ওয়ার্ল্ড কাপ, ১৩. কলিঙ্গ কাপ, ১৪.ইন্দিরাগান্ধী কাপ, ১৫. মারডেকা কাপ, ১৬. আইএফ এ শিল্ড, ১৭. জুলে রিমে ট্রোফি, ১৮. নেশনস্‌ কাপ, ১৯. ইউরোপিয়ান কাপ, ২০.  সন্তোষ ট্রফি, ২১. সিসর্স কাপ, ২২. সুব্রত মুখার্জী কাপ, ২৩. স্যর আশুতোষ মুখার্জী ট্রফি, ২৪. আফ্রিকান নেশন’স কাপ, ২৫. টড মেমোরিয়াল ট্রফি।

[আরও পড়ুন- ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কিভাবে হল]

Join us on Telegram

♠ ক্রিকেট-

ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। বর্তমানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে থাকে। আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) বিশ্বব্যাপী খেলা নিয়ন্ত্রণের শীর্ষস্থানীয় সংস্থা। আইসিসি প্রধান সদর দফতর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত। দেখে নেওয়া যাক ক্রিকেটের বিখ্যাত ট্রফি গুলির কি নাম- 

ক্রিকেট
ছবি সূত্র

১. এন্থনি দি মেলো ট্রফি, ২. এসেজ ট্রফি, ৩. অ্যাসেশ, ৪. শারজা কাপ, ৫. এশিয়া কাপ, ৬. বেনসন এন্ড হেজেস কাপ, ৭. বোস ট্রফি, ৮. চ্যাম্পিয়ন্স ট্রফি, ৯. সাহারা কাপ, ১০. চারমিনার চ্যলেন্জার কাপ, ১১. সি কে নাইডু ট্রফি, ১২. কোচ-বিহার ট্রফি, ১৩. দেওধর ট্রফি, ১৪. দলীপ ট্রফি, ১৫. বর্ডার গাভাস্কার ট্রফি, ১৬. জি ডি বিরলা ট্রফি, ১৭. জিলেট কাপ, ১৮. গুলাম আহমেদ ট্রফি, ১৯. রামকুমার রায় ট্রফি, ২০. আই সি সি ওয়ার্ল্ড কাপ, ২১. ইরানি ট্রফি, ২২. জওহরলাল নেহেরু কাপ, ২৩. লম্বার্ড ওয়ার্ল্ড চ্যলেন্জ কাপ, ২৪. মার্চেন্ট কাপ, ২৫. ম্যাকডুএল্স চ্যলেন্জ কাপ, ২৬. মইন-উদ-দৌলা কাপ, ২৭. ন্যাট-ওয়েস্ট ট্রফি, ২৮. প্রূডেন্সিয়াল কাপ, ২৯. রানী ঝাসি ট্রফি, ৩০. রঞ্জি ট্রফি, ৩১. রহিন্তন বাড়িয়া গোল্ড ট্রফি, ৩২. রথ্মানস কাপ, ৩৩. সিস মহল ট্রফি, ৩৪. শেফিল্ড শিল্ড, ৩৫. স্যর ফ্রাঙ্ক ওয়ারেল ট্রফি, ৩৬. টাইটান কাপ, ৩৭. বিজয় হাজারে ট্রফি, ৩৮. বিজয় মার্চেন্ট ট্রফি, ৩৯. ভিসি ট্রফি

[আরও পড়ুন- WBCS পরীক্ষা প্রস্তুতি]

♠ বাস্কেটবল-

বাস্কেটবল অত্যন্ত জনপ্রিয় খেলা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। গোলাকার, কমলা রঙের বল দিয়ে িন্ডোর ও আউটডোর উভয় প্রকার মাঠেই খেলা হয়ে থাকে। বাস্কেটবলের মূল উদ্দেশ্য হচ্ছে কোর্টে উলম্বভাবে স্থাপিত একটি বাস্কেট বা ঝুড়িতে বল নিক্ষেপের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করা। প্রথম ম্যাচ খেলা হয় ১৮৯১, স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র। ফিবা বা আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থা ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। দেখে নেওয়া যাক বাস্কেটবল সংক্রান্ত ট্রফির তালিকা-

বাস্কেট বল

১. বাসালাট ঝাঁ ট্রফি, ২. বি সি গুপ্তা ট্রফি, ৩. ফেডারেশন কাপ, ৪. অর্জুনা রাজা ট্রফি, ৫. উইলিয়াম জোনস্‌ ট্রফি, ৬. টোডো মোরোল ট্রফি।

♠ হকি-

হকি দুই দলের মধ্যে খেলা হয় এমন খেলার গোত্রীয় একটি খেলা। আন্তর্জাতিক হকি ফেডারেশন হল আন্তর্জাতিক ফিল্ড হকি ও ইনডোর হকি নিয়ন্ত্রণকারী সংস্থা, যা সাধারণত নামের সংক্ষিপ্ত রুপ এফআইএইচ হিসাবে সর্বাধিক পরিচিত। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের লোজানে অবস্থিত। হকি সংক্রান্ত ট্রফিগুলি নিম্নরূপ-

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি

১. আগা খান কাপ, ২. আজলান শাহ্‌ কাপ, ৩. হকি বিশ্ব কাপ, ৪. চ্যাম্পিয়ন ট্রফি, ৫. মোদি গোল্ড কাপ, ৬. গুরুনানক ট্রফি, ৭. বম্বে গোল্ড কাপ, ৮. বেটন কাপ, ৯. বেগম রসুল ট্রফি ( মহিলা), ১০. মহারাজা রঞ্জীত সিংহ গোল্ড কাপ, ১১. লেডি রতন টাটা ট্রফি, ১২. গুরু নানক চ্যাম্পিয়নশিপ, ১৩. ধ্যানচাদ ট্রফি, ১৪. নেহেরু ট্রফি, ১৫. সিন্ধিয়া গোল্ড কাপ, ১৬. মুরুগাপ্পা গোল্ড কাপ, ১৭. ওয়েলিংটন কাপ

♠ ব্যাডমিন্টন-

ব্যাডমিন্টন খেলার জন্য নেট দ্বারা বিভক্ত একটি আয়তাকার কোর্ট প্রয়োজন হয়। ১৯৩০ সালে বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন (বর্তমান ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন) প্রতিষ্ঠিত হয়। ১৯৯২ সালে পাঁচটি ইভেন্টসহ ব্যাডমিন্টন অলিম্পিকের অন্তর্ভুক্ত হয়। এই ইভেন্টগুলি হল পুরুষ ও মহিলাদের সিঙ্গলস, পুরুষ ও মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলস। ব্যাডমিন্টনের সাথে যুক্ত ট্রফি গুলি হল-.

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF

১. আগারওয়াল কাপ, ২. অমৃত দিওয়ান কাপ, ৩. এশিয়া কাপ, ৪. অস্ট্রেলিয়া কাপ, ৫. চাধা কাপ, ৬. উবের কাপ, ৭. ইউরোপিয়ান কাপ, ৮. ওয়াল্ড কাপ, ৯. ইব্রাহিম রহমাতুল্লাহ চ্যালেঞ্জার কাপ, ১০. হামাস কাপ, ১১. কনিকা কাপ, ১২. সফিয়া কাপ, ১৩. কিটাহারা কাপ, ১৪. টমাস কাপ, ১৫. উবের কাপ, ১৬. ইওনেক্স কা্‌প, ১৭. হ্যারিলেলা কাপ।

♠ টেবিল টেনিস-

টেবিল টেনিস খেলার অন্য আরেকটি নাম পিং পং। জাপানে খেলাটি তাক্কিও নামে পরিচিত। এই খেলাটি একটি টেবিলে দুটি খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে। টেবিলের দুইপ্রান্তে দুইজন খেলোয়াড় একটি নেট দ্বারা বিভক্ত হয়। ১৮৮০ সালে ইংল্যান্ডে টেবিল টেনিসের উৎপত্তি ঘটে। আধুনিক অলিম্পিকে এ ক্রীড়া ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়। টেবিল টেনিস খেলা আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (ITTF) দ্বারা নিয়ন্ত্রিত । এই সংস্থা সুইজারল্যান্ডের লাউসনে 19২6 সালে প্রতিষ্ঠিত। টেবিল টেনিসনের সাথে যুক্ত বিখ্যাত ট্রফিগুলি হল-

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF
ছবি সূত্র

১. বেরনা বেল্লাক কাপ, ২. পিথাপুরম কাপ, ৩. ওয়াল্ড কাপ, ৪. এশিয়া কাপ, ৫. কতিল্লীয়ন কাপ, ৬. জয় লক্ষী কাপ, ৭. রাজকুমারী চ্যালেন্জ কাপ, ৮. রামানুজ ট্রফি, ৯. ত্রাভান্কুর কাপ, ১০. স্ব্য়াথিলিং কাপ।

♠ গলফ

গল্‌ফ ক্লাব ও বলের একটি খেলা, যাতে খেলোয়াড়েরা ক্লাবের সাহায্যে বলটিকে নির্দিষ্ট গর্তে (hole) ফেলার চেষ্টা করেন। গল্‌ফ খেলা হয় খোলা মাঠে, যাকে গল্‌ফকোর্স বলা হয়। একটি গলফ কোর্সে সাধারণত ৯ থেকে ১৮ টি গর্ত থাকে। প্রতিটি গর্তের জন্য একটি করে টি বক্স থাকে, যেখান থেকে খেলা শুরু হয়। গলফ খেলার সাথে যুক্ত ট্রফিগুলি হল-

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF

১. কানাডা কাপ, ২. এইসেনহাওয়ার ট্রফি, ৩. মুথিয়াহ গোল্ড কাপ, ৪. নোমিউরা কাপ, ৫. পারালামডি ট্রফি, ৬. প্রেসিডেনটস  ট্রফি, ৭. প্রিন্স অফ ওয়েলস কাপ, ৮. রাইডার কাপ, ৯. সল্হেইম কাপ, ১০. তপলিনো ট্রফি, ১১. ওয়ালকার কাপ, ১২. ওয়ার্ল্ড কাপ, ১৩. ইন্টার-কন্টিনেন্টাল কাপ।

♠ টেনিস-

টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া হিসেবে পরিচিত। লন টেনিস নামেও বিশ্বের অনেক দেশে এ খেলার পরিচিতি রয়েছে। যিনি এ খেলায় অংশগ্রহণ করেন, তিনি ‘টেনিস খেলোয়াড়’ নামে পরিচিতি পান। টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দণ্ড যা ‘র‌্যাকেট’ নামে পরিচিত, একটি বল এবং জাল। টেনিস খেলার যুক্ত ট্রফি গুলি হল-

টেনিস খেলা

১. উইম্বল্ডন ট্রফি, ২. অস্ট্রেলিয়া ওপেন, ৩. ডেভিস কাপ, ৪. ইউ. এস. ওপেন, ৫. গ্রান্ড স্লাম কাপ, ৬. লিপটন ট্রফি, ৭. ফ্রেঞ্চ ওপেন, ৮. এ.টি.পি. প্রেডিনেন্টস্‌।

♠ ভলিবল-

ভলিবল অলিম্পিক গেমসের খেলা যা দুই দলেরই ছয় জন করে খেলোয়াড় থাকে। নেট দিয়ে বিভক্ত করা কোর্টের দুই প্রান্তে খেলোয়াড়েরা থাকে এবং তাদের উদ্দেশ্য থাকে প্রতিপক্ষ দলের সীমানার মধ্যে বলকে ভূমিতে স্পর্শ করার মাধ্যমে পয়েন্ট অর্জন করা। ভলিবলের ট্রফিগুলি হল-

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF

১. সেন্টেনিয়াল কাপ, ২. ফেডারেশন কাপ, ৩. ওয়াল্ড লিপ কাপ, ৪. ইন্দিরা প্রধান ট্রফি, ৫. ওয়ার্ল্ড কাপ, ৬. শিভান্তি গোল্ড কাপ

[আরও পড়ুন- রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট]

♠ দাবা খেলা-

দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ডের উপর খেলা হয়। দাবা খেলার জন্ম ভারতবর্ষে বলে সর্বাধিক প্রচলিত মতবাদ । দাবা খেলায় প্রতিপক্ষের রাজার বিরুদ্ধে কিস্তি বা চেকমেট দেবার পর যদি রাজা চেক সরাতে না পারে এবং পরবর্তীতে যদি নড়াতে না পারে তবে কিস্তিমাৎ হয়ে খেলা শেষ হবে। দাবা খেলার সাথে জড়িত ট্রফিগুলি হল-

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ
দুজন ব্যক্তি মনযোগ সহকারে দাবা খেলছে (ছবি সূত্র)

১. ওয়াল্ড কাপ, ২. লিমকা ট্রফি, ৩. লিনারেস সিটি ট্রফি, ৪. নাইডু ট্রফি, ৫. খৈতান ট্রফি। এছাড়াও প্রমিলা বিশ্ব চ্যাম্পিয়নশীপ, জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশীপ, বিশ্ব সিনিয়র চ্যাম্পিয়নশীপ, করেসপন্ডেন্স দাবা বিশ্ব চ্যাম্পিয়নশীপ, বিশ্ব কম্পিউটার দাবা চ্যাম্পিয়নশীপ এবং ব্লিটজ এন্ড র‌্যাপিড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ (দ্রুতগতির দাবা) অন্যতম।

♠ কবাডি

কবাডি খেলার সাথে যুক্ত ট্রফিগুলি হল- ১. কবাডি বিশ্ব কাপ, ২. ফেডারেশন কাপ

♠ পোলো-

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ
পোলো খেলা

পোলো খেলার সাথে যুক্ত ট্রফিগুলি হল- ১. এসরা কাপ, ২. গোল্ড কাপ, ৩. কিংস কাপ, ৪. পৃথি পাল সিংহ কাপ, ৫. রাধা মোহন কাপ, ৬. উইন্চেস্তার কাপ

♠ বক্সিং-

বক্সিং খেলার সাথে যে যে ট্রফিগুলি যুক্ত সেগুলি হল- ১. আসপি অদজায়া ট্রফি, ২. ফেডারেশন কাপ, ৩. ভাল বেকার ট্রফি

♠ বিলিয়ার্ড বা স্নুকার-

আর্থার ওয়াকার ট্রফি, থমাস কাপ।

♠ এয়ার রেসিং-

১. জওহরলাল চ্যালেঞ্জ ট্রফি, ২. কিংস কাপ, ৩. স্নেইদার কাপ

♠ তাস-

১. বাসালাট ঝাঁ ট্রফি, ২. হোলকার ট্রফি, ৩. রুইয়া গোল্ড কাপ, ৪. সিংঘানিয়া ট্রফি

♠ হর্স রেসিং-

১. ন্যাশানাল কাপ, ২. ব্লু রিব্যান্ড, ৩. বেরেস্ফোর্ড কাপ

♠ রোয়িং-

১. বীফিয়েটার’স গিন

♠ রাগবি-

১. ওয়েব ইংলিশ ট্রফি, ২. ক্যালকাটা কাপ, ৩. ব্লেডিসলোই কাপ

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে প্রায় বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফির তালিকা ও নাম গুলি আপনাদের জানালাম। ভালো লাগলে পোস্টগুলি শেয়ার করবেন। বন্ধুদের কে স্টুডেন্টস কেয়ারের সাথে যুক্ত করে নেবেন। পরবর্তী দিনে আবারও ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে। সঙ্গে থাকুন স্টুডেন্টস কেয়ার।


⇒বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF


বিঃ দ্রঃ➤ আমাদের ব্লগে যদি কোনো লেখক লেখা পাঠাতে চান তাহলে আমাদের নীতিমালা অনুসরণ করে আমাদের Privecy Policy – অনুসারে লেখা পাঠানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।

#কোন খেলার সাথে কোন কোন ট্রফি প্রদান করা হয়, #কি কি খেলার সাথে কি ধরনের কাপ বা ট্রফি দেওয়া হয়, #বিশ্বের সকল খেলার ট্রফি গুলির নাম, #বিশ্বের সকল খেলার ট্রফির তালিকা, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF , #ট্রফি তালিকা, বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফির তালিকা

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!