ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর দের নাম ও স্থায়ীত্বকালের তালিকা
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সূচনাটা হয়েছিল ১৭৭৩ সালে পশ্চিমবঙ্গের তদানীন্তন গভর্নর ওয়ালেস হেস্টিংস এর আমলে। হেস্টিংস ভারতে একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক গঠনের প্রয়োজনীয়তা প্রথম উপলব্ধি করেন। এর পর তিনি ‘জেনারেল ব্যাঙ্ক ইন বেঙ্গল অ্যান্ড বিহার’ গঠনের সুপারিশ করেন। এর কয়েক বছর পর ১৯১৩ সালে চেম্বারলীন প্রস্তাব পেশ হয়। এই প্রস্তাব অনুসারে জে এম কেইন্স প্রথম কেন্দ্রীয় ব্যাঙ্কের একটি পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করেছিলেন। এর পর ১৯২১ সালে তিনটি প্রেসিডেন্সি ব্যাঙ্ক এর সমন্বয়ে ইমপেরিয়াল ব্যাঙ্ক গঠিত হয় এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্ব মূলত এই ব্যাঙ্কের ওপরেই দেওয়া হয়েছিল। এর পর ১৯৩১ সালে ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কিং এঙ্কোয়ারি কমিটি রিজার্ভ ব্যাঙ্ক গঠনের সুপারিশ করেন।
সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন
অতঃপর, ভারতীয় সংবিধান সংস্কার অনুযায়ী ১৯৩৩ সালে নতুন বিল প্রেশ করা হয়, সেই বিল অনুযায়ী RBI অ্যাক্ট ১৯৩৪ সালে প্রণয়ন করা হয় ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠা হয়। ১৯৩৫ সালের ১ এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসাবে দায়িত্বভার গ্রহণ করে। প্রাথমিক ভাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কলকাতায় স্থাপিত হলেও, ১৯৩৭ সালে এটিকে মুম্বাই (তৎকালীন বোম্বাই) তে স্থানান্তরিত করা হয়।
এর পর দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার RBI অ্যাক্ট ১৯৪৮ আইন প্রণয়ন করে RBI কে সম্পূর্ণভাবে ব্যাক্তিগত মালিকানা মূক্ত করে। এবং এরপর ১৯৪৯ সালের ১ জানুয়ারিতে RBI কে সম্পূর্ন্রূপে জাতীয়করণের পর এটি সম্পূর্ণ ভাবে সরকারি ব্যাঙ্কে হিসাবে আত্মপ্রকাশ করে।
মাধ্যমিক ২০১৮ ভূগোলের সম্ভাব্য প্রশ্ন জানার জন্য এখানে ক্লিক করুন
১৯৩৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ২৪ জন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে বসেছেন। এদের প্রত্যেকের নাম ও স্থায়ীত্বকাল নিচে টেবিলের আকারে দেওয়া হল।
গভর্নরের নাম | সময়কাল | |
---|---|---|
১ | অসবোর্ণ স্মিথ | ১/৪/১৯৩৫-৩০/০৬/১৯৩৭ |
২ | জেমস টেলর | ১/৭/১৯৩৭-১৭/০২/১৯৪৩ |
৩ | সিডি দেশমুখ | ১১/০৮/১৯৪৩-৩০/০৬/১৯৪৯ |
৪ | বেঙ্গল রামা রাও | ১/০৭/১৯৪৯-১৪/০১/১৯৫৭ |
৫ | কে জি আম্বেগাওনকার | ১৪/০১/১৯৫৭-২৮/০২/১৯৫৭ |
৬ | এইচ ভি আর আয়ানগার | ০১/০৩/১৯৫৭-২৮/০২/১৯৬২ |
৭ | পি সি ভট্টাচার্য্য | ০১/০৩/১৯৬২-৩০/০৬/১৯৬৭ |
৮ | এল কে ঝা | ০১/০৭/১৯৬৭-৩/৫/১৯৭০ |
৯ | বি এন আদারকার | ০৪/০৫/১৯৭০-১৫/০৬/১৯৭০ |
১০ | এস জগন্নাথন | ১৬/০৬/১৯৭০-১৯/০৫/১৯৭৫ |
১১ | এন সি সেনগুপ্তা | ১৯/০৫/১৯৭৫-১৯/০৮/১৯৭৫ |
১২ | কে আর পুরি | ২০/০৮/১৯৭৫-০২/০৫/১৯৭৭ |
১৩ | এম নরসিংহম | ০২/০৫/১৯৭৭-৩০/১১/১৯৭৭ |
১৪ | আই জি প্যাটেল | ০১/১২/১৯৭৭-১৫/০৯/১৯৮২ |
১৫ | মনমোহন সিং | ১৯/০৯/১৯৮২-১৪/০১/১৯৮৫ |
১৬ | এ ঘোষ | ১৫/০১/১৯৮৫-০৪/০২/১৯৮৫ |
১৭ | আর এন মালহোত্রা | ০৪/০২/১৯৮৫-২২/১২/১৯৯০ |
১৮ | ভেঙ্কিটারামানাম | ২২/১২/১৯৯০-২১/১২/১৯৯২ |
১৯ | সি রঙ্গরাজন | ২২/১২/১৯৯২-২১/১১/১৯৯৭ |
২০ | বিমল জালান | ২২/১১/১৯৯৭-০৬/০৯/২০০৩ |
২১ | ওয়াই ভি রেড্ডী | ০৬/০৯/২০০৩-০৫/০৯/২০০৮ |
২২ | ডি সুব্বারাও | ০৫/০৯/২০০৮-০৪/০৯/২০১৩ |
২৩ | রঘুরাম রাজন | ০৪/০৯/২০১৩-০৪/০৯/২০১৬ |
২৪ | উরজিৎ প্যাটেল | ০৪/০৯/২০১৬- বর্তমান |