চেনা অচেনা ভারতবর্ষ || বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম ঘটনাবলি || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম ঘটনাবলি

ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। সুউচ্চ হিমালয় পর্বত থেকে দক্ষিণে মহাসাগর, পশ্চিমে থর মরুভূমি থেকে ঘন অরণ্য, জীববৈচিত্র্যের বিচারে ভারত প্রথমসারির একটি দেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ এই দেশে এমন কিছু রেকর্ড রয়েছে যেগুলি আপনাদের মধ্যে অনেকেই হয়ত জানেন না। আমাদের দেশ ভারতে এমন অনেক অজানা ঘটনা রয়েছে যেগুলি আপনি জানলে প্রথমে অবাক হবেন কিন্তু গর্ববোধ করবেন নিজের দেশের সম্পর্কে। ভারতকে আরও নিখুঁত ভাবে জানার জন্য আমরা একটি বিশেষ বিভাগ শুরু করেছি যার নাম চেনা অচেনা ভারতবর্ষ। এই বিভাগে প্রতিদিন ১০টি করে জানা অজানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা চেষ্টা করবো বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম ঘটনাবলি গুলি আপনাদের জানাতে।


চেনা অচেনা ভারতবর্ষ বিভাগের সকল পোস্ট পড়ার জন্য এখানে ক্লিক করুণ


১. ভারতের প্রথম সোশ্যাল ইনোভেশন সেন্টার কোথায় চালু হয়?

উঃ নিজামাবাদে

Join us on Telegram

২. ভারতের প্রথম ক্যাশ্লেস দ্বীপের নাম কী?

উঃ করং

আরও পড়ুন- বিশ্বের অদ্ভুত সকল রেকর্ড যা দেখলে আপনাকে মুগ্ধ করবে (প্রথম পর্ব)

৩. ভারতের প্রথম অ্যামফিবিয়াস বাস প্রকল্প চালু হয় কোথায়?

উঃ অমৃতসরের নিকট হরিকে জলাভূমিতে পাঞ্জাব সরকারের উদ্যাগে চালু হয়।

৪. ভারতের প্রথম ডিজিটাল গ্রামের নাম কী?

উঃ গুজরাটের অকোদারা গ্রাম

৫. ভারতের প্রথম দ্বীপ জেলার নাম কী?

উঃ অসমের ব্রম্ভ্রপুত্র নদীতে অবস্থিত মাজুলি দ্বীপ

আরও পড়ুন- পৃথিবীর উৎপত্তি তত্ত্ব – কান্টের নীহারিকা মতবাদ (১৭৫৫)

৬. ভারতের প্রথম ডিজিটাল রাজ্যের নাম কী?

উঃ কেরল

৭. ভারতের প্রথম শিশু আদালত কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ হায়দ্রাবাদে

৮. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ডাক ঘর কবে প্রতিষ্ঠা হয়?

উঃ ১৭৬৪ সালে বোম্বেতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাকঘর প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন- ভারতের সম্পর্কে আরও তথ্য জানার জন্য ক্লিক করুণ

৯. ভারতের প্রথম ওয়াই-ফাই হট স্পট গ্রামের নাম কী?

উঃ হরিয়ানার গুমথালা গারহু

১০. ভারতের প্রথম হ্যাপি জাংশনের নামকী?

উঃ বিহারের সোনপুর

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!