প্রাথমিক টেট বাংলা ব্যকরণ প্র্যাকটিস সেট 2 PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

WB Primary TET বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা খুবই জরুরী। প্রাথমিক টেটে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কয়কটি করে MCQ প্রশ্ন আপনাদের প্রদান করবো যার মাধ্যমে আপনাদের প্রস্তুতির একটি ধারাবাহিকতা বজার থাকবে। আজকে প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট পর্বের বিষয়- বাংলা ব্যকরণ প্র্যাকটিস সেট MCQ (Primary TET Bengali Grammar MCQ)। আজ দ্বিতীয় পর্ব। 

Primary Tet পরীক্ষাতে বাংলা ব্যাকরণ থেকে 10-15টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।

এছাড়াও, আমরা এই প্রশ্ন উত্তরের PDF টি আপনাদের বিনামূল্যে প্রদান করছি যেটি এই পোস্টের শেষে ডাউনলোড বোতামে ক্লিক করলেই পেয়ে যাবেন।

Primary TET Practice SET PDF List

Join us on Telegram
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ক্লিক করুন
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ক্লিক করুন

বাংলা ব্যকরণ প্র্যাকটিস সেট MCQ SET-2

(21) নিচের কোন্‌টি সম্মুখ ও প্রসৃত স্বরধ্বনি?

(A) এ

(B) উ

(C) আ

(D) ও

উঃ (A) এ

(22) বর্গের ৩য় ও ৪র্থ বর্ণকে কি বলা হয়?

(A) আশ্রয়ভাগী বর্ণ

(B) অল্পপ্রাণ বর্ণ

(C) ঘোষ বর্ণ

(D) অঘোষ বর্ণ

উঃ (C) ঘোষ বর্ণ

(23) লেখাপড়া ছাড়া কেউ বড়ো হতে পারেনা। কোন প্রকার বিশেষ্য?

(A) ভাব বাচক বিশেষ্য

(B) ক্রিয়াবাচক বিশেষ্য

(C) শ্রেণী বাচক বিশেষ্য

(D) সংজ্ঞা বাচক বিশেষ্য

উঃ (B) ক্রিয়াবাচক বিশেষ্য

(24) লক্ষী ছেলে। এটি কোন্‌ প্রকার বিশেষণ?

(A) বহপদী বিশেষণ

(B) বাক্যশ্রয়ী বিশেষণ

(C) ধ্বন্যাত্মক বিশেষণ

(D) পদান্তরিত বিশেষণ

উঃ (D) পদান্তরিত বিশেষণ

(25) কিছু কথা তাকে বলেছিলাম। এই কোন্‌ প্রকার সর্বনাম?

(A) ব্যক্তিবাচক সর্বনাম

(B) নির্দেশক সর্বনাম

(C) অনির্দেশক সর্বনাম

(D) প্রশ্ন বাচক সর্বনাম

উঃ (C) অনির্দেশক সর্বনাম

(26) ‘তকমা’ শব্দটি হল-

(A) ফরাসি

(B) জার্মান

(C) তুর্কি

(D) গ্রিক

উঃ (C) তুর্কি

(27) নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। এটি কোন প্রকার কারক?

(A) কর্তৃ কারক

(B) কর্ম কারক

(C) করণ কারক

(D) অধিকরণ কারক

উঃ (A) কর্তৃ কারক

(28) নিচের কোন শব্দটি ‘চন্দ্রে’র সমার্থক শব্দ নয়?

(A) শশাঙ্ক

(B) নিশাকর

(C) মৃগাঙ্ক

(D) প্রভা

উঃ (D) প্রভা

(29) নিচের কোনটি অশুদ্ধ বানান?

(A) সমীচিন

(B) গৃহীত

(C) সরষু

(D) সমীহ

উঃ (A) সমীচিন

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

(30) আসক্তি দূর হয়েছে যার। এক কথায় প্রকাশ করুন।

(A) বীতরাগ

(B) শ্রীধু

(C) আপীত

(D) বীতকাম

উঃ (A) বীতরাগ

(31) নক্ষত্র দ্বারা খচিত- নক্ষত্রখচিত। সমাস নির্ণয় করুন

(A) করণ অৎপুরুষ

(B) সাধারণ কর্মধারা

(C) অধিকরণ তৎপুরুষ

(D) অপাদান তৎপুরুষ সমাস

উঃ (A) করণ অৎপুরুষ

(32) ‘তৃণাচ্ছাদিত’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়?

(A) তৃণ + আচ্ছাদন

(B) তৃণ + আচ্ছাদিত

(C) তৃণ + আচ্ছাদিত

(D) কোনোটি নয়

উঃ (B) তৃণ + আচ্ছাদিত

(33) ‘পৌরজন’ শব্দের অর্থ কী?

(A) পুরসভার বাসিন্দা

(B) দেশের সমস্ত অধিবাসী

(C) শহরের বাসিন্দা

(D) নগরীর বাসিন্দা

উঃ (A) পুরসভার বাসিন্দা

(34) সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্প বর্ণিত ‘জটায়ু’র আসল নাম কী?

(A) তপেশ মিত্র

(B) কিরীটি

(C) মোহিতলাল গাঙ্গুলি

(D) লালমোহন গাঙ্গুলি

উঃ (D) লালমোহন গাঙ্গুলি

(35) ‘সেই সময়’ এর লেখক কে?

(A) দেবেশ রায়

(B) শীর্ষেন্দু মুখোপাধ্যায়

(C) নারায়ণ গঙ্গোপাধ্যায়

(D) সুনীল গঙ্গোপাধ্যায়উঃ

(D) সুনীল গঙ্গোপাধ্যায়

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

আপনার জন্য আরও রয়েছে!

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!