৭৫টি বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ

Students Care :: স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম। আপনারা নিশ্চই জানেন বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে কি কি কাজে কোন্‌ ধরণের যন্ত্র ব্যবহার হয় এই বিষয়ে। কিন্তু এই যন্ত্রের পরিমান প্রচুর হওয়ার জন্য আমাদের সকলের পক্ষে মনে রাখা সম্ভব হয় না। আবার অনেক সময় আমরা বিভিন্ন বই তে সকল প্রকার যন্ত্রের তালিকাও পাইনা। এমনকি আপনি অনলাইনে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। সেই জন্য আমরা প্রায় ৭৫টি বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ একটি তালিকা প্রকাশ করলাম। এখান থেকে আপনার প্রয়জনীয় সকল প্রকারের যন্ত্রের নাম ও তাদের ব্যবহার গুলি জানতে পারবেন। নীচে টেবিলের আকারে ৭৫টি দেওয়া হয়েছে দেখে নিন।

যন্ত্রের নামব্যবহার
অল্টমিটারউচ্চতা মাপার যন্ত্র
অ্যাকোটিনোমিটারসৌরশক্তির বিকিরন মাপা হয়
অ্যানিমোমিটার বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয়
অ্যানিমোগ্রাফ স্বতঃস্ফুর্তভাবে বায়ুপ্রবাহের গতিবেগ ও দিক মাপা হয়
অ্যারোমিটারবাতাসের ওজন মাপা হয়
ব্যারোমিটারবায়ুর চাপ মাপা হয়
এসেট্রোমিটার কৌণিক উচ্চতা বা কোণ মাপার যন্ত্র
হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়
হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘণত্ব পরিমাপ হয়
১০ব্ল্যাক-বাল্ব থার্মোমিটার রোদের তাপমাত্রে পরিমাপ
১১ক্যাম্পবেল স্টোক নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সময় ধরে
১২রেফ্রিজারেটরএর মধ্যে খাদ্যদ্রব্য ঠান্ডা থাকে এবং সহজে নষ্ট হয়না।
১৩থার্মোফ্লাক্সএর মধ্যে যে কোন তরল জিনিস গরম করে রাখলে অনেকখানি সময়
১৪সিসমোমিটারএর দ্বারা ভুমিকম্পের উৎপত্তি গতিবেগ নির্ণয় করাহয়
১৫টেলিগ্রাফবিদুৎ প্রবাহের সাহায্য সাংকেতিক চিহ্ন দ্বারা সংবাদ আদান-প্রদান করবার যন্ত্র বিশেষ।
১৬কম্পাসদিক নির্ণয় করবার যন্ত্র
১৭দূরবীক্ষণএই যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র জিনিসকে খুব বড় করে দেখা যায়
১৮টেলিস্কোপএর দ্বারা গ্রহ-নক্ষত্রাদির গতিবিধ ও প্রকৃতি পর্যবেক্ষণ করা হয়
১৯স্টেথোস্কোপএর দ্বারা হৃদযন্ত্র ও ফুসফুস পরীক্ষা করা হয়
২০লাউড-স্পিকার এর দ্বারা কথা জোরে শুনা যায়
২১এক্সরেএর দ্বারা শরীরের ভিতরের ছবি নেওয়া হয়
২২টেলিপ্রিন্টারবিদুৎ প্রবাহের সাহায্যে সংবাদপত্রের স্বয়ংক্রিয় সংবাদ গ্রহণের যন্ত্র
২৩টেলিফোনবিদ্যুৎ প্রবাহের সাহায্যে এর দ্বারা দূরের লোকের সঙ্গে কথাবার্তা বলাযায়
২৪মাইক্রোফোনএই যন্ত্রের দ্বারা শব্দকে উচ্চতর করা হয় ফলে বহুদূর থেকে এই শব্দ শুনা যায়
২৫বেতার টেলিগ্রামএটি এক প্রকার তারবিহীন সংবাদ আদান-প্রদান করবার যন্ত্র
২৬হাইড্রোফোনএব দ্বারা জলের ভিতরের শব্দ মাপা যায়
২৭ম্যনোমিটারগ্যাসের চাপ মাপার যন্ত্র
২৮স্ফগৃমোম্যানোমিটাররক্তচাপ মাপার যন্ত্র
২৯স্পিউরিস্কোপএটি জালনোট ধরার যন্ত্র
৩০রাডাররেডিও তরঙ্গ দ্বারা জলে স্থলে এবং আকাশে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করবার যন্ত্র
৩১ইকোমিটারএই যন্ত্রটির সাহায্যে শব্দের গভীরতা মাপা যায়
৩২মাইক্রোমিটারএর দ্বারা সূক্ষ্মতর দূরত্ব মাপা যায়
৩৩শ্লাইডরুলএর সাহায্যে গণনা করা হয়
৩৪ক্রেস্কোগ্রাফএর দ্বারা উদ্ভিদের জীবনীশক্তি বোঝা যায়
৩৫অডিফোনযারা কানে কম শুনেন, তারা এটা কানে দিলে জোরে শব্দ শুনতে পাবেন
৩৬মিটার সেকল দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র
৩৭ভার্নিয়ার স্কেলদৈর্ঘ্য পরিমাপক যন্ত্র
৩৮স্লাইড ক্যালিপার্স বস্তর দৈর্ঘ্য, চোঙ বা
বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও
বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়
৩৯স্প্রিং নিক্তি সরাসরি বস্তর ওজন নির্ণায়ক
৪০তুলা যন্ত্র খুব অল্প পরিমাণ জিনিসের ভর
সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র
৪১জাইরোকম্পাসজাহাজের দিক নির্ণায়ক
৪২অডিও মিটার শব্দের তীব্রতা নির্ণায়ক
৪৩রিখটার স্কেলভূকম্পন তীব্রতা পরিমাপের
৪৪রেইনগেজ বৃষ্টি পরিমাপক যন্ত্র
৪৫সেক্স্রট্যান্টসূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক
৪৬ক্রোনোমিটারদ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র
৪৭অ্যাক্সিলারোমিটারত্বরণ পরিমাপক যন্ত্র
৪৮স্পিডোমিটারদ্রুতি পরিমাপক যন্ত্র
৪৯ভেলাটোমিটারবেগের পরিমাণ নিণায়ক
৫০ওডোমিটারমোটর গাড়ির গতি নির্ণায়ক
৫১ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক
৫২অলটিমিটার উচ্চতা নির্ণায়ক
৫৩ফ্যাদেমিটারসমুদ্রের গভীরতা নির্ণায়ক
৫৪ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক
৫৫ক্যালরিমিটার তাপ পরিমাপক যন্ত্র
৫৬পাইরোমিটারতারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক
৫৭টেনসিওমিটারতরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র
৫৮অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র
৫৯গ্যালভানোমিটার সুক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র
৬০ওহম মিটার পরিবাহীর রোধ নির্ণায়ক
৬১ভোল্ট মিটার বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র
৬২ইলেক্ট্রফেরাসবৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র
৬৩ভ্যানডিগ্রাফ বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র
৬৪স্ফিগমোম্যানোমিটারমানবদেহের রক্তচাপ নির্ণায়ক
৬৫কার্ডিওগ্রাফ হৃৎপিন্ডের গতি নির্ণায়ক
৬৬ইনকিউবেটর ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র
৬৭ওপিসোমিটার মানচিত্রে নদী,রাস্তা,ইত্যাদির দৈর্ঘ্য মাপার জন্য
৬৮পেনটোগ্রাফমানচিত্র ছোট বা বড়ো করার যন্ত্র
৬৯পেট্রোগ্রফিক মাইক্রোস্কোপশিলা পরীক্ষা করা হয়
৭০লাইসিমিটারমাটির মধ্যে জলের অনুস্রবণের হার
৭১জিওডিমিটারভূপৃষ্ঠে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দূরত্ব মাপা হয়
৭২নিফোস্কোপ মেঘের গতিবেগ ও তার সঞ্চারের দিক
৭৩ইভাপোরিমিটারবষ্পীভবনের হার মাপা হয়
৭৪এ্যাসেট্রোলেবি কৌণিক উচ্চতা বা কোন মাপার যন্ত্র
৭৫কারেন্টোমিটারনদীর জলের স্রোত মাপা হয়
৭৬থিওডোলাইটজরিপের কাজে উচ্চতা বা কৌণিক দূরত্ব মাপা হয়
৭৭সেক্সটেন্ট কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়

কপিরাইট- স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত

Tag- #Geographical Devices, #Scientific Devices, #ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্র, #বিভিন্ন কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ

আরও পড়তে পারেন-

Join us on Telegram

ধন্যবাদ আপনাদের সকলকে। পোস্টটি ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। তাতে করে আমরা পরবর্তী পোস্ট প্রকাশে আগ্রহী হব। সঙ্গে থাকুন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!