৭৫টি বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ
বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ
Students Care :: স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম। আপনারা নিশ্চই জানেন বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে কি কি কাজে কোন্ ধরণের যন্ত্র ব্যবহার হয় এই বিষয়ে। কিন্তু এই যন্ত্রের পরিমান প্রচুর হওয়ার জন্য আমাদের সকলের পক্ষে মনে রাখা সম্ভব হয় না। আবার অনেক সময় আমরা বিভিন্ন বই তে সকল প্রকার যন্ত্রের তালিকাও পাইনা। এমনকি আপনি অনলাইনে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। সেই জন্য আমরা প্রায় ৭৫টি বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ একটি তালিকা প্রকাশ করলাম। এখান থেকে আপনার প্রয়জনীয় সকল প্রকারের যন্ত্রের নাম ও তাদের ব্যবহার গুলি জানতে পারবেন। নীচে টেবিলের আকারে ৭৫টি দেওয়া হয়েছে দেখে নিন।
যন্ত্রের নাম | ব্যবহার | |
---|---|---|
১ | অল্টমিটার | উচ্চতা মাপার যন্ত্র |
২ | অ্যাকোটিনোমিটার | সৌরশক্তির বিকিরন মাপা হয় |
৩ | অ্যানিমোমিটার | বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় |
৪ | অ্যানিমোগ্রাফ | স্বতঃস্ফুর্তভাবে বায়ুপ্রবাহের গতিবেগ ও দিক মাপা হয় |
৫ | অ্যারোমিটার | বাতাসের ওজন মাপা হয় |
৬ | ব্যারোমিটার | বায়ুর চাপ মাপা হয় |
৭ | এসেট্রোমিটার | কৌণিক উচ্চতা বা কোণ মাপার যন্ত্র |
৮ | হাইগ্রোমিটার | বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় |
৯ | হাইড্রোমিটার | তরলের আপেক্ষিক ঘণত্ব পরিমাপ হয় |
১০ | ব্ল্যাক-বাল্ব থার্মোমিটার | রোদের তাপমাত্রে পরিমাপ |
১১ | ক্যাম্পবেল স্টোক | নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সময় ধরে |
১২ | রেফ্রিজারেটর | এর মধ্যে খাদ্যদ্রব্য ঠান্ডা থাকে এবং সহজে নষ্ট হয়না। |
১৩ | থার্মোফ্লাক্স | এর মধ্যে যে কোন তরল জিনিস গরম করে রাখলে অনেকখানি সময় |
১৪ | সিসমোমিটার | এর দ্বারা ভুমিকম্পের উৎপত্তি গতিবেগ নির্ণয় করাহয় |
১৫ | টেলিগ্রাফ | বিদুৎ প্রবাহের সাহায্য সাংকেতিক চিহ্ন দ্বারা সংবাদ আদান-প্রদান করবার যন্ত্র বিশেষ। |
১৬ | কম্পাস | দিক নির্ণয় করবার যন্ত্র |
১৭ | দূরবীক্ষণ | এই যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র জিনিসকে খুব বড় করে দেখা যায় |
১৮ | টেলিস্কোপ | এর দ্বারা গ্রহ-নক্ষত্রাদির গতিবিধ ও প্রকৃতি পর্যবেক্ষণ করা হয় |
১৯ | স্টেথোস্কোপ | এর দ্বারা হৃদযন্ত্র ও ফুসফুস পরীক্ষা করা হয় |
২০ | লাউড-স্পিকার | এর দ্বারা কথা জোরে শুনা যায় |
২১ | এক্সরে | এর দ্বারা শরীরের ভিতরের ছবি নেওয়া হয় |
২২ | টেলিপ্রিন্টার | বিদুৎ প্রবাহের সাহায্যে সংবাদপত্রের স্বয়ংক্রিয় সংবাদ গ্রহণের যন্ত্র |
২৩ | টেলিফোন | বিদ্যুৎ প্রবাহের সাহায্যে এর দ্বারা দূরের লোকের সঙ্গে কথাবার্তা বলাযায় |
২৪ | মাইক্রোফোন | এই যন্ত্রের দ্বারা শব্দকে উচ্চতর করা হয় ফলে বহুদূর থেকে এই শব্দ শুনা যায় |
২৫ | বেতার টেলিগ্রাম | এটি এক প্রকার তারবিহীন সংবাদ আদান-প্রদান করবার যন্ত্র |
২৬ | হাইড্রোফোন | এব দ্বারা জলের ভিতরের শব্দ মাপা যায় |
২৭ | ম্যনোমিটার | গ্যাসের চাপ মাপার যন্ত্র |
২৮ | স্ফগৃমোম্যানোমিটার | রক্তচাপ মাপার যন্ত্র |
২৯ | স্পিউরিস্কোপ | এটি জালনোট ধরার যন্ত্র |
৩০ | রাডার | রেডিও তরঙ্গ দ্বারা জলে স্থলে এবং আকাশে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করবার যন্ত্র |
৩১ | ইকোমিটার | এই যন্ত্রটির সাহায্যে শব্দের গভীরতা মাপা যায় |
৩২ | মাইক্রোমিটার | এর দ্বারা সূক্ষ্মতর দূরত্ব মাপা যায় |
৩৩ | শ্লাইডরুল | এর সাহায্যে গণনা করা হয় |
৩৪ | ক্রেস্কোগ্রাফ | এর দ্বারা উদ্ভিদের জীবনীশক্তি বোঝা যায় |
৩৫ | অডিফোন | যারা কানে কম শুনেন, তারা এটা কানে দিলে জোরে শব্দ শুনতে পাবেন |
৩৬ | মিটার সেকল | দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র |
৩৭ | ভার্নিয়ার স্কেল | দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র |
৩৮ | স্লাইড ক্যালিপার্স | বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায় |
৩৯ | স্প্রিং নিক্তি | সরাসরি বস্তর ওজন নির্ণায়ক |
৪০ | তুলা যন্ত্র | খুব অল্প পরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র |
৪১ | জাইরোকম্পাস | জাহাজের দিক নির্ণায়ক |
৪২ | অডিও মিটার | শব্দের তীব্রতা নির্ণায়ক |
৪৩ | রিখটার স্কেল | ভূকম্পন তীব্রতা পরিমাপের |
৪৪ | রেইনগেজ | বৃষ্টি পরিমাপক যন্ত্র |
৪৫ | সেক্স্রট্যান্ট | সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক |
৪৬ | ক্রোনোমিটার | দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র |
৪৭ | অ্যাক্সিলারোমিটার | ত্বরণ পরিমাপক যন্ত্র |
৪৮ | স্পিডোমিটার | দ্রুতি পরিমাপক যন্ত্র |
৪৯ | ভেলাটোমিটার | বেগের পরিমাণ নিণায়ক |
৫০ | ওডোমিটার | মোটর গাড়ির গতি নির্ণায়ক |
৫১ | ট্যাকোমিটার | উড়োজাহাজের গতি নির্ণায়ক |
৫২ | অলটিমিটার | উচ্চতা নির্ণায়ক |
৫৩ | ফ্যাদেমিটার | সমুদ্রের গভীরতা নির্ণায়ক |
৫৪ | ল্যাক্টোমিটার | দুধের বিশুদ্ধতা নির্ণায়ক |
৫৫ | ক্যালরিমিটার | তাপ পরিমাপক যন্ত্র |
৫৬ | পাইরোমিটার | তারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক |
৫৭ | টেনসিওমিটার | তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র |
৫৮ | অ্যামিটার | বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র |
৫৯ | গ্যালভানোমিটার | সুক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র |
৬০ | ওহম মিটার | পরিবাহীর রোধ নির্ণায়ক |
৬১ | ভোল্ট মিটার | বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র |
৬২ | ইলেক্ট্রফেরাস | বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র |
৬৩ | ভ্যানডিগ্রাফ | বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র |
৬৪ | স্ফিগমোম্যানোমিটার | মানবদেহের রক্তচাপ নির্ণায়ক |
৬৫ | কার্ডিওগ্রাফ | হৃৎপিন্ডের গতি নির্ণায়ক |
৬৬ | ইনকিউবেটর | ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র |
৬৭ | ওপিসোমিটার | মানচিত্রে নদী,রাস্তা,ইত্যাদির দৈর্ঘ্য মাপার জন্য |
৬৮ | পেনটোগ্রাফ | মানচিত্র ছোট বা বড়ো করার যন্ত্র |
৬৯ | পেট্রোগ্রফিক মাইক্রোস্কোপ | শিলা পরীক্ষা করা হয় |
৭০ | লাইসিমিটার | মাটির মধ্যে জলের অনুস্রবণের হার |
৭১ | জিওডিমিটার | ভূপৃষ্ঠে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দূরত্ব মাপা হয় |
৭২ | নিফোস্কোপ | মেঘের গতিবেগ ও তার সঞ্চারের দিক |
৭৩ | ইভাপোরিমিটার | বষ্পীভবনের হার মাপা হয় |
৭৪ | এ্যাসেট্রোলেবি | কৌণিক উচ্চতা বা কোন মাপার যন্ত্র |
৭৫ | কারেন্টোমিটার | নদীর জলের স্রোত মাপা হয় |
৭৬ | থিওডোলাইট | জরিপের কাজে উচ্চতা বা কৌণিক দূরত্ব মাপা হয় |
৭৭ | সেক্সটেন্ট | কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় |
কপিরাইট- স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত
Tag- #Geographical Devices, #Scientific Devices, #ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্র, #বিভিন্ন কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ
আরও পড়তে পারেন-
- রেলের গ্রুপ ডি প্রস্তুতি
- WBCS-প্রস্তুতি
- টেট প্রস্তুতি
- সাধারণ জ্ঞানের ভান্ডার
- রেলের গ্রুপ ডি অনলাইন মক টেস্ট
- প্রাথমিক টেট অনলাইন মক টেস্ট
ধন্যবাদ আপনাদের সকলকে। পোস্টটি ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। তাতে করে আমরা পরবর্তী পোস্ট প্রকাশে আগ্রহী হব। সঙ্গে থাকুন।