নোবেল পুরস্কার 2022 PDF | Nobel Prize 2022 List in Bengali PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

নোবেল পুরস্কার 2022 PDF : স্টুডেন্টস কেয়ারের আরও একটি নিবন্ধে আপনাকে স্বাগত। আমাদের এই নিবন্ধে 2022 সালে ঘোষিত হওয়া নোবেল পুরস্কারের ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের সম্পূর্ণ তালিকা এবং তাদের ক্ষেত্র, আবিষ্কারের বিষয় সহ নানান তথ্যগুলি বিস্তারিত ভাবে আলোচনা করবো। এই নিবন্ধের তথ্য গুলি আগত বিভিন্ন পরীক্ষা যেমন WBCS, PSC, Rain Group D/C, Kolkata Police, SSC, School Service PT Exam সহ নানান ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তাই সময় অপচয় না করে গুরুত্বসহকারে সমস্ত তথ্যগুলি পড়ুন। নোবেল পুরস্কার 2022 PDF (Nobel Prize 2022 List in Bengali PDF) লিঙ্কটি নিবন্ধের শেষে পেয়ে যাবেন, যেখান থেকে বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারবেন।

পরিচ্ছেদসমূহ

নোবেল পুরষ্কার কী?

নোবেল পুরষ্কার হল একটি বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ পুরস্কার যা ছয়টি ভিন্ন ক্ষেত্রে আলাদাভাবে দেওয়া হয়। “যারা পূর্ববর্তী বছরে, মানবজাতির জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে তাদের এই পুরষ্কার প্রদান করা হয়”। মূলত, পুরস্কারটি পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবিদ্যা বা মেডিসিন, সাহিত্য এবং শান্তির ক্ষেত্রে প্রদান করা হয়। নোবেল পুরস্কারে ভূষিত ব্যক্তি বা সংস্থাকে নোবেল পুরস্কার বিজয়ী (Nobel Prize laureate) বলা হয়। “বিজয়ী” শব্দটি লরেল পুষ্পস্তবক (laurel wreath) দ্বারা চিহ্নিত করা বোঝায়। প্রাচীন গ্রীসে, বিজয়ীদের সম্মানের চিহ্ন হিসাবে লরেল পুষ্পস্তবক দেওয়া হত।

নোবেল পুরস্কারের বিবরণ

নামকরণসুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে
প্রথম পুরস্কৃত1901 সালে
পুরস্কারদাতা* সুয়েডীয় একাডেমি
* সুইডিশ বিজ্ঞান একাডেমি
* নোবেল কমিটি অফ কারোলিন্সকা ইনষ্টি্টিউট
* নরওয়েজিয়ান নোবেল কমিটি
পুরস্কৃত বিভাগপদার্থবিজ্ঞান,
রসায়ন,
সাহিত্য,
বিশ্ব শান্তি,
চিকিৎসায় এবং
অর্থনীতিতে
পুরস্কৃত দেশসুইডেন এবং নরওয়ে
সম্মানইংরেজিতে নোবেল লরিয়েট
আলোচ্য বিষয়নোবেল পুরস্কার 2022 PDF
নোবেল পুরস্কারের বিবরণ

শান্তি পুরষ্কারটিকে “সেই ব্যক্তিকে প্রদান করা হয়, যে জাতিগুলির মধ্যে সহযোগীতা, স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি বা হ্রাস, এবং শান্তি কংগ্রেস প্রতিষ্ঠা ও প্রচারের জন্য সবচেয়ে বা সেরা কাজ করেছে”। পরবর্তীতে 1968 সালে, অর্থনৈতিক বিজ্ঞানের ক্ষেত্রে একটি ষষ্ঠ পুরস্কার যুক্ত করা হয়। এবং পুরস্কার প্রদান শুরু হয়েছে 1969 সাল থেকে। পুরষ্কারটি আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার নয় তবে এটিকে “আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে Sveriges Riksbank পুরস্কার” বলা হয়। এটি Sveriges Riksbank (সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

Join us on Telegram

নোবেল পুরস্কারের ইতিহাস

1901 খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়। সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের 1895 সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। তাঁর উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ নিয়ে 1897 সালে নোবেল পুরস্কার প্রদানের জন্য “নরওয়েজীয় নোবেল কমিটি” নামক একটি সংস্থা তৈরি করা হয়। এর পর অন্যান্য সংস্থাগুলো প্রতিষ্ঠিত ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়। যেমন- 7 জুন ক্যারোলিংস্কা ইনিস্টিটিউট, 9 জুন সুইডিশ একাডেমি এবং 11 জুন রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে, নরওয়েজীয় নোবেল কমিটি দ্বারা। বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে, সুইডেনের সংস্থাগুলোর দ্বারা এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

একনজরে নোবেল পুরস্কারের ক্ষেত্র এবং প্রদানকারী সংস্থার নাম

ক্ষেত্রসংস্থার নাম
পদার্থবিদ্যায় নোবেলরয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস
রসায়নবিদ্যা্য নোবেলরয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস
চিকিৎসাবিজ্ঞানে নোবেলকারোলিন্সকা ইনস্টিটিউটে নোবেল পরিষদ
সাহিত্যের নোবেলসুয়েডীয় একাডেমি
শান্তিতে নোবেলনরওয়েজীয় নোবেল কমিটি
অর্থনীতিতে নোবেলসুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস
নোবেল পুরস্কারের বিভাগ ও সংস্থার নাম

Nobel Prize 2022 List in Bengali

2022 সালে কারা কারা নোবেল পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছে সেই তালিকাটি বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার 2022 পেলেন কে?

3 অক্টোবর (সোমবার) সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল সমাবেশ এর তরফে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। 2022 সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো (Svante Paboo) । ইনি হলেন 1982 সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পাওয়া, সুনে বার্গস্ট্রমের ছেলে।

2022 সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাওয়ার কারণ কি?

বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য এবছর চিকিৎসাবিজ্ঞানে বা শারীরবিদ্যা বা ফিজিওলজি বিভাগে নোবেল পুরস্কার জিতলেন সুইডিশ বিজ্ঞানী সোয়ান্তে পাবো।

The 2022 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Svante Pääbo

বিলুপ্ত হয়েযাওয়া মানব প্রজাতির পূর্বসূরি ছিল নিয়ানডারথাল। এই নিয়ানডারথালের জিনোম পরীক্ষা করে এক নতুন খোঁজ করেছেন নোবেল জয়ী পাবো। তাঁর মতে আধুনিক মানুষের DNA-এর সাথে নিয়ানডারথাল বহুলাংশে মিল পাওয়া গিয়েছে। বর্তমান মানব প্রজাতির আরও এক পূর্বসূরি হল হোমিনিন ডেনিসোভা। এটি নিয়েও তিনি গবেষণা চালিয়েছেন। গবেষণালব্ধ ফলে তিনি জানতে পেরেছেন, এই দুই বিলুপ্ত প্রজাতি থেকে জিন স্থানান্তর হয়েছে আধুনিক মানব প্রজাতির শরীরে।

পুরষ্কার মূল্যঃ

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার পাওয়ার উপহারস্বরূপ সান্তেপাবো পাবেন 1 কোটি সুইডিশ ক্রাউনস। যা ভারতীয় মুদ্রার হিসাবে হয় প্রায় 7 কোটি 36 লাখ 53 হাজার 705 টাকা।

পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022

4 অক্টোবর সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী 2022 সালে পদার্থ বিজ্ঞানে মোট তিনজন নোবেল পুরষ্কার পেয়েছে। এঁরা হলেন ফ্রান্সের আলাঁ আসপেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ ক্লাউজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।

পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022 PDF প্রাপ্যকের তালিকা

প্রাপ্যকের নামদেশ
আলাঁ আসপেক্টফ্রান্স
জন এফ ক্লাউজারমার্কিন যুক্তরাষ্ট্র
অ্যান্টন জেলিঙ্গারঅস্ট্রিয়া
পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022 (Nobel Prize 2022) প্রাপ্যকের তালিকা

আরও পড়ুন: নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা (১৯১৩ থেকে বর্তমান)

2022 সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়ার কারণ কি?

কোয়ান্টাম ইনফরমেশনে গবেষণার জন্য এঁনারা 2022 সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন। তাঁদের গবেষণার মূল বিষয়বস্তু ছিল ‘এনট্যাঙ্গলড’ ফোটন কণা, ‘বেল থিওরি’ খারিজ করে নতুন ধারনা সংক্রান্ত গবেষণা ও ‘কোয়ান্টাম ইনফরমেশন সায়ান্স’ সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কার। তাদের এই গবেষণা কোয়ান্টাম তথ্যের নতুন প্রযুক্তির পথ উন্মোচন করেছে।

2022 #NobelPrize in Physics (নোবেল পুরস্কার 2022 PDF)

উল্লেখ্য, ‘বেল ইনইক্যুয়ালিটিজ’ এর লঙ্ঘন সংক্রান্ত নতুন তথ্য আবিষ্কার করেছেন মার্কিন বিজ্ঞানী ক্লাউজার, অপরদিকে, ‘অ্যাসপেক্টের‘ ধারণায় উঠে এসেছে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট ধারনা। কোয়ান্টাম টেলিপোর্টেশন তথ্যের উম্মচন করেছেন অস্ট্রিয়ান বৈজ্ঞানিক জেলিঙ্গার‘কোয়ান্টাম স্টেট’কে একটি কণা থেকে অন্য কণায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্থানান্তরিত করা যায়, এটি তাঁর আবিষ্কার থেকে জানা যায়।

রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস 5 অক্টোবর 2022 সালে রসায়ন বিজ্ঞান বিভাগে তিনজন নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে। 2022 সালে রসায়ন বিজ্ঞানে মোট তিনজন নোবেল পেয়েছেন, এঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যারোলিন আর বার্তোজ্জি ও ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ রিসার্চের গবেষক কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের কোপেনগেহেন ইউনিভার্সিটির মর্টেন মেলডালন। প্রসঙ্গত উল্লেখ্য, এই তিনজনের মধ্যে শার্পলেস 2001 সালেও রসায়নে নোবেল পেয়েছিলেন, পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন তিনি।। এবং অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি

রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022 PDF প্রাপ্যকের তালিকা

প্রাপ্যকের নামদেশ
ক্যারোলিন আর বার্তোজ্জিমার্কিন যুক্তরাষ্ট্র
কে ব্যারি শার্পলেসমার্কিন যুক্তরাষ্ট্র
মর্টেন মেলডালনডেনমার্ক
পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022 (Nobel Prize 2022) প্রাপ্যকের তালিকা

2022 সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পাওয়ার কারণ কি?

ক্লিক কেমিস্ট্রি’ বা অণু সংযুক্তিকরণ এবং এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রি সংক্রান্ত গবেষণার জন্য এই তিনজনকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তাঁদের এই গবেষণা আগামী দিনে ডিএনএ ম্যাপিং, ওষুধ শিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

“রসায়নে এই বছরের পুরষ্কারটি অত্যধিক জটিল বিষয়গুলির সাথে সম্পর্কিত নয়, পরিবর্তে সহজ এবং সরল বিষয়গুলির সাথে কাজ করে৷ কার্যকরী অণুগুলি এমনকি একটি সরল পথ নিয়েও তৈরি করা যেতে পারে,”
জোহান অ্যাকভিস্ট (রসায়নের নোবেল কমিটির চেয়ারম্যান)

2022 #NobelPrize in Chemistry (নোবেল পুরস্কার 2022 PDF)

আরও পড়ুন: প্রাথমিক টেট বিগত বছরের প্রশ্ন উত্তর

সাহিত্যে নোবেল পুরষ্কার 2022 পেলেন কে?

6 অক্টোবর 2022-এ রয়্যাল সুইডিশ একাডেমি এবছরের সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ীয় নাম ঘোষণা করলেন। 2022 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি সাহিত্যিক অ্যানি এরনও।

অ্যানি এরনও নোবেল পাওয়ার কারণ কি?

সুইডিশ একাডেমির সূত্র অনুসারে, তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য, তাঁর সাহিত্য কর্মে স্থান পেয়েছে লিঙ্গ, ভাষা ও জাতিগত বৈষম্যের শিকার হওয়া সাধারণ মানুষের জীবনকে তিনি তাঁর বিভিন্ন লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। আনি এরনো সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করেছেন।

নোবেল পাওয়া আনি এরনোর কিছু সৃষ্টিঃ

আনি এরনো তাঁর 40 বছরের সাহিত্য জগতে বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাস লিখেছেন। এর মধ্যে বেশ কয়েকটি আত্মজীবনীমূলক। ফরাসী ভাষায় তাঁর লেখা প্রথম আত্মজীবনীমূলক বই ‘লেস আরমোইরেস ভিদেস’ (Les Armoires vides) 1974 সালে প্রকাশিত হয়। যেটির ইংরেজি সংস্করণ (Cleaned Out) 1990 সালে প্রকাশিত হয়।

1983 সালে তাঁর একটি উপন্যাস ‘লা প্লাস’ প্রকাশিত হয়। যেটি পুনরায় ইংরেজিতে অনুবাদ করে ‘আ ম্যানস প্যালেস’ শিরোনামে প্রকাশ করা হয় 1992 সালে। এই উপন্যাসটি তাঁকে “রেনোদো পুরস্কার” জিতিয়েছিল। 2008 সালে প্রকাশিত আঁর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক স্মৃতিকথা নিয়ে লেখা ‘লেস অ্যানিস’

The 2022 #NobelPrize in Literature is awarded (নোবেল পুরস্কার 2022 PDF)

তিনি ফ্রান্স ও ইউরোপের নানান সাহিত্য পুরস্কার পেয়েছেন তাঁর দীর্ঘ্য লেখক জীবনে।এছাড়াও, 2018 সালে তিনি “হেমিংওয়ে পুরস্কার” জিতেছিলেন, 2019 সালে “আন্তর্জাতিক বুকার পুরস্কারও” পেয়েছিলেন। অবশেষে তাঁর ঝুলিতে স্থান পেলো নোবেল পুরস্কার।

নোবেল শান্তি পুরস্কার 2022 পেলেন কে?

7 অক্টোবর 2022 সালে নরওয়ের নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্যকের নাম ঘোষণা করেছেন।

2022 সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2022) পেলেন যৌথভাবে যথাক্রমে রুশ মানবাধিকার সংস্থা ‘মেমোরিয়াল’ (Memorial) এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা ‘সেন্টার ফর সিভিল লিবার্টিস’ (Center for Civil Liberties) ৷ এছাড়াও এবছর নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুশের আইনজীবী এলস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski) ৷ তিনিও মূলত মানবাধিকার রক্ষার আইনজীবী (Human Rights Advocate) ৷

শান্তি স্থাপনে নোবেল পুরস্কার 2022 PDF প্রাপ্যকের তালিকা

প্রাপ্যকের নামদেশ
এলস বিয়ালিয়াতস্কিবেলারুশ
মেমোরিয়াল (মানবাধিকার সংস্থা)রাশিয়া
সেন্টার ফর সিভিল লিবার্টিস (মানবাধিকার সংস্থা)ইউক্রেন
শান্তি স্থাপনে নোবেল পুরস্কার 2022 PDF (Nobel Prize 2022) প্রাপ্যকের তালিকা

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কারণ কি?

আলেস বিলিয়াতস্কি তাঁর সারাজীবনটাই গণতন্ত্র এবং শান্তি স্থাপনের প্রচারের কাজে নিয়জিত করেছেন। 1980 দশকে বেলারুশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার অন্যতম অবদানকারী হলেন বিলিয়াতস্কি। অপরদিকে, ‘সেন্টার ফর সিভিল লিবার্টিজ’ যেটি ইউক্রেনীয় মানবধীকার সংস্থা, এই সংস্থা ইউক্রেনে ক্রমাগত সচেতনতা প্রচার করে নাগরিক সমাজকে শক্তিশালী করতে এছাড়াও একটি পূর্ণাঙ্গ গণতন্ত্র রাষ্ট্রে রূপান্তরিত করতে ক্রমাগত কর্তৃপক্ষকে চাপ দিয়ে চলেছে। এবং রুশ মানবাধিকার সংস্থা ‘মেমোরিয়াল’ রাশিয়ায় রাজনৈতিক টানাপড়েন, সরকারের দ্বারা নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নানান তথ্য সংকলন করার কাজ দির্ঘদিন ধরে করে চলেছে।

“শান্তি পুরস্কার প্রাপকরা তাদের নিজ নিজ দেশের সুশীল সমাজের প্রতিনিধি। বহু বছর ধরে তাঁরা ক্ষমতার সমালোচনা করার অধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারকে নথিভুক্ত করতে তাঁরা অসামান্য প্রচেষ্টা জারি রেখেছেন। একসঙ্গে তারা শান্তি ও গণতন্ত্র রক্ষায় সুশীল সমাজের তাৎপর্যকে তুলে ধরেছেন।”
নরওয়ের নোবেল কমিটি
2022 #NobelPeacePrize to human rights advocate Ales Bialiatski from Belarus, the Russian human rights organisation Memorial and the Ukrainian human rights organisation Center for Civil Liberties. (নোবেল পুরস্কার 2022 PDF)

অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার 2022 পেলেন কে?

10 অক্টোবর 2022 সালে সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করলেন।

এবছর মোট তিনজন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী হয়েছেন। এনারা হলেন বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ।

অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার 2022 PDF প্রাপ্যকের তালিকা

প্রাপ্যকের নামদেশ
ডগলাস ডায়মন্ডমার্কিন যুক্তরাষ্ট্র
ফিলিপ ডিবভিগমার্কিন যুক্তরাষ্ট্র
বেন বার্নানকেমার্কিন যুক্তরাষ্ট্র
অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার 2022 PDF (Nobel Prize 2022) প্রাপ্যকের তালিকা

অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার কারণ কি?

ব্যাঙ্ক ও আর্থিক সংকটের ওপরে গবেষণার জন্য এবারের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এই তিনজনকে।

ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ একটি তাত্ত্বিক মডেল তৈরি করে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন ব্যাঙ্কগুলির প্রয়োজনীয়তা। বর্ণনা করেছেন কীভাবে সমাজে তাদের ভূমিকাই তাদের পতন সম্পর্কে গুজব তৈরি করে। আর কীভাবে সমাজ এই দুর্বলতা কমাতে পারে। অপরদিকে বেন বার্নানকে, আধুনিক ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট, ১৯৩০ সালের ‘গ্রেট ডিপ্রেশন’ বিশ্লেষণ করেছেন।

“আধুনিক ব্যাঙ্কিং গবেষণায় ব্যাঙ্কের প্রয়োজনীয়তার পাশাপাশি, কীভাবে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্কট কম ঝুঁকিপূর্ণ করা যায় এবং কীভাবে ব্যাঙ্কের পতন আর্থিক সঙ্কটকে আরও বাড়িয়ে তোলে তা স্পষ্ট হয়েছে। ১৯৮০-র দশকের গোড়ায় এই গবেষণার ভিত্তি স্থাপন করেছিলেন বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ। আর্থিক বাজার নিয়ন্ত্রণ এবং আর্থিক সঙ্কট মোকাবিলায় তাদের বিশ্লেষণগুলির অত্যন্ত বাস্তবিক গুরুত্ব রয়েছে।”
রয়্যাল সুইডিশ আকাদেমি
2022 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel to Ben S. Bernanke, Douglas W. Diamond and Philip H. Dybvig (নোবেল পুরস্কার 2022 PDF)

নোবেল পুরস্কার 2022 PDF Download Section

  • File name: নোবেল পুরস্কার 2022 PDF (Nobel Prize 2022)
  • Size: 178 kb
  • Download Link: Click on button below

নোবেল পুরস্কার 2022 PDF (FAQ)

নোবেল পুরষ্কার কাদের প্রদান করা হয়?

পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

প্রথম কবে নোবেল পুরষ্কার দেওয়া শুরু হয়?

1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় এবং অনুষ্ঠানটি সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়। বেশিরভাগ পুরস্কার সুইডেনের রাজা একটি গালা ডিনারে উপস্থাপন করেন, যা সাধারণত 10 ডিসেম্বর স্টকহোমে হয়। এটি নোবেলের মৃত্যুবার্ষিকী। একটি ব্যতিক্রম হল নোবেল শান্তি পুরস্কার, যা একই দিনে নরওয়ের অসলোতে একটি অনুষ্ঠানে প্রদান করা হয়

কার স্মৃতির উদ্দেশ্যে নোবেল পুরষ্কার প্রদান করা হয়?

সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অর্থনীতিতে নোবেল পুরস্কার কি নামে পরিচিত?

অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার, যা সাধারণত “অর্থনীতিতে নোবেল পুরস্কার” নামে পরিচিত।
তবে এটি প্রকৃত নোবেল পুরস্কার নয়। 1968 সালে, সুইডেনের ন্যাশনাল ব্যাংক দ্বারা “আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানের উন্নয়নের জন্য সুইডিশ ন্যাশনাল ব্যাংক পুরস্কার” শিরোনামে এটি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা হয় কিভাবে?

পুরস্কার প্রদানের দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো নিয়োজিত তারা সবাই ঠিক অক্টোবর মাসে লরিয়েটদের নাম ঘোষণা করে। ঘোষণার পর ১০ ডিসেম্বর তারিখে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হয়। এই দিনটি আলফ্রেদ নোবেলের মৃত্যুবার্ষিকী।

মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয় কি?

যদিও মৃত্যু পরবর্তী মনোনয়ন অনুমোদিত নয়, তথাপিও যদি প্রার্থীর মৃত্যু মনোনয়ন প্রদান ও নোবেল কমিটির পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণের মধ্যবর্তী সময়ে হলে তবে তা নির্বাচিত হবার যোগ্য হবে। ইতিহাসে এমনটি দুইবার ঘটেছে: ১৯৩১ সালে সাহিত্যে এরিক এক্সেল কার্লফেল্ড এবং ১৯৬১ সালে শান্তিতে জাতিসংঘের মহাসচিব ড্যাগ হেমার্শেল্ড।

অর্থনীতিএ প্রথম নোবেল পায় কে বা কারা?

জান টিনবার্গেন ও রাঙ্গার ফ্রিস হল অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী। অর্থনৈতিক পদ্ধতিসমূহে তাদের গতি তত্ত্ব প্রয়োগ করা ও উন্নতি করার জন্য তাদের এই সম্মানে ভূষিত করা হয়

বিশ্বের প্রথম নোবেল পুরষ্কার পায় কারা?

1901 সালের প্রথম নোবেল পুরস্কারের অনুষ্ঠানে, শান্তিতে নোবেল পেয়েছিলেন আন্তঃসংসদীয় ইউনিয়নের সহ-প্রতিষ্ঠাতা ফেদ্রিক পাসি ও রেড ক্রসের প্রতিষ্ঠাতা অঁরি দ্যুনঁ। পদার্থবিজ্ঞানে ভিলহেল্ম র‌ন্টগেন, রসায়নে ফান্ট হফ, চিকিৎসাবিজ্ঞানে এমিলি ভন বেরিং এবং সাহিত্যে প্রথম নোবেল পেয়েছিলেন স্যুলি প্র্যুদম।

পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন

পঞ্চম বিজ্ঞানী হিসেবে 2022 সালে দ্বিতীয়বার নোবেল পেলেন কে. ব্যারি শার্পলেস

অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল জিতেছেন কে?

অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি।

" } } ] }

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!