নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা (১৯১৩ থেকে বর্তমান)

পোস্টটি শেয়ার করুন
Rate this post

১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলনের পর থেকে ২০১৯ পর্যন্ত ৪ জন বাঙালি ব্যক্তিত্ত্ব এই পুরস্কার জয় করেছেন। নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা -র মধ্যে সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আরো ১৩ জন ব্যক্তি মনোনয়ন পেয়েছেন।

নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা

নাম বর্ষ দেশ
১. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ ভারত
২. অমর্ত্য সেন ১৯৯৮ ভারত
৩. ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ বাংলাদেশ
৪. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ২০১৯ ভারত

১. নাম- রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষ- ১৯১৩

দেশ- ভারত

বিভাগ- সাহিত্য

Join us on Telegram

পুরস্কারপ্রাপ্তির কারণ- তার কাব্যের অতি উচ্চমানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা-চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে।

[আরও পড়ুন- নোবেল পুরস্কার নিয়ে সকল প্রকার তথ্য]

২. নাম- অমর্ত্য সেন

বর্ষ- ১৯৯৮

দেশ- ভারত

বিভাগ- অর্থনীতি

পুরস্কারপ্রাপ্তির কারণ- কল্যাণ অর্থনীতিতে মৌলিক অবদানের জন্য।

৩. নাম- ড. মুহাম্মদ ইউনূস

বর্ষ- ২০০৬

দেশ- বাংলাদেশ

বিভাগ- শান্তি

পুরস্কারপ্রাপ্তির কারণ- ক্ষুদ্রঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ।

[আরও পড়ুন- ১৯০১ থেকে বর্তমান পর্যন্ত নোবেল পুরষ্কার প্রাপ্যকের তালিকা PDF]

৪. নাম- অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

বর্ষ- ২০১৯

দেশ- ভারত

বিভাগ- অর্থনীতি

পুরস্কারপ্রাপ্তির কারণ- বিশ্বব্যাপী দারিদ্র্য দূর করার জন্য পরীক্ষামূলক পথ সন্ধানের স্বীকৃতি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

⇒ নোবেল মনোনয়ন প্রাপ্তক বাঙালিদের তালিকা

নিচের তালিকা টি হচ্ছে নোবেল পুরস্কারের মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের তালিকা যারা কখনো জেতেননি। তসলিমা নাসরিন হলেন মনোনয়নপ্রাপ্ত একমাত্র বাংলাদেশী ও একমাত্র নারী। ১৯৩৬ থেকে ১৯৪০ সালের মধ্যেই বাঙ্গালী রা সবচেয়ে বেশী মনোনয়ন পেয়েছে। যেসব ব্যক্তি একই বছরে একাধিক বার মনোনয়ন পেয়েছে সেই সংখ্যাটা ব্রাকেটে দেয়ায়া হয়েছে।

বর্ষ নাম মনোনয়নপ্রাপ্তির ক্ষেত্র
১৯১৩ রবি দত্ত (২ বার) সাহিত্য
১৯২৯ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী চিকিৎসাবিজ্ঞান
১৯৩০ মেঘনাদ সাহা (২ বার) পদার্থবিজ্ঞান
১৯৩৪ হরি মোহন ব্যানার্জী (২ বার) শান্তি
১৯৩৬ হরি মোহন ব্যানার্জী (২ বার) শান্তি
১৯৩৬ হরি মোহন ব্যানার্জী সাহিত্য
১৯৩৭ নলিনী কুমার মুখার্জী শান্তি
১৯৩৭ বেনসাধর মজুমদার সাহিত্য
১৯৩৭ মেঘনাদ সাহা পদার্থবিজ্ঞান
১৯৩৮ নলিনী কুমার মুখার্জী
হরি মোহন ব্যানার্জী
শান্তি
১৯৩৮ সঞ্জীব চৌধুরী সাহিত্য
১৯৩৯ বেনসাধর মজুমদার
সঞ্জীব চৌধুরী
সাহিত্য
১৯৩৯ নলিনী কুমার মুখার্জী শান্তি
১৯৩৯ মেঘনাদ সাহা পদার্থবিজ্ঞান
১৯৪০ মেঘনাদ সাহা পদার্থবিজ্ঞান
১৯৪২ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী (৫ বার) চিকিৎসাবিজ্ঞান
১৯৪৩ শ্রী অরবিন্দ ঘোষ সাহত্য
১৯৫০ সঞ্জীব চৌধুরী
শ্রী অরবিন্দ ঘোষ
শান্তি
১৯৫১ সঞ্জীব চৌধুরী শান্তি
১৯৫১ মেঘনাদ সাহা পদার্থবিজ্ঞান
১৯৫৫ সঞ্জীব চৌধুরী শান্তি
১৯৫৫ মেঘনাদ সাহা পদার্থবিজ্ঞান
১৯৫৬ সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিজ্ঞান
১৯৫৯ সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিজ্ঞান
১৯৬২ সত্যেন্দ্রনাথ বসু (২ বার) পদার্থবিজ্ঞান
১৯৬৭ দাসমনি রায়
বিনাজ নারায়ণ সেন
সঞ্জীব চৌধুরী
শান্তি
২০০৫ তসলিমা নাসরিন শান্তি
২০০৯ মহাশ্বেতা দেবী সাহিত্য
২০১১ মহাশ্বেতা দেবী সাহিত্য
২০১২ মহাশ্বেতা দেবী
সনেট মন্ডল
সাহিত্য

নোবেল জ্যী বাঙালী, বাঙালীর নোবেল, নোবেল বিজয়ী বাঙালি, নোবেল পুরস্কার বিজয়ী বাঙালী, বাংলাদেশের কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন, কতজন বাঙালী নোবেল পুরস্কার পেয়েছেন,নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

3 thoughts on “নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা (১৯১৩ থেকে বর্তমান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!