কতগুলি দেশের ওপর দিয়ে মকরক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী
কতগুলি দেশের ওপর দিয়ে মকরক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী
how many country pass through tropic of Capricorn? অর্থাৎ, কতগুলি দেশের ওপর দিয়ে মকরক্রান্তী রেখা বিস্তৃত এবং মকরক্রান্তী রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। এই ধরণের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে।
মকক্রান্তীরেখা কাকে বলে?
নিরক্ষরেখার দক্ষিনে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ২৩.৫ ডিগ্রি কোণ যুক্ত স্থান গুলিকে যুক্ত করে যে বৃত্তাকার কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে তাকে মকরক্রান্তী রেখা বলে।
বৈশিষ্ট্য- ১) সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা
২) উষ্ণমন্ডলের দক্ষিণের শেষ সীমা
৩) ২২ ডিসেম্বর সূর্যের লম্বকিরণ এই রেখায় পড়ে
[ আরও পড়ুন- নিরক্ষরেখা কোন কোন দেশ এবং কতগুলি দেশের ওপর দিয়ে বিস্তৃত]
১০টি দেশের ওপর দিয়ে মকরক্রান্তী রেখা বিস্তৃত। তিনটি মহাদেশ (দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়া) ও তিনটি জলভাগের (প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর) ওপর দিয়ে বিস্তৃত। নিচে বিভিন্ন দেশের নাম গুলি দেখানো হল-
ক) দক্ষিণ আমেরিকা মহাদেশ-
১) চিলি
২) আর্জেন্টিনা
৩) প্যারাগুয়ে
৪) ব্রাজিল ( ব্রাজিল হল পৃথিবীর একমাত্র দেশ যার ওপর দিয়ে নিরক্ষরেখা ও মকরক্রান্তী রেখা উভয়ই বিস্তার লাভ করেছে)
খ) আফ্রিকা মহাদেশ-
৫) নাবিবিয়া
৬) বোসনিয়া
৭) দক্ষিণ আফ্রিকা
৮) মোজাম্বিক
৯) মাদাগাস্কার
[আরও পড়ুন- কতগুলি দেশের ওপর দিয়ে কর্কটক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী]
গ) ওশেনিয়া মহাদেশ
১০) অস্ট্রেলিয়া
[আরও পড়ুন-মূল মধ্য রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে]