পরীক্ষা প্রস্তুতি বিষয়ে ভূগোল || ৩০টি ভূগোলের GK || পঞ্চম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

৩০টি ভূগোলের GK

নমস্কার জানাই স্টুডেন্টস কেয়ারের সকল পাঠক পাঠিকাদের। আগত দিনে বেশ কিছু পরীক্ষার কথা খেয়ালে রেখে আমরা ধারাবাহিক ভাবে প্রশ্ন উত্তর সহকারে বিভিন্ন বিষরের প্রস্তুতি নইয়ে চলেছি। আজকের বিষয় ভূগোল। ভূগোল থেকে প্রচুর প্রশ্ন প্রতিটি পরীক্ষাতে এসে থাকে। ভূগোলে সাফল্য পাওয়ার জন্য চাই নিষ্ঠার সহিত নিখুঁত প্রস্তুতি। তাই আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আজ ভূগোল সমগ্রতে রয়েছে ৩০টি ভূগোলের GK  । অবশ্যই পড়ুন।

১. জোয়ার ভাটার ধারণা প্রথম কে প্রবর্তন করেন?
উ: পাইথিয়াস

২. ভারতের কোন রাজ্যে সামুদ্রিক তরঙ্গ দ্বারা ক্ষয় বেশি হয়?
উ: কেরালা

৩. ইংলিশ চ্যানেলের অপর নাম কী?
উ: ডোভার প্রণালী।

Join us on Telegram

৪. মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত?
উ: সাগরমাথা।

আরও পড়ুন- চার বছরের বি.এড কোর্স চালু হতে চলেছে

৫. ‘সেলভা’ শব্দের অর্থ কী?
উ: সেলভা শব্দের অর্থ গভীর অরন্য।

৬. নমামী গঙ্গে প্রকল্পটি কবে শুরু হয়?
উ: ২০১৪ সালে।

৭. কুন্ডা পরিকল্পনা কোন নদীর ওপরে অবস্থিত?
উ: কৃষ্ণা নদীর ওপরে।

৮. ভারতের কোন রাজ্যের কৃষিক্ষেত্রে জলসেচের ব্যবহার সর্বাপেক্ষা কম?
উ: জম্মু ও কাশ্মীর রাজ্যে।

৯. বোকারোর কাছে দামোদর নদের ওপর নির্মিত বাঁধটির নাম কী?
উ: তেনুঘাট।

১০. মৌসুমি বিষ্ফোরন হয় কোন সময়ে?
উ: বর্ষার শুরুতে।

১১. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত.?
উ: রাজস্থানের যোধপুরে।

১২. দিল্লি জল সরবরাহ প্রকল্পের জন্য কোন প্রকল্প থেকে জল সরবরাহ করা হয়?
উ: রামগঙ্গা।

১৩. পরিকল্পনা কমিশনের ভারত দর্শন-২০২০ তে বার্ষিক বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত স্থির করা হয়েছে?
উ: ৯ শতাংশ।

১৪. রাষ্ট্রসংঘ কত সালে মানব উন্নয়ন সূচক এর ধারনা প্রবর্তন করেন?
উ: ১৯৯০ সালে।

আরও পড়ুন- বিজ্ঞানের ২০টি প্রশ্ন ও উত্তর

১৫. পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কোন সালে প্রকাশিত হয়?
উ: ২০০৩ সালে।

১৬. অন্ধ্রপ্রদেশের ‘খামাম’ কি জন্য বিখ্যাত?
উ: আকরিক লোহার জন্য বিখ্যাত।

১৭. তরলের সান্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
উ: ভিসকোমিটার

১৮. তিস্তা নদী কত সালে তার পুরানো গতি পরিবর্তন করে?
উ: ১৮৮৭ সালে।

১৯. কোন নদীতে কানাডা বাঁধ অবস্থিত?
উ: ময়ুরাক্ষী নদীতে।

২০. কত সালে ভারতের আধুনিক চিনি শিল্পের সূচনা হয়?
উ: ১৯০৩ সালে।

২১. বিগ ব্যাং ঠান্ডা হওয়ার মুহুর্তে কোন দুটি মৌল প্রথম সৃষ্টি হয়?
উ: হাইড্রোজেন ও হিলিয়াম।

২২. ‘হোয়েলব্যাক’ বালিয়াড়ির অপর নাম কী?
উ: দ্রাস।

২৩. জাপানের আদিম অধিবাসীদের কি বলা হয়?
উ: আইনু।

২৪. বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি?
উ: মেসোস্ফিয়ার (-৯৩ ডিগ্রি সেন্টিগ্রেড)

২৫. অরণ্য সপ্তাহ কবে পালিত হয়?
উ: জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে।

২৬. ভলভো বাস নির্মাণ কারখানা কোথায় রয়েছে?
উ: কর্ণাটকের হোসকোর্টে।

২৮. ভারতের প্রথম সৌরশহরের নাম কী?
উ: ব্যাঙ্গালুরু।

২৯. পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কে স্থাপন করেন?
উ: জর্জ অকল্যান্ড।

৩০. অসম টি কোম্পানি কত সালে স্থাপিত হয়?
উ: ১৮৩৯ সালে।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!