ভারতের সম্পর্কে ২২টি মজাদার অজানা তথ্য || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের সম্পর্কে ২২টি মজাদার অজানা তথ্য

নমস্কার স্টুডেন্টস কেয়ারের সকল সদস্যদের। আজ আমরা আবারও একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হল ভারতের সম্পর্কে ২২টি মজাদার অজানা তথ্য । আজকে আমরা আপনাদের ভারতের সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলি আপনারা হয়ত আগে শোনেননি বা জানতেন না। আজ সেরকমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম পর্ব-

১. ভারতের ক্ষুদ্রতম নদী-

আমরা সকলেই জানি ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা। কিন্তু আমরা অনেকেই জানিনা ভারতের ক্ষুদ্রতম নদীটির নাম। যারা জানেনা তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদীটি হল আরবাড়ি (Arvari)। আরবাড়ি নদীটি রাজস্থানের ‘আলওয়ার’ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য মাত্র ৯০কিমি।

২. মানব ক্যালকুলেটর নামে পরিচিত ‘শকুন্তলা দেবী’

Join us on Telegram
মানব ক্যালকুলেটর
মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবী

শকুন্তলা দেবীকে মানব ক্যালকুলেটর বলা হয়। তিনি দুটি ১৩ডিজিটের নম্বরকে মাত্র ২৮ সেকেন্ডের মধ্যে গুণ করে উত্তর বলে দিয়েছিলেন। নম্বর দুটি হল ৭,৬৮৬,৩৬৯,৭৭৪,৮৭০ x ২,৪৬৫,০০৯,৭৪৫,৭৭৯

৩. মাত্র একজন ভোটারের জন্য আস্ত একটা পোলিং স্টেশন স্থাপন!

মাত্র একটি ভোটারের জন্য একটি পোলিং স্টেশন স্থাপন
মাত্র একটি ভোটারের জন্য একটি পোলিং স্টেশন স্থাপন

‘মহন্ত ভারতদাজ দর্শনদাস’ ২০০৪ থেকে ভোট দিচ্ছেন এবং প্রত্যেক নির্বাচনের সময় একটি বিশেষ ভোট কেন্দ্রে বুথের ব্যবস্থা করা হয় তাঁর জন্য। কেন্দ্রটি গুজরাটের গিড় জঙ্গলের মধ্যে অবস্থিত।

৪. বিশ্বের উচ্চতম ক্রিকেট মাঠ অবস্থিত ভারতে

বিশ্বের উচ্চতম ক্রিকেট মাঠ
বিশ্বের উচ্চতম ক্রিকেট মাঠ

হিমাচল প্রদেশের চাইল নামন স্থানে ২৪৪৪ মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উচ্চতম ক্রিকেট মাঠ। এটি ১৮৯৩ সালে স্থাপন করা হয়েছিল।

৫. ভারতের ভাসমান পোস্ট অফিস

ভারতের ভাসমান পোস্ট অফিস
ভারতের ভাসমান পোস্ট অফিস

আমরা সকলেই জানি বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে ভারতে। ভারতে প্রায় ১,৫৫,০১৫ টির বেশি পোস্ট অফিস রয়েছে। কিন্তু মজার বিষয় হল এতগুলি পোস্ট অফিসের মধ্যে একটি পোস্ট অফিস রয়েছে যেটি জলে ভাসমান অবস্থায় রয়েছে। হ্যাঁ আপনি ঠিকি আন্দাজ করেছেন, ভারতের ভাসমান পোস্ট অফিসটি অবস্থিত শ্রীনগরের ডাল হ্রদে। এটি ২০১১ সালে গড়ে তোলা হয়।

৬. মহাকাশ থেকে কুম্ভ মেলা দৃশ্যমান

মহাকাশ থেকে কুম্ভ মেলা দৃশ্যমান
মহাকাশ থেকে কুম্ভ মেলা দৃশ্যমান

২০১১ সালের কুম্ভ মেলাতে প্রায় ৭৫ মিলিয়ন দর্শনার্থীর সমাগম হয়েছিল। মজার বিষয় হল, এই বিশাল ভীড়ের দৃশটি মহাকাশ থেকে দৃশ্যমান হয়েছিল। নীচে সেই চিত্র দেওয়া হল।

৭. শ্যাম্পুর ধারণটি প্রথম ভারত থেকেই নেওয়া

শ্যাম্পুর ধারণটি প্রথম ভারত থেকেই নেওয়া
শ্যাম্পুর ধারণটি প্রথম ভারত থেকেই নেওয়া

প্রথম শ্যাম্পু তৈরির ধারণা এসেছিল ভারত থেকেই। তৎকালীন সময়ে কোনো ব্যবসায়ীক উদ্দেশ্যে নয় বরং অয়ুর্বেদিক বিদ্যার প্রসারে এটি বানানো হয়েছিল। এমনকি “Shampoo” শব্দটি এসেছে সংস্কৃত শব্দ “Champu” থেকে।

৮. ভারতের প্রথম রকেট বহন করেছিল একটি বাইসাইকেল!

ভারতের প্রথম বহন করেছিল একটি বাইসাইকেল!
ভারতের প্রথম রকেট বহন করেছিল একটি বাইসাইকেল!

ভারতের প্রথম রকেটটি এতো হালকা ও ছোটো ছিল যে এটিকে থাম্বা (তিরুবনন্তপুরম, কেরালা) উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য একটি বাইসাইকেল ব্যবহার করা হয়েছিল।

৯. চিনি উৎপাদন প্রকৃয়ার জনক ভারত

ভারত হল সেই দেশ যারা প্রথম চিনি নিষ্কাশনের কৌশল আবিষ্কার করেছে। ভারতের কাছ থেকে বিশ্বের অন্যান্য দেশ চিনি পরিশোধনের প্রক্রিয়া শিখেছে।

১০. রাকেশ শর্মার মতে মহাকাশ থেকে ভারতকে দেখতে “সারে যাহা সে আচ্ছা”

রাকেশ শর্মার মতে মহাকাশ থেকে ভারতকে দেখতে "সারে যাহা সে আচ্ছা"
রাকেশ শর্মার মতে মহাকাশ থেকে ভারতকে দেখতে “সারে যাহা সে আচ্ছা”

তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে জিজ্ঞেস করেছিলেন “মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে?” উত্তরে রাকেশ শর্মা বলেছিলেন “সারে যাহা সে আচ্ছা”.

১১. Havell’s একটি ভারতীয় কোম্পানি এবং এর নামকরণ কিভাবে হয়েছিল জানেন?

এই হ্যাভেলসের নামকরণ হয়েছিল কোম্পানির আসল মালিক "হাভেলি রাম গুপ্তার" নামের সাপেক্ষে।
হ্যাভেলসের সেই বিখ্যাত বিজ্ঞাপন

হ্যাভেলসের সেই বিখ্যাত বিজ্ঞাপনটি খেয়াল আছেতো? সে যাই হোক, মাত্র ১০ লক্ষর একটি কোম্পানি থেকে বর্তমানে কয়েক বিলিয়ন টাকার একটি কোম্পানিতে পরিণত হয়েছে। এই হ্যাভেলসের নামকরণ হয়েছিল কোম্পানির আসল মালিক “হাভেলি রাম গুপ্তার” নামের সাপেক্ষে।

১২. ধ্যানচাঁদকে জার্মানির নাগরিকত্ব দিতে চেয়েছিলেন হিটলার

১৯৩৬ সালের বার্লিন ওলিম্পিকে জার্মানিকে ৮-১ গোলের ব্যবধানে পরাজিত করে ভারত। তারপর হিটলার ধ্যাঁনচাঁদকে জার্মানির নাগরিকত্ব দিতে চেয়েছিলেন এবং এর সাথে সেনাবাহিনীরর উচ্চপদে চাকরি ও জার্মানির জাতীয় দলে খেলার সুযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু মেজর ধ্যানচাঁদ তা প্রত্যাখ্যান করেছিলেন।

১৩. চাঁদে প্রথম জলের সন্ধান খুজে পায় ভারত

চাঁদে প্রথম জলের সন্ধান খুজে পায় ভারত
চাঁদে জল পাওয়ার সাক্ষ হিসাবে এই মানচিত্র

২০০৯ সালের সেপ্টেম্বর মাসে ইসরো দ্বারা প্রেরিত চন্দ্রযান-১ চাঁদের একটি অংশ জলের অস্তিত্বর কথা জনসমক্ষে আনে। যেটা পরবর্তী কালে নাসা দ্বারা স্বীকৃতি দেওয়া হয়। নিচের মানচিত্রটি তারি প্রমান বহন করছে।

১৪. সুইজারল্যান্ডের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আব্দুর কালামের স্মরণে

সুইজারল্যান্ড এর বিজ্ঞান দিবস কালামের স্মরণে
সুইজারল্যান্ড এর বিজ্ঞান দিবস কালামের স্মরণে

ভারতের মিশাইল ম্যান এপিজে আব্দুর কালাম ২০০৬ সালে একবার সুইজারল্যান্ড সফর করেছিলেন। তাঁর সফরের পরবর্তীকালে সুইজারল্যান্ড সরকার ২৬ মে দিনটিকে সুইজারল্যান্ডের জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ঘোষণা করে।

১৫. ভারত সবকটি কবাডি বিশ্বকাপজয়ী হয়েছে

ভারতের জাতীয় পুরুষ কবাডি দল আজ পর্যন্ত সকল কবাডি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে।

১৬. বান্দ্রা থেকে ওরলী ব্রিজে পৃথিবীর পরিধি অনুযায়ী সমান ইস্পাত রয়েছে

বান্দ্রা থেকে ওরলী ব্রিজে
বান্দ্রা থেকে ওরলী ব্রিজ

ইঞ্জিনিয়ারদের মতে ৫০,০০০ আফ্রিকার হাতির থেকেও বেশি ওজন এই সমুদ্র সেতুটির।

১৭. Snakes ও Ladders খেলাটির উৎপত্তি ভারতেই

Snakes ও Ladders খেলাটির উৎপত্তি ভারতেই
Snakes ও Ladders খেলাটির উৎপত্তি ভারতেই

পূর্বে এটি ‘মোক্ষ পেটামু’ নামে পরিচিত ছিল। প্রাথমিক ভাবে খেলাটি শিশুদের কর্ম সম্পর্কে একটি নৈতিক পাঠদান দেওয়ার জন্য উদ্ভাবন করা হয়েছিল। পরে এটিকে বাণিজ্যিকিকরন করা হয়েছিল। এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বোর্ড গেমগুলির মধ্যে একটিতে পরিনত হয়েছিল।

১৮. Freddie Mercury এবং Ben Kingsley দুজনেই ভারতীয়!

Freddie Mercury এবং Ben Kingsley দুজনেই ভারতীয়!
Freddie Mercury এবং Ben Kingsley দুজনেই ভারতীয়!

বিশ্ব বিখ্যাত রক ব্যান্ড “কুইক” এর গায়ক Freddie Mercury ছিলেন ভারতীয়, যাঁর নাম ছিল Cartoon Bulsara। এমনকি অস্কার জয়ী হলিউড স্টার Ben Kingsley-র জন্ম নাম ‘কৃষ্ণ পণ্ডিত ভাঞ্জী’।

১৯. বিশ্বের সর্বাধিক নিরামিষভোজী দেশ হল ভারত

বিশ্বের সর্বাধিক নিরামিষভোজী দেশ হল ভারত
বিশ্বের সর্বাধিক নিরামিষভোজী দেশ হল ভারত

ভারতে প্রায় ২০-৪০% মানুষ নিরামিষভোজী, যার ফলে বিশ্বের সর্ববৃহৎ নিরামিষভোজী দেশের তকমা পেয়েছে।

২০. বিশ্বের দ্বিতীয় ইংরেজি ভাষী দেশ ভারত

আমরা জানি ভারতে স্বীকৃত ভাষা ২২টি। কিন্তু ভারতে প্রায় ১২৫ মিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলে। যেটি সমগ্র দেশের ১০% স্থান অধিকার করে আছে।

২১. বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ভারত

সাম্প্রতিককালে ভারত ইউরোপীয় ইউনিয়নকে পেরিয়ে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। ২০১৪ সালে ১৩২.৪ মিলিয়ন টন দুধ উৎপাদন করে।

২২. বিশ্বের আদ্রতম বসবাসযোগ্য গ্রামটি রয়েছে ভারতে

বিশ্বের আদ্রতম বসবাসযোগ্য গ্রামটি রয়েছে ভারতে
বিশ্বের আদ্রতম বসবাসযোগ্য গ্রামটি রয়েছে ভারতে

মেঘালয়ের মৌসিমরাম গ্রামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবং এই গ্রামে কয়েক হাজার মানুষ বসবাস করে। এটি বিশ্বের আর্দ্রতম বসবাসযোগ্য গ্রাম। ১৮৬১ সালে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে।

 

ধন্যবাদ, স্টুডেন্টস কেয়ারের সাথে থাকার জন্য। প্রথম পর্বটি এখানেই শেষ করলাম। ভারতের সম্পর্কে ২২টি মজাদার অজানা তথ্য দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব। অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশ্ন উত্তর প্রকাশ করে থাকি।

 

বি: দ্র: স্টুডেন্টস কেয়ারের অনুমতি ছাড়া আমাদের কোনো লেখা কপি করা নিষিদ্ধ ।

 

#ভারতের সমস্ত তথ্য, ভারতের অজানা তথ্য, ভারতের কিছু অজানা ঘটনা, ভারতকে চিনুন নতুন রূপে, ভারতের সম্পর্কে ২২টি মজাদার অজানা তথ্য

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!