কতগুলি দেশের ওপর দিয়ে কর্কটক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী
কতগুলি দেশের ওপর দিয়ে কর্কটক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী
The Tropic of Cancer passes through how many countries? অর্থাৎ, কতগুলি দেশের ওপর দিয়ে কর্কটক্রান্তী রেখা বিস্তৃত এবং কর্কটক্রান্তী রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। এই ধরণের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে।
কর্কটক্রান্তী রেখা কাকে বলে?
নিরক্ষরেখার উত্তরে পৃথিবীর উত্তর গোলার্ধে ২৩.৫ ডিগ্রি কোণ যুক্ত স্থান গুলিকে যুক্ত করে যে বৃত্তাকার কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে তাকে মকরক্রান্তী রেখা বলে।
বৈশিষ্ট্য- ১) সূর্যের উত্তরায়নের শেষ সীমা
২) উষ্ণমন্ডলের উত্তরের শেষ সীমা
৩) ২১ জুন সূর্যের লম্বকিরণ এই রেখায় পড়ে
[ আরও পড়ুন- নিরক্ষরেখা কোন কোন দেশ এবং কতগুলি দেশের ওপর দিয়ে বিস্তৃত]
১৭টি দেশের ওপর দিয়ে মকরক্রান্তী রেখা বিস্তৃত। তিনটি মহাদেশ (দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়া) ও ছয়টি জলভাগের (প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর, তাইওয়ান প্রণালী, মেক্সিকো উপসাগর, লোহীত সাগর) ওপর দিয়ে বিস্তৃত। নিচে বিভিন্ন দেশের নাম গুলি দেখানো হল-
ক) উত্তর আমেরিকা মহাদেশ-
১) মেক্সিকো
২) বাহামাস
খ) আফ্রিকা মহাদেশ
৩) নাইজার
৪) আলজেরিয়া
৫) মরিটনিয়া
৬) মিশর
৭) লিবিয়া
৮) মালি
৯) পশ্চিম সাহারা
[আরও পড়ুন- কতগুলি দেশের ওপর দিয়ে মকরক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী]
গ) এশিয়া মহাদেশ
১০) আরব আমীরশাহী
১১) সৌদি আরব
১২) ওমান
১৩) ভারত
১৪) বাংলাদেশ
১৫) চীন
১৬) মায়ানমার
১৭) তাইওয়ান
ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তী রেখা বিস্তৃত এবং কী কী?
ভারতের ৮টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তী রেখা বিস্তৃত। রাজ্যগুলি হল-
১) গুজরাট, ২) রাজস্থান ৩) মধ্যপ্রদেশ, ৪) ছত্তিশগড়, ৫) ঝাড়খন্ড, ৬) পশ্চিমবঙ্গ, ৭) ত্রিপুরা, 8) মিজোরাম
[আরও পড়ুন-মূল মধ্য রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে]