মূল মধ্য রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে

পোস্টটি শেয়ার করুন
Rate this post

মূল মধ্য রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে

The Prime Meridian passes through how many countries? অর্থাৎ, কতগুলি দেশের ওপর দিয়ে মূল মধ্য রেখা বিস্তৃত এবং মূল মধ্য রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে । এই ধরণের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে।

মূল মধ্যরেখা কাকে বলে?

উঃ যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখা লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উতর-দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব-পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, তাকে মূল মধ্যরেখা বলে। এই রেখাটি ভূকেন্দ্রের সাথে শূন্য ডিগ্রি কোণ উৎপন্ন করে তাই এর মান শূন্য ডিগ্রি।

৮টি দেশের ওপর দিয়ে মূল মধ্য রেখা বিস্তৃত। তিনটি মহাদেশ (ইউরোপ, আফ্রিকা ও আন্টার্কটিকা) ও ছয়টি জলভাগের (সুমেরু সাগর, নরওয়ে সাগর, গ্রিনল্যান্ড সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু সাগর) ওপর দিয়ে বিস্তৃত। নিচে বিভিন্ন দেশের নাম গুলি দেখানো হল-

Join us on Telegram
মূল মধ্য রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে
মূল মধ্য রেখা কোন কোন দেশের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে

ক) ইউরোপ মহাদেশ-

১) ব্রিটেন

২) স্পেন

৩) ফ্রান্স

খ) আফ্রিকা মহাদেশ-

৪) ঘানা

৫) আলজেরিয়া (আলজেরিয়া এমন একটি দেশ যার ওপর দিয়ে কর্কটক্রান্তী রেখা ও মূলমধ্য রেখা বিস্তৃত হয়েছে)

৬) মালি

৭) টোগো

৮) বুরকিনা ফাসো

বিঃ দ্রঃ আফ্রিকা এমন একটি দেশ যার ওপর দিয়ে কর্কটক্রান্তী রেখা ও মূলমধ্য রেখা বিস্তৃত হয়েছে

ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে প্রমান দ্রাঘিমা রেখা বিসার লাভ করেছে ও রাজ্যগুলির নাম কী?

উঃ ভারতের ৫টি রাজ্যের ওপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা বিস্তৃত। এই পাঁচটি রাজ্য হল- ১) উত্তর প্রদেশ, ২) মধ্যপ্রদেশ, ৩) ছত্তিশগড়, ৪) ওড়িশা, ৫) অন্ধ্রপ্রদেশ রাজ্যের ওপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা রেখা বিস্তৃত।

বিঃ দ্রঃ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ওপর দিয়ে কর্কটক্রান্তী রেখা ও প্রমাণ দ্রাঘিমা দুই বিস্তৃত।

আরও পড়ুন-

[ আরও পড়ুন- নিরক্ষরেখা কোন কোন দেশ এবং কতগুলি দেশের ওপর দিয়ে বিস্তৃত]

[আরও পড়ুন- কতগুলি দেশের ওপর দিয়ে মকরক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী]

[আরও পড়ুন- কতগুলি দেশের ওপর দিয়ে কর্কটক্রান্তীরেখা বিস্তৃত ও দেশ গুলির নাম কী]

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!