১৯০১ থেকে বর্তমান পর্যন্ত নোবেল পুরষ্কার প্রাপ্যকের তালিকা PDF
নোবেল পুরষ্কার প্রাপ্যকের তালিকা
১৮৯৫ সালের ২৭ নভেম্বর জীবনের শেষ উইলটি করেন বিজ্ঞানী আলফ্রেড নোবেল। এর আগেও বেশ কয়েবার উইল করেছিলেন তিনি। তবে শেষ উইলটি ছিল বিশেষ। এই উইলে নিজের সম্পত্তির প্রায় ৯৪ ভাগই তিনি দান করেন পুরস্কার প্রদানের জন্য। তিনি ঠিক করে দেন প্রতিবছর সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তাঁর সম্পত্তির অর্থ দিয়ে পুরস্কার প্রদান করা হবে। পাঁচটি ক্ষেত্র—পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তিতে পুরস্কারের কথা বলে যান তিনি। এর পরের বছরই মারা যান আলফ্রেড। আর ১৯০১ সাল থেকে তাঁর নামানুসারে চালু হয় বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘নোবেল’। আজ আমাদের আলোচ্য বিষয় ১৯০১ থেকে বর্তমান পর্যন্ত নোবেল পুরষ্কার প্রাপ্যকের তালিকা
প্রথম নোবেল পুরস্কার বিজয়ী (১৯০১)
১. পদার্থ – উইলহেম কনরাড রঞ্জন (জার্মানি)।
২. রসায়ন – জ্যোকেবাসভ্যাট হফ্ (নেদারল্যান্ড)।
৩. চিকিৎসা – এ মিলফন বিহরিং (জার্মানি)।
৪. সাহিত্য – সুলি প্রুধোম (ফ্রান্স)।
৫. শান্তি – হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড)- ফেডারিক প্যাসি ফ্রান্স।
৬. অর্থনীতি – ১৯৬৯ সালে রাগনার ফ্রেশ (নরওয়ে), জ্যান টিনবারজেন (নেদারল্যান্ড)।
ভারতীয় উপমহাদেশের নোবেল বিজয়ী
১. রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত) – সাহিত্য, ১৯১৩।
২. সি. ভি. রমন (ভারত) – পদার্থ, ১৯৩০।
৩. এইচ. জি. খোরানা (ভারত) – চিকিৎসা, ১৯৬৮।
৪. মাদার তেরেসা (ভারত) – শান্তি, ১৯৭৯।
৫. আবদুস সালাম (পাকিস্তান) – পদার্থ, ১৯৭৯।
৬. অমর্ত্য সেন (ভারত) – অর্থনীতি, ১৯৯৮।
৭. ড. মুহম্মদ ইউনূস (বাংলাদেশ) -শান্তি, ২০০৬।
৮. মালালা ইউসুফজাই (পাকিস্তান) – শান্তি, ২০১৪।
৯. কৈলাস সত্যার্থী (ভারত) – শান্তি, ২০১৪।
১০. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (ভারত)- অর্থনীতি, ২০১৯
দুইবার করে নোবেল পুরস্কার বিজয়ী
১. মাদাম কুরী (পোল্যান্ড) – পদার্থ (১৯০৩), রসায়ন (১৯১১)।
২. লিনাস পুলিং (যুক্তরাষ্ট্র) – রসায়ন (১৯৫৪), শান্তিতে (১৯৬২)।
৩. জন ব্যার্ডেন (যুক্তরাষ্ট্র) – পদার্থ (১৯৫৬) পদার্থে (১৯৭২) ।
৪. ফ্রেডারিক সেঙ্গার (ব্রিটেন) – রসায়ন (১৯৫৮), রসায়ন (১৯৮০) ।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার শান্তিতে নোবেল বিজয়ী
১. জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন (UNHCR) – ১৯৫৪
২. জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) – ১৯৬৫
৩. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) – ১৯৬৯
৪. জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন (UNHCR) – ১৯৮১
৫. জাতিসংঘ শান্তিরক্ষী মিশন – ১৯৮৮
৬. জাতিসংঘ (UNO) – ২০০১
৭. আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA) – ২০০৫
৮. জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা (IPCC) – ২০০৭
বছর | পদার্থবিজ্ঞান | রসায়ন | চিকিৎসা শাস্ত্র | সাহিত্য | শান্তি | অর্থনীতি |
---|---|---|---|---|---|---|
১৯০১ | ভিলহেল্ম কনরাড রন্টগেন | ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ | এমিল ভন বেহরিং | সুলি প্রুধোম | হেনরি ডুনান্ট; ফ্রেদেরিক পাসি | — |
১৯০২ | হেন্ড্রিক আন্টোন লোরেন্ৎস; পিটার জেমান | হের্মান এমিল ফিশার | রোনাল্ড রস | থিওডর মম্সেন | এলি দ্যুকম্যুন; চার্লস আলবার্ট গোবাট | — |
১৯০৩ | আঁতোয়ান অঁরি বেকেরেল; পিয়ের কুরি; মারি ক্যুরি | সভান্টে আরেনিউস | নীলস্ রাইবার্গ ফিনসেন | ইয়র্নস্টার্ন ইয়র্নসেন | স্যার র্যান্ডাল ক্রেমার | — |
১৯০৪ | জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি | উইলিয়াম রামজে | ইভান পাভলভ | ফ্রেদেরিক মিস্ত্রাল; জোসে এচেগারে | ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল | — |
১৯০৫ | ফিলিপ এডুয়ার্ড আন্টন ফন লেনার্ড | ইয়োহান ফ্রিড্রিশ ভিলহেল্ম আডলফ ফন বাইয়ার | রবার্ট কখ | হেন্রিক শিন্কিয়েউইচ | বের্থা ফন সুটনার | — |
১৯০৬ | জোসেফ জন টমসন | অঁরি মোয়াসঁ | ক্যামিলো গলজি; সান্টিয়াগো র্যামোন আই ক্যাযাল | জিওসুয়ে কার্দুচ্চি | থিওডোর রুজ্ভেল্ট | — |
১৯০৭ | আলবার্ট আব্রাহাম মিকেলসন | এডুয়ার্ড বুখনার | অ্যালফনজি ল্যাভেরান | রুডইয়ার্ড কিপলিং | এর্নেস্তো তিওদোরো মোনেতা; লুই রেনো | — |
১৯০৮ | গাব্রিয়েল লিপমান | আর্নেস্ট রাদারফোর্ড | এলি মেটকিনকফ ; পল এনরিচ | রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন | ক্লাস পন্টাস আর্নল্ডসন; ফ্রেডরিক বাইয়ের | — |
১৯০৯ | গুলিয়েলমো মার্কোনি; কার্ল ফের্ডিনান্ড ব্রাউন | ভিলহেল্ম অস্টভাল্ড | থিওডোর কোচার | সেলমা লাগেরলফ | আউগুস্ত্ মারি ফ্রঁসোয়া বিয়ের্নার্ট; পল-অঁরি-বেঞ্জামিন দেস্তুর্নেল দ্য কঁস্তোঁ | — |
১৯১০ | ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স | অটো ভালাখ | অ্যালব্রেচ্ট কোসেল | পল হাইসে | পার্মানেন্ট ইন্টারন্যাশনাল পীস্ ব্যুরো | — |
১৯১১ | ভিলহেল্ম ভিন | মারি ক্যুরি | অ্যালভার গুলস্ট্রান্ড | মরিস মেটারলিংক | টোবিয়াস মাইকেল ক্যারেল অ্যাসার; আলফ্রেড হের্ম্যান ফ্রিড্ | — |
১৯১২ | নিল্স গুস্তাফ দালেন | ভিক্তর গ্রিনিয়ার; পোল সাবাতিয়ে | অ্যালেক্সিস ক্যারেল | গেরহার্ট হাউপ্টমান | এলিহু রুট | — |
১৯১৩ | হেইকে কামারলিং ওনেস | আলফ্রেড ভার্নার | চার্লস রিচ্ট | রবীন্দ্রনাথ ঠাকুর | অঁরি লা ফন্তেন্ | — |
১৯১৪ | মাক্স ফন লাউয়ে | থিওডোর উইলিয়াম রিচার্ডস | রবার্ট বার্নেই | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | — |
১৯১৫ | উইলিয়াম হেনরি ব্র্যাগ; উইলিয়াম লরেন্স ব্র্যাগ | রিশার্ড মার্টিন ভিলষ্টেটার | প্রদান করা হয় নি | রোম্যাঁ রোলাঁ | প্রদান করা হয় নি | — |
১৯১৬ | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | ফের্নার ফন হাইডেন্শ্টাম | প্রদান করা হয় নি | — |
১৯১৭ | চার্লস গ্লোভার বার্কলা | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | কার্ল এডল্ফ গিয়েলেরুপ; হেনরিক পন্টোপ্পিদান | ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস | — |
১৯১৮ | মাক্স প্লাংক | ফ্রিৎস হাবার | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | — |
১৯১৯ | ইয়োহানেস ষ্টার্ক | প্রদান করা হয় নি | জুল্স বর্ডেট | কার্ল স্পিটেলার | উড্রো উইল্সন | — |
১৯২০ | শার্ল এদুয়ার গিয়্যোম | ভাল্টার হের্মান নের্ন্স্ট | অগাস্ট স্টিনবার্গ কর্গ | নাট হ্যামসূন | লেওন বুর্জোয়া | — |
১৯২১ | আলবার্ট আইনস্টাইন | ফ্রেডেরিক সডি | প্রদান করা হয় নি | আনাতোল ফ্রঁস | হিয়ালমার ব্রান্টিং; ক্রিস্টিয়ান ল্যাং | — |
১৯২২ | নিল্স হেনরিক দাভিদ বোর | ফ্রানসিস উইলিয়াম অ্যাস্টন | আর্চিবাল্ড ভি. হিল; অট্টো মেয়ারহফ | হাসিন্তো বেনাভেন্তে | ফ্রিট্ইয়োফ নান্সেন | — |
১৯২৩ | রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান | ফ্রিৎস প্রেগ্ল | ফ্রেডরিখ গ্রান্ট ব্যান্টিং; জন জেমস রিচার্ড ম্যাক্লিয়ড | উইলিয়াম বাটলার ইয়েটস | প্রদান করা হয় নি | — |
১৯২৪ | কার্ল মানে গেয়র্গ জিগবান | প্রদান করা হয় নি' | উইলহেম ইনথোভেন | লাডিস্লো রেইমন্ট | প্রদান করা হয় নি | — |
১৯২৫ | জেমস ফ্রাংক; গুস্টাফ লুটভিগ হের্ৎস | রিচার্ড এডলফ সিগমন্ডি | প্রদান করা হয় নি | জর্জ বার্নার্ড শ | স্যার অস্টিন চেম্বারলেইন; চার্লস গেইট্স ডজ্ | — |
১৯২৬ | জঁ-বাতিস্ত প্যরাঁ | থিওডর স্ভেদবার্গ | জোহান্স ফিবিগার | গ্রাজিয়া দেলেদ্দা | আরিস্তিদ্ ব্রিয়োঁ; গুস্তাভ স্ট্রেসেমান | — |
১৯২৭ | আর্থার হোলি কম্পটন; চার্লস টমসন রেস উইলসন | হেইনরিখ অটো ভাইল্যান্ড | জুলিয়াস ওয়াগনার-জাউরেজ | অঁরি বর্গসাঁ | ফার্দিনান্দ বুইসোঁ; লুড্ভিগ কুইডে | — |
১৯২৮ | ওয়েন উইলিয়ানস রিচার্ডসন | এডলফ অটো রিনহোল্ড উইনদস | চার্লস নিকোল | সিগ্রিড উন্ড্সেট | প্রদান করা হয় নি | — |
১৯২৯ | লুই ভিক্তর পিয়ের রেমোঁ দ্য ব্রোয়ি | আর্থার হার্ডেন; হ্যান্স কার্ল অগাস্ট সাইমন ভন ইউলার-চেলপিন | ক্রিস্টিয়ান ইজকামান; স্যার ফ্রেডরিখ হপকিন্স | টমাস মান | ফ্রাঙ্ক বি. কেলোগ | — |
১৯৩০ | চন্দ্রশেখর ভেংকট রমন | হ্যান্স ফিশার | কার্ল ল্যান্ডস্টেইনার | সিনক্লেয়ার লুইস | নেথান সোডারব্লম | — |
১৯৩১ | প্রদান করা হয় নি | কার্ল বশ; ফ্রেডরিখ বার্গিয়াস | অট্টো ওয়ারবুর্গ | এরিক এক্সেল কার্ল্ফেল্ট | জেইন অ্যাডাম্স; নিকোলাস মারে বাটলার | — |
১৯৩২ | ভের্নার কার্ল হাইজেনবের্গ | আর্ভিং ল্যাংমিউয়র | এডগার অ্যাডরেইন; স্যার চার্লস শেরিংটন | জন গল্স্ওয়ার্দি | প্রদান করা হয় নি | — |
১৯৩৩ | এরভিন শ্র্যোডিঙার; পল আর্দ্রিয়াঁ মোরিস দিরাক | প্রদান করা হয়নি | থমাস হান্ট মর্গান | আইভান আলেক্সেইভিচ বুনিন | স্যার নরম্যান অ্যাঞ্জেল | — |
১৯৩৪ | প্রদান করা হয় নি | হ্যারল্ড ক্লেটন ইউরি | জর্জ আর. মিনট; উইলিয়াম পি মারফি; জর্জ এইচ. উইপেল | লুইজি পিরানদেল্লো | আর্থার হেন্ডারসন | — |
১৯৩৫ | জেমস চ্যাডউইক | ফ্রেদেরিক জোলিও-কুরি; আইরিন জোলিও-কুরি | হ্যান্স স্পিমান | প্রদান করা হয় নি | কার্ল ফন অসিয়েত্স্কি | — |
১৯৩৬ | ভিক্টর ফ্রান্ৎস হেস; কার্ল ডেভিড অ্যান্ডারসন | পিটার ডিবাই | স্যার হেনরি ডেল; অট্টো লয়েই | ইউজিন ও'নিল | কার্লোস সাভেদ্রা লামাস | — |
১৯৩৭ | ক্লিনটন জোসেফ ডেভিসন; জর্জ প্যাগেট থমসন | ওয়াল্টার নর্মান হেওয়র্থ|"; পল কারার | আলবার্ট সেজেন্ট জর্জি | রজার মার্টিন দ্য গর্ড | রবার্ট সেসিল | — |
১৯৩৮ | এনরিকো ফের্মি | রিশার্ড কুন | কর্ণেলি হেইম্যান্স | পার্ল এস. বাক | নান্সেন ইন্টারন্যাশনাল অফিস ফর রেফিউজিস | — |
১৯৩৯ | আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স | আডল্ফ ফ্রিড্রিশ ইয়োহান বুটেনান্ড্ট; লাভোস্লাভ রুৎজিচ্কা | গারহার্ড ডোমাগ | ফ্রান্স ইমিল সিলান্পা | প্রদান করা হয় নি | — |
১৯৪০ | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | — |
১৯৪১ | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | — |
১৯৪২ | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | — |
১৯৪৩ | অটো ষ্টের্ন | জর্জ শার্ল দ্য হেভেসি | হেনরিক ড্যাম; এডয়ার্ড এ. ডয়সি | প্রদান করা হয় নি | প্রদান করা হয় নি | — |
১৯৪৪ | ইসিদোর ইজাক রাবি | অটো হান | যোসেপ আরল্যাঙ্গার; হারবার্ট এস. গ্যাসার | ইয়োহানেস ইয়েনসেন | ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস | — |
১৯৪৫ | ভোল্ফগাং পাউলি | আর্টুরি ইলমারি ভিরটানেন | স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং; আর্ণেস্ট বি. চেইন; স্যার হাওয়ার্ড ফ্লোরে | গ্যাব্রিয়েলা মিস্ত্রাল | কর্ডেল হাল | — |
১৯৪৬ | পার্সি উইলিয়ামস ব্রিজম্যান | জেমস ব্যাচেলার সামনার; জন হাওয়ার্ড নরথর্প; ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি | হার্মান জে মুলার | হেরমান হেস | এমিলি গ্রিন বল্চ্; জন মট্ | — |
১৯৪৭ | এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন | রবার্ট রবিনসন | কার্ল করি; গার্টি করি; বার্নার্ডো হোস্যেই | অঁদ্রে জিদ্ | অ্যমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি; ফ্রেন্ডস সার্ভিস কাউন্সিল | — |
১৯৪৮ | প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট | আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস | পল হার্মান মুলার | টি এস এলিয়ট | প্রদান করা হয় নি | — |
১৯৪৯ | হিদেকি ইউকাওয়া | উইলিয়াম ফ্রান্সিস জিওক | ওয়াল্টার হেস; এগাস মনিজ | উইলিয়াম ফক্নার | জন বয়েড অর্ | — |
১৯৫০ | সেসিল ফ্র্যাংক পাওয়েল | অটো পল হের্মান ডিল্স; কুর্ট আল্ডার | ফিলিপ এস হেঞ্চ; এডয়ার্ড কেলফিন কেন্ডাল; থাডিয়াস রিচস্টেইন | বার্ট্রান্ড রাসেল | রালফ বাঞ্চি | — |
১৯৫১ | জন ডগলাস কক্ক্রফ্ট; আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন | এডউইন মাটিসন ম্যাকমিলান; গ্লেন থিওডোর সিবোর্গ | ম্যাক্স থেইলার | পার ল্যাগারভিস্ত | লেওন জুহো | — |
১৯৫২ | ফেলিক্স ব্লখ; | আর্চার জন পোর্টার মার্টিন; | সেল্ম্যান এ ওয়াক্সম্যান | ফ্রঁসোয়া মরিয়াক | আলবার্ট শ্ফাইত্সার | — |
এডওয়ার্ড মিল্স পারসেল | রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ | |||||
১৯৫৩ | ফ্রিৎস জের্নিকে | হেরমান্ন শ্তাউদিঙ্গের | হ্যান্স এডলফ ক্রেব্স; ফ্রিটজ্ আলবার্ট লিপম্যান | উইনস্টন চার্চিল | জর্জ মার্শাল | — |
১৯৫৪ | মাক্স বর্ন;ওয়াল্টার বোটে | লিনাস পাউলিং | জন ফ্রাঙ্কলিন এন্ডারস; ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্স; থমাস হাকল ওয়েলার | আর্নেস্ট হেমিংওয়ে | জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন | — |
১৯৫৫ | উইলিস ইউজিন ল্যাম্ব; পলিকার্প কুশ | ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ | এক্সেল হুগু থিওরেল | হ্যাল্ডর ল্যাক্সনেস | প্রদান করা হয় নি | — |
১৯৫৬ | উইলিয়াম ব্র্যাডফোর্ড শক্লি; জন বারডিন; ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন | স্যার চ্যরিল নরমান হিঙ্ঘলিউড; নিকলাই নিকলাএভিছ সেমেনভ | অ্যান্ড্রে ফেড্রিক করনান্ড; ওয়ারনার ফর্সম্যান; ডিকিনসন ডাব্লিউ রিচার্ড | হুয়ান রামোন হিমেনেস | প্রদান করা হয় নি | — |
১৯৫৭ | চেন নিং ইয়াং (楊振寧); সুং দাও লি (李政道) | স্যার আলেক্সান্ডার টড্ড | ড্যানিয়েল বোভেট | আলবেয়ার কামু | লেস্টার পেয়ারসন | — |
১৯৫৮ | পাভেল আলেক্সেইয়েভিচ চেরেংকভ; ইলিয়া মিখাইলোভিচ ফ্রাংক; ইগর ইয়েভ্গেনিয়েভিচ তাম | ফ্রেডরিক স্যাঙ্গার | জর্জ ওয়েলস বিডেল; এডয়ার্ড লাউরি টাটম; জোসুয়া লেডারবার্গ | বরিস পাস্তের্নাক [C] | জর্জ পির্ | — |
১৯৫৯ | এমিলিও জিনো সেগরে; ওয়েন চেম্বারলেইন | জারোস্লাভ হেরোভস্কি | আর্থার কর্ণবার্গ; সেভেরো ওচোয়া | সাল্ভাতোর কোয়াসিমোদো | ফিলিপ নোয়েল-বেকার | — |
১৯৬০ | ডোনাল্ড আর্থার গ্লেজার | উইলার্ড ফ্রাঙ্ক লিব্বী | স্যার ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্ণেট; পিটার মিডাওয়ার | সাঁ-জঁ পের্স | আলবার্ট লুথুলি | — |
১৯৬১ | রবার্ট হফষ্টাটার; রুডল্ফ লুডভিগ ম্যোসবাউয়ার | মেলভিন কেলভিন | জর্জ ভন বেকেসি | ইভো আন্দ্রিচ | ড্যাগ হ্যামারশোল্ড | — |
১৯৬২ | ল্যেভ দাভিদোভিচ লান্দাউ | ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয; জন কেন্ড্রেও | ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক; জেমস ডেউয়ি ওয়াটসন; ম্যাউরাইস উইলকিন্স | জন স্টেইনবেক | লাইনাস পলিং | — |
১৯৬৩ | ইউজিন পল উইগনার; মারিয়া গ্যোপের্ট-মায়ার; ইয়োহানেস হ্যান্স ডানিয়েল ইয়েনসেন | কার্ল জিগলার; গিউলিও নাটা | স্যার জন ইক্লেস; অ্যালান এল হডকিং; অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি | গিয়র্গোস সেফেরিস | ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস; লীগ অফ রেড ক্রস সোসাইটিজ | — |
১৯৬৪ | চার্লস হার্ড টাউন্স; নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ; আলেক্সান্দ্র প্রখরভ | ডরোথি মেরি হজকিন | কনরাড বলচ; ফিউডোর লিনেন | জঁ-পল সার্ত্র্[D] | মার্টিন লুথার কিং | — |
১৯৬৫ | সিন-ইতিরো তোমোনাগা; জুলিয়ান শুইঙার; রিচার্ড ফিলিপ্স ফাইনম্যান | রবার্ট বার্নস উডওয়ার্ড | ফ্রানকোইস জ্যাকব; অ্যান্ড্রে লৌফ; জ্যাকুইস মোনড | মিখাইল শলোখভ | জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ) | — |
১৯৬৬ | আলফ্রেড কাস্টলার | রবার্ট সেন্ডারসন মুল্লিকেন | চার্লস বি হুগিন্স; পেটন রৌস | শ্মুয়েল ইয়োসেফ আগ্নোন; নেলি সাক্স | প্রদান করা হয় নি | — |
১৯৬৭ | হান্স আলব্রেশ্ট বেটে | মানফ্রেড এইগেন; রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ; জর্জ পোর্টার | র্যাগনার গ্রানিট; হ্যাল্ডান কে হার্টলাইন; জর্জ ওয়াল্ড | মিগেল আন্হেল আস্তুরিয়াস | প্রদান করা হয় নি | — |
১৯৬৮ | লুইস ওয়াল্টার আলভারেজ | লার্স অনসেজার | রবার্ট ডাব্লিউ হলি; হর গোবিন্দ খোরানা; মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ | ইয়াসুনারি কাওয়াবাতা | রেনে কাসাঁ | — |
১৯৬৯ | মারি গেল-মান | ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন; ওড্ড হাসসেল | ম্যাক্স ডেলবুর্ক; অ্যালফ্রেড হার্সে; স্যালভাদর লরিয়া | স্যামুয়েল বেকেট | আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই.এল.ও | রাগ্নার ফ্রিশ; ইয়ান টিনবার্গেন |
১৯৭০ | হানেস উলফ গোস্তা আল্ফভেন; লুই ইউজিন ফেলিক্স নিল | লুইস ফেডেরিক লেলইর | জুলিয়াস অ্যাক্সেলরড; উলফ ভন ইউলার; স্যার বার্ণার্ড কাটজ্ | আলেক্সান্দ্র সলঝেনিত্সিন | নরম্যান বোরলাউগ | পল স্যামুয়েলসন |
১৯৭১ | ডেনেস গাবর | গেরহার্ড হার্জবার্গ | আর্ল ডাব্লিউ সুদারল্যান্ড জুনিয়র | পাবলো নেরুদা | উইলি ব্র্যান্ট | সাইমন কুজ্নেত্স |
১৯৭২ | জন বারডিন; লিয়ন নেইল কুপার; জন রবার্ট শ্রিফার | ক্রিস্টিয়ান ব. আনফিন্সেন; স্টানফোর্ড মুর; উইলিয়াম এইচ. স্টেইন | জেরাল্ড এম. এডেলম্যান; রডনি আর. পোর্টার | হাইন্রিখ বোল | প্রদান করা হয় নি | জন হিক্স; কেনেথ এরো |
১৯৭৩ | লিও এসাকি; ইভার ইয়্যাভার; ব্রায়ান ডেভিড জোসেফসন | আর্নস্ট অটো ফিশার; জিওফ্রে উইল্কিন্সন | কনরাড লোরেন্ৎস; নিকোলাস টিনবারজেন; কার্ল ভন ফ্রিচ্ | প্যাট্রিক হোয়াইট | হেনরি কিসিঞ্জার; লি ডাক থো | ওয়াসিলি লেওন্তিয়েফ |
১৯৭৪ | মার্টিন রাইল; অ্যান্টনি হিউইশ | পল জন ফ্লোরি | অ্যালবার্ট কল্ড; ক্রিস্টিয়ান ডি দুভ; জর্জ এ প্যালাডে | আইভিন্ড জনসন ; হ্যারি মার্টিনসন | শন্ ম্যাকব্রাইড; এইসাকু সাতো | গুনার মিরদাল; ফ্রিড্রিখ হায়েক |
১৯৭৫ | অউ নিল্স বোর; বেন রয় মোটেলসন; লিও জেমস রেইনওয়াটার | জন ওয়ারকাপ কর্নফোর্থ; ভ্লাডিমির প্রেলগ | ডেভিড ব্যাল্টিমোর; রেনাটো ডুলবেকো; হাওয়ার্ড এম টেমিন | ইউজেনিও মন্তালে | আন্দ্রে সাখারভ | লিওনিদ কান্তোরোভিচ; টিয়ালিং কুপ্মান্স |
১৯৭৬ | বার্টন রিখটার; সামুয়েল ছাও ছুং থিং | উইলিয়াম লিপ্সচম্ব | বারুচ এস ব্লুমবার্গ; ডি কার্ল্টন গ্যাজডুসেক | সল্ বেলো | মাইরিয়াড কোরিগান; বেটি উইলিয়ামস | মিল্টন ফ্রিড্ম্যান |
১৯৭৭ | ফিলিপ ওয়ারেন এন্ডারসন; নেভিল ফ্রান্সিস মট; জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক | ইয়া প্রিগগিনে | রজার গুইলেমিন; অ্যান্ড্রিউ ভি স্ক্যালি; রোজালিন ইয়ালো | ভিসেন্তে আলেইক্সান্দ্রে | অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল | বের্টিল ওলিন; জেমস মীড |
১৯৭৮ | পিয়োতর লিওনিদোভিচ কাপিৎসা; | পিটার ডি। মিতছেল্ল | ওয়ার্নার আর্বার; | আইজাক বাশেভিস সিঙ্গার | মেনাখেম বেগিন; | হার্বার্ট আলেকজান্ডার সিমন |
আরনো এলান পেনজিয়াস; | ড্যানিয়েল নাথন্স; | আনোয়ার সাদাত | ||||
রবার্ট উড্রো উইলসন | হ্যামিল্টন ও স্মিথ | |||||
১৯৭৯ | শেল্ডন লি গ্ল্যাশো; | হারবার্ট সি. ব্রাউন; | অ্যালান এম করম্যাক; | ওডিসিয়াস এলাইটিস | মাদার তেরেসা | থিওডোর শুল্ট্স; |
আবদুস সালাম; | জর্জ উইট্টিং | গডফ্রে এন হাউন্সফিল্ড | আর্থার লিউইস | |||
স্টিভেন ওয়াইনবার্গ | ||||||
১৯৮০ | জেমস ক্রোনিন; | পল বার্গ; | বারুজ বেনাসেরাফ; | চেশোয়াফ মিওস | আদোলফো পেরেজ এস্কিভেল | লরেন্স ক্লাইন |
ভ্যাল লজ্স্ডন ফিচ | ওয়াল্টার গিলবার্ট; | জেন ডসে; | ||||
ফ্রেডরিক স্যাঙ্গার | জর্জ ডি স্লেল | |||||
১৯৮১ | নিকোলাস ব্লোমবের্গেন; | কেনিচি ফুকুই; | ডেভিড এইচ হুবেল; | এলিয়াস কানেত্তি | জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন | জেমস টোবিন |
আর্থার লিওনার্ড শলো; | রোয়াল্ড হোফমান | টরস্টেন এন উইসেল; | ||||
কাই মানে বোরিয়ে জিগবান | রজার স্পেরি | |||||
১৯৮২ | কেনেথ জি উইলসন | অ্যারন ক্লুগ | সুন কে বার্গস্ট্রোম; | গাব্রিয়েল গার্সিয়া মার্কেস | আলভা মিরদল; | জর্জ স্টিগ্লার |
বেন্গট আই স্যামুয়্যেলসন; | অ্যালফোনসো গার্সিয়া রোব্লস | |||||
জন আর ভেন | ||||||
১৯৮৩ | সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর; | হেনরি টাউব | বারবারা ম্যাকলিন্টক | উইলিয়াম গোল্ডিং | লেচ ওয়ালেসা | জেরার্ড দেব্রু |
উইলিয়াম আলফ্রেড ফাউলার | ||||||
১৯৮৪ | কার্লো রুবিয়া; | রবার্ট ব্রুস মেরিফিল্ড | নীলস্ কে জেরনে; | ইয়ারোস্লাভ্ সাইফার্ত্ | ডেসমন্ড টুটু | রিচার্ড স্টোন |
সিমন ফান ডার মিয়ার | জর্জেস জে এফ কোহলার; | |||||
সিজার মিলস্টেইন | ||||||
১৯৮৫ | ক্লাউস ফন ক্লিৎসিং | হার্বার্ট হপ্টম্যান; | ক্লড সিমন; | ক্লদ্ সিমোঁ | ইন্টারন্যাশনাল ফিজিসিয়ানস ফর দি প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার | ফ্রাংকো মোদিগ্লিয়ানি |
জেরোম কার্ল | যোসেফ এল গোল্ডস্টেইন | |||||
১৯৮৬ | আর্নস্ট রুস্কা; | ডাডলি হের্শবাখ; | স্টানলী কোহেন; | ওলে সোয়িংকা | এলি ওয়াইসেল | জেমস বিউকানান জুনিয়র |
গের্ড বিনিগ; | ইউয়ান ৎসে লি; | রিটা লেভি-মোন্টালচিনি | ||||
হাইনরিশ রোরার | জন চার্লস পোলানি | |||||
১৯৮৭ | ইয়োহানেস গেয়র্গ বেন্ডনর্ৎস; | ডোনাল্ড জেমস ক্র্যাম; | সুসুমু টোনেগাওয়া | জোসেফ ব্রডস্কি | অস্কার অ্যারিয়াস সাঞ্চেজ | রবার্ট সলো |
কার্ল আলেকজান্ডার মুলার | জঁ-মারি লেন; | |||||
চার্লস পেডারসেন | ||||||
১৯৮৮ | লিয়ন ম্যাক্স লেডারম্যান; | ইয়োহান ডাইজেনহোফার; | স্যার জেমস ডাব্লিউ ব্লাক; | নাগিব মাহফুজ | জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনী | মরিস আলে |
মেলভিন শোয়ার্জ; | রোবার্ট হুবার; | গার্ট্রুড বি ইলন; | ||||
জ্যাক স্টাইনবার্গার | হার্টমুট মিশেল | জর্জ এইচ হিচিং | ||||
১৯৮৯ | নরম্যান ফস্টার র্যামজে; | সিডনি অল্টম্যান; | মাইকেল জে বিশপ; | কামিলো হোসে সেলা | দালাই লামা | ট্রিগ্ভে হাভেল্মো |
হ্যান্স গেয়র্গ ডেমেল্ট; | টমাস চেক | হ্যারল্ড ই ভারমাস | ||||
ভোল্ফগাং পাউল | ||||||
১৯৯০ | জেরোম আইজ্যাক ফ্রিডম্যান; | এলিয়াস জেমস কোরি | যোসেফ ই মুরে; | অক্টাভিও পাজ | মিখাইল গর্বাচেভ | হ্যারি মার্কোউইট্স; |
হেনরি ওয়ে কেন্ডাল; | ই ডোনাল থমাস | মার্টন মিলার; | ||||
রিচার্ড এডওয়ার্ড টেইলর | উইলিয়াম শার্প | |||||
১৯৯১ | পিয়ের জিল দ্য জেন | রিশার্ড এর্ন্স্ট | ইরউইন নেহের; | নাডিন গর্ডিমার | অং সান সু কি | রোনাল্ড কোজ |
বার্ট সাক্ম্যান | ||||||
১৯৯২ | জর্জ চারপাক | রুডলফ মার্কাস | এডমন্ড এইচ ফিসার; | ডেরেক ওয়ালকট | রিগোবার্টা মেঞ্চু | গ্যারি বেকার |
এডুইন জি ক্রেবস | ||||||
১৯৯৩ | রাসেল অ্যালান হাল্স; | ক্যারি মুলিস; | রিচার্ড জে রবার্টস; | টনি মরিসন | ফ্রেডেরিক উইলেম দ্য ক্লার্ক; | রবার্ট ফোগেল |
জোসেফ হুটন টেইলর জুনিয়র | মাইকেল স্মিথ | ফিলিপ এ শার্প | নেলসন মেন্ডেলা | ডগলাস নর্থ | ||
১৯৯৪ | বারট্রাম ব্রকহাউস; | জর্জ ওলা | অ্যালফ্রেড জি গিলম্যান; | কেন্জাবুরো ওহয়ে | ইয়াসির আরাফাত; | জন হার্সান্ইয়ি |
ক্লিফোর্ড গ্লেনউড শাল | মার্টিন রডবেল | শিমন পেরেজ; | জন ফর্ব্স ন্যাশ | |||
আইজ্যাক রবিন | রাইনহার্ড সেল্টেন | |||||
১৯৯৫ | মার্টিন লিউইস পার্ল; | পল ক্রুৎসেন; | এডওয়ার্ড বি লুইস; | শেমাস্ হীনি | পাগওয়াশ কনফারেন্সেস ফর সাইন্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স; | রবার্ট লুকাস |
ফ্রেডেরিক রাইনেস | মারিও মোলিনা; | ক্রিস্টিয়ান নুসলেইন ভলহার্ড; | জোসেফ রটব্লাট | |||
শেরউড রোল্যান্ড | এরিক এফ উইস্কাস | |||||
১৯৯৬ | ডেভিড মরিস লি; | রবার্ট কার্ল; | পিটার সি ডর্থি; | ভিশ্লাভা শিম্বোর্স্কা | কার্লোস ফিলিপ জিমেনেস বেলো; | জেমস মের্লিস |
ডগলাস ডিন ওশেরফ; | হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো; | রলফ এম জিনকারনাগেল | জোসে রামোস হোর্টা | উইলিয়াম ভিক্রি | ||
রবার্ট কোলম্যান রিচার্ডসন | রিচার্ড স্মলি | |||||
১৯৯৭ | স্টিভেন চু; | পল বয়ার; | স্টানলি বি প্রুসিনার | দারিও ফো | ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনস; | রবার্ট মার্টন; |
ক্লোদ কোয়েন-তানুজি; | জন ওয়াকার; | জোডি উইলিয়ামস | মাইরন শোল্স | |||
উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স | ইয়েন্স ক্রিস্টিয়ান স্কৌ | |||||
১৯৯৮ | রবার্ট বি. লাফলিন; | ওয়াল্টার কোন; | রবার্ট এফ ফার্চগট; | হোসে সারামাগো | জন হিউম; | অমর্ত্য সেন |
হর্স্ট লুডভিগ স্ট্যোরমার; | জন পোপল | লুইস জে ইগনারো; | ডেভিড ট্রিম্বল | |||
ড্যানিয়েল চি ৎসুই | ফরিদ মুরাদ | |||||
১৯৯৯ | গেরার্ডুস হুফ্ট; | আহমেদ হাসান | গান্টার ববেল | গুন্টার গ্রাস | মেদস্যাঁ সঁ ফ্রন্তিয়া | রবার্ট মান্ডেল |
মার্টিনুস ভেল্টমান | ||||||
২০০০ | ইভানোভিচ আলফারভ; | অ্যালান হিগার; | আরভিড কার্লসন; | গাও শিংশিয়ান | কিম দায়ে জং | জেমস হেক্ম্যান; |
হার্বার্ট ক্রোয়েমার; | অ্যালান ম্যাকডিয়ারমিড; | পল গ্রিনগ্রাদ; | ড্যানিয়েল ম্যাক্ফ্যাডেন | |||
জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি | হিদেকি শিরাকাওয়া | এরিক আর কান্ডেল | ||||
২০০১ | এরিক এলিন কর্নেল; | উইলিয়াম নোল্স; | লেল্যান্ড এইচ হার্টওয়েল; | বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল | জাতিসংঘ; | জর্জ একারলফ; |
ওলফগাং কেটার্ল; | রিওজি নোয়োরি; | টিম হান্ট; | কফি আনান | মাইকেল স্পেন্স; | ||
কার্ল এডুইন ওয়াইম্যান | ব্যারি শার্পলেস | স্যার পল নার্স | জোসেফ স্টিগ্লিট্স | |||
২০০২ | রেইমন্ড ডেভিস জুনিয়র; | কুর্ট ভ্যুট্রিশ; | সিডনি ব্রেনার; | ইমরে কার্তেজ | জিমি কার্টার | ড্যানিয়েল কানেমান; |
মাসাতোশি কোশিবা; | জন ফেন; | এইচ রবার্ট হরউইজ; | ভের্নন স্মিথ | |||
রিকার্ডো গিয়াকনি | কোইচি তানাকা | জন ই সুলস্টন | ||||
২০০৩ | আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ; | পিটার অ্যাগর; | পল সি লতেরবার; | জন ম্যাক্সওয়েল কুতসি | শিরিন এবাদি | রবার্ট এঙ্গেল; |
ভিতালি গিঞ্জবার্গ; | রডরিক ম্যাকিনন | স্যার পিটার ম্যান্সফিল্ড | ক্লাইভ গ্রেঞ্জার | |||
অ্যান্থনি জেমস লেগেট | ||||||
২০০৪ | ডেভিড জোনাথন গ্রস; | আরন সিয়েকানোভার; | রিচার্ড অ্যাক্সেল; | এলফ্রিডে ইয়েলিনেক | ওয়াংগারি মাথাই | ফিন কিড্ল্যান্ড; |
এইচ ডেভিড পলিতজার; | আভ্রাম হের্শকো; | লিন্ডা বি বাক | এডওয়ার্ড প্রেস্কট | |||
ফ্রাঙ্ক অ্যান্থনি উইলজেক | আরউইন রোজ | |||||
২০০৫ | রয় জে গ্লোবার; | রবার্ট গ্রাবস; | ব্যারি জে. মার্শাল; | হ্যারল্ড পিন্টার | ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি ; | রবার্ট আউমান; |
জন এল হল; | রিচার্ড শ্রক; | জন রবিন ওয়ারেন | মোহাম্মেদ এল বারাদেই | টমাস শেলিং | ||
থিওডোর ওলফগ্যাং হ্যানশ | ইভ শোভাঁ | |||||
২০০৬ | জন সি ম্যাথার; | রজার কর্নবার্গ | অ্যান্ড্রু জেড ফায়ার; | অরহান পামুক | গ্রামীণ ব্যাংক; | এডমণ্ড এস ফেল্পস |
জর্জ এফ স্মুট | ক্রেগ মেলো | মুহাম্মদ ইউনুস | ||||
২০০৭ | আলবার্ট ফার্ট; | গেরহার্ড আর্টেল | মারিও আর ক্যাপেচি; | ডোরিস লেসিং | ইন্টারগভার্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি); | লিওনিড হারউইচ; |
পিটার গ্রুনবার্গ | মার্টিন জে ইভান্স; | আল গোর | এরিক মাসকিন; | |||
অলিভার স্মিথ | রজার মায়ারসন | |||||
২০০৮ | মাকোতা কোবায়াশি; | ওসামু শিমোমুরা; | হ্যারল্ড জুর হাউসেন; | জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও | মার্টি আহ্তিসারি | পল ক্রুগ্মান |
তোশিহিদে মাসকাওয়া; | মার্টিন চেলফি; | ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি; | ||||
ইয়োইচিরো নাম্বু | রজার ওয়াই. তিসিয়েন | লুক মন্টেগনিয়ার | ||||
২০০৯ | চার্লস কে. কাও; | ভেঙ্কটরমন রামকৃষ্ণান; | এলিজাবেথ ব্লাকবার্ন; | হের্টা মুলার | বারাক ওবামা | এলিনর অস্ত্রম; |
উইলিয়ার্ড এস. বয়েল; | থমাস এ. স্টিত্জ; | ক্যারল গ্রেইডার; | অলিভার ই. উইলিয়ামসন | |||
জর্জ ই. স্মিথ | আডা ইয়োনাথ | জ্যাক সজটাক | ||||
২০১০ | আন্দ্রেঁ গেইম; | রিচার্ড এফ. হেক; | রবার্ট জি. এডওয়ার্ডস | মারিও বার্গাস ইয়োসা | লিউ জিয়াওবো | পিটার আর্থার ডায়মন্ড; |
কনস্টানটিন নভোসেলভ | এই-ইচি নেগিশি; | ডেল টমাস মর্টেনসেন | ||||
আকিরা সুজুকি | ক্রিস্টোফার এ. পিসারাইডস | |||||
২০১১ | সল পার্লমাটার; | ড্যান শেচতম্যান | ব্রুশ বিউটলার; | টমাস ট্রান্সট্রোমার | এলেন জনসন সারলিফ; | থমাস সারজেন্ট; |
ব্রায়ন পি. শেমিডিট; | জুলস্ এ. হফম্যান; | লেহমাহ বয়ই; | ক্রিস্টফার এ. সিমস | |||
অ্যাডাম জি. রেইস | রাল্ফ এম. স্টেইনম্যান (মরণোত্তর) | তাওয়াকেল কারমান | ||||
২০১২ | সার্জ হ্যারোশ ; | রবার্ট লেফকোইতজ; | জন গার্ডন; | মো ইয়ান | ইউরোপীয় ইউনিয়ন | অলভিন রোথ; |
ডেভিড জে ওয়াইনল্যান্ড | ব্রায়ান কোবিল্কা | শিনইয়া ইয়ামানাকা | লয়েড শ্যাপলে | |||
২০১৩ | পিটার হিগস ; | মার্টিন কারপ্লাস; | জেমস ই. রথম্যান | এলিস মুনরো | আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা | ইউজিন ফামা; |
ফ্রাঙ্কোইস অ্যাংলার্ট | মাইকেল লেভিট; | র্যান্ডি ডাব্লিউ. শেকম্যান | লার্স পিটার হ্যান্সেন; | |||
আরিয়েহ ওয়ারশেল | টমাস সি. সুদোফ | রবার্ট শিলার | ||||
২০১৪ | ইসামু আকাসাকি; | এরিক বেতজিগ; | এডভার্ট মোজের; | প্যাট্রিক মোদিয়ানো | কৈলাশ সত্যার্থী; | জেন টিরোল |
হিরোশি আমানো; | স্টিফান হেল; | মে-ব্রিট মোজের; | মালালা ইউসুফজাই | |||
সুজি নাকামুরা | ডব্লিউ. ই. মোয়ের্নার | জন ও’কিফ | ||||
২০১৫ | তাকাকি কাজিটা; | টমাস লিন্ডাল; | উইলিয়াম সি. ক্যাম্পবেল; | সভেতলানা আলেক্সিয়েভিচ | তিউনিশিয়ান ন্যাশনাল ডায়লগ কুয়ার্টেট | আঙ্গুশ ডিয়াটোন |
আর্থার বি. ম্যাকডোনাল্ড | পাউয়েল মদ্রিখ; | সাতোশি ওমুরা; | ||||
আজিজ সানজার | তু ইউইউ | |||||
২০১৬ | ডেভিড জে. থলেস; | বেন ফেরিঙ্গা; | ইয়োশিনোরি ওসুমি | বব ডিলন | হুয়ান ম্যানুয়েল সান্তোস | অলিভার হার্ট; |
ডানকান হল্ডেন; | ফ্রেজার স্টডার্ট; | বেংট হল্মস্ত্রম | ||||
মাইকেল কস্টারলিৎজ | জ্যঁ-পিয়ের সভেজ | |||||
২০১৭ | রাইনার ভাইস; ব্যারি ব্যারিশ; কিপ থোর্ন | জাক দ্যুবোশে; জোয়াকিম ফ্রাংক; রিচার্ড হেন্ডারসন | জেফ্রি সি হল; মাইকেল রসব্যাশ; মাইকেল ডব্লিউ ইয়ং | কাজুও ইশিগুরো | ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স (আইক্যান) | রিচার্ড থেলার |
২০১৮ | আর্থার আস্কিন; জেরার মুরু; ডোনা স্ট্রিকল্যান্ড | ফ্রান্সিস আর্নল্ড; জর্জ স্মিথ; গ্রেগ উইন্টার | জেমস পি এলিসন; তাসুকু হনজো | কেউ না (মুলতুবী) | ডেনিস মুকওয়েজি; নাদিয়া মুরাদ | উইলিয়াম নোঢাউস; পল রোমার |
২০১৯ | জিম পিবল্স | জন বি. গুডএনাফ | উইলিয়াম কায়েলিন জুনিয়র | পিটার হ্যান্ডকে | আবি আহমেদ | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় |
মিশেল মাইয়র | আকিরা ইয়োশিনো | পিটার জে. র্যাটক্লিফ | এস্তের দুফ্লো | |||
দিদিয়ে কেলোজ | এম. স্ট্যানলি হুইটিংহ্যাম | গ্রেগ এল. সেমেনজা | মাইকেল ক্রেমার | |||
২০২০ | আন্দ্রেয়া ঘেজ(মার্কিন বিজ্ঞানী) রজার পেনরোজ (ব্রিটেন) রেনহার্ড গেঞ্জেল (জার্মান) | এমানুয়েলে কার্পেন্তিয়ের (ফ্রান্স) ও জেনিফার এ. দোদনা (আমেরিকা যুক্তরাষ্ট্র) | হার্ভে জে আল্টার (মার্কিন বিজ্ঞানী) চার্লস এম রাইস (মার্কিন বিজ্ঞানী) মাইকেল হাউটন (ব্রিটিশ বিজ্ঞানী) | লুইস গ্লাক(আমেরিকা যুক্তরাষ্ট্র) | বিশ্ব খাদ্য কর্মসূচীর (World Food Programme)। | পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন (আমেরিকা যুক্তরাষ্ট্র) |
⇒ ১৯০১ থেকে বর্তমান পর্যন্ত নোবেল পুরষ্কার প্রাপ্যকের তালিকা PDF
আপনার জন্য আরও রয়েছে পড়ুন
বিগত বছরের প্রশ্ন
১. WBCS পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF
২. রেলের পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF
৪. UGC NET Paper-1 বিগত বছরের প্রশ্ন PDF
৫. WB Fire Operator Exam Question 2018
৬. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF
৭. মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন PDF Download Now
স্টুডেন্টস কেয়ারে লেখক হতে চান?
স্টুডেন্টস কেয়ারে লেখা পাঠাতে হলে এখানে ক্লিক করুণ
স্টুডেন্টস কেয়ার মূলত ইউজার জেনারেটেড বা স্টুডেন্টস কেয়ারের পাঠক-লেখকদের তৈরি করা কন্টেন্ট প্রকাশ করছে। আপনি চাইলে ৩০০ বা তার অধীক শব্দের মাঝে যে কোনো পছন্দমত লেখা, ছোট গল্প, সাধারণ জ্ঞান, জানা অজানা তথ্য, কারেন্ট আপডেট, ছাত্র-ছাত্রীদের উপযোগী লেখা, ফিচার স্টুডেন্টস কেয়ারে কন্ট্রিবিউট করতে পারেন। ১-৩ দিনের মাঝে লেখা মানসম্মত হলে তা প্রকাশিত হবে। কন্ট্রিবিউশন কন্টেন্টের জন্য কোনো সম্মানীর ব্যবস্থা নেই। তবে স্টুডেন্টস কেয়ার টিমের কন্টেন্ট রাইটার টিমে যুক্ত হতে এটা আপনাকে সহযোগিতা করবে। লেখা প্রকাশের আগে আমাদের নীতিমালা ভালো করে পড়ে নিন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন।
Pingback: নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা (১৯১৩ থেকে বর্তমান)
Pingback: অর্থনীতিতে নোবেল!! অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ীদের তালিকা
Pingback: নোবেল পুরস্কার ২০২০ PDF | Nobel Prize 2020 Winner in Bengali PDF