বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ সমূহ তালিকা PDF | Terms are Used in Sports

পোস্টটি শেয়ার করুন
Rate this post

খেলার সঙ্গে যুক্ত শব্দ PDF

নমস্কার জানাই সকলকে। আপনারা সকলেই বিভিন্ন চাকরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং, চাকরীর পরীক্ষাতে খেলাধুলা বিভাগ থেকে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ গুলি থেকে প্রশ্ন এসেই থাকে। তাই আজ আমরা বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দগুলি একটি তালিকা এবং সাথে বিনামূল্যে PDF টি আপনাদের প্রদান করবো। List of Terms are Used in Sports in Bengali PDF- টি পোস্টের শেষে পেয়ে যাবেন।



List of Terms are Used in Sports in Bengali

১. ব্যাডমিন্টন- স্মাশ,রুশ, নেট শটস, লাভ অল, লব, অ্যাডভান্টেজ, লেট, ফ্লিক সার্ভ, ফল্ট, গেম, বার্ড, অ্যাঙ্গলেড ড্রাইভ সার্ভ, ব্যাকহ্যান্ড লো সার্ভ, ডবল ড্রপ, ডিউস,গ্রাউন্ড স্ট্রোক, স্লাইস, আউট, নেট।

২. বেসবল- বেস, ব্যাটারি, বান্টিং, ক্যাচার, ড্রিবলিং, ডায়মন্ড, হিটার, হোম ইনফিল্ড, আউট ফিল্ড, পিন্চ, পিচার প্লেট, পুল আউট, শর্ট স্টপ, স্ট্রাইক।

৩. বাস্কেটবল- বল, বাস্কেট, ব্লকিং, ড্রিবলিং, ফ্রি থ্রো, হোল্ডিং, হেল্ড বল, হোল্ডিং, জাম্প বল, মাল্টিপিল থ্রোস, পিভট।

Join us on Telegram

৪. বিলিয়ার্ড- বাল্কলাইন, ব্রেক, বোল্টিং, ক্যানন, কিউ, হাযার্ড, ইন-অফ, জিগার, লং জেনি, পোট, স্ক্রাচ, শর্ট স্টপ, স্ট্রাইক।

৫. বক্সিং- আসিলিয়ারি পয়েন্ট সিস্টেম, বাবিট পাঞ্চ, ব্রেক, কাট, ডিফেন্স, ডাউন, হুক, জ্যাব, লাইং অন, নক, সেকেন্ড আউট, স্ল্যাম, আপার কাট, ওয়েট ইন, উইন বাই নক-আউট।

৬. দাবা- বিশপ, ক্যাপচার, ক্যাসলিং, চেকমেট, গ্যামবিট, গ্র্যান্ড মাষ্টার, কিং, নাইট, পন, কুইন, রুক, স্টেলমেট, আন্ডার প্রমোটিং।

৭. তাস- অক্সান, ব্রিজ, চিকেন, কাট, ডাম্মি, ফিনিস, গ্র্যান্ড স্ল্যাম, লিটল স্ল্যাম, ওভার ট্রিক, রিভুক, রাবার, রাফ, সুইট।

৮. ক্রিকেট- বাউন্ডারী, বোলিং, কভার ড্রাইভ, ফাইন লেগ, ফ্লো অন, ফুল টস, গুগলি, গুল্লি, হ্যাট-ট্রিক, হিট উইকেট, ইনসুইনার, এল.বি.ডব্লু., লেগ ব্রেক, লেগ বাই, লেট কাট, মিডেন অভার, নো বল, অফ ব্রেক, অন ড্রাইভ, আউট সুইনার, অভার, ম্যানডেটরি অভার, অভার পিচ, রান আউট, শর্ট পিচ, স্লিপ, স্কয়ার লেগ, সুইং, স্পিং, থার্ডম্যান, হিট উইকেট, স্ট্রোক।

৯. ফুটবল- ফ্রি কিক, কর্নার কিকি, সেন্টার ফরওয়ার্ড, ডেড বল,  ডিরেক্ট ফ্রি কিক, গোল কিক, গোল্ডেন গোল, হ্যাট ট্রিক, মারকিং, অফসাইড, পেলান্টি কিক, পেলান্টি শুটআউট, রেড কার্ড, ইয়োলো কার্ড, থ্রো ইন, ট্রিবলিং।

১০. গলফ- বেষ্টবল ফোরসাম, বাঙ্কার, ডরমি, ফেয়ারওয়ে, ফোরবল, ফোরসাম, লিঙ্কস, নিবলিক, পার, পুট, টি,  থ্রিসাম।

১১. জিমনাস্টিক- কন অফ সুইং, ডিশ, টাম্বেল, ব্লক।

১২. হকি- অ্যাডভান্টেজ, ব্যাক স্টিক, ক্যারি, সেন্টার ফরওয়ার্ড, কর্নার, ফ্লিক, ফ্রি হিট, গোল লাইন, গ্রিন কার্ড, হ্যাট ট্রিক, রেড কার্ড, অফ সাইড, রোল ইন, শর্ট কর্নার, স্কয়ার পাস, ট্যাকেল।

১৩. হর্স রেসিং- জকি, পান্ট, থ্রো ব্রিড।

১৪. জুডো- চুই,  দান, ডোজো, ইপ্পন, রান্দরি, জিগটাই, মাকিকমি, জুকো, জশি, স্কার্ফ।

১৫. পোলো- বাঙ্কার,  চুকার,  মালেট।

১৬. শুটিং- ব্যাগ, প্লাগ, মাজেল, মার্কসমানশিপ।

১৭. সুইমিং- ব্রিস্ট ট্রোক, ক্রাউল।

১৮. টেবিল টেনিস- অ্যান্টি লপ, ব্যাকস্পিন, চোপ, লুপ, পেনহোল্ড গ্রিপ, পুশ, স্পিন।

১৯. টেনিস- ব্যাক হ্যান্ড ট্রোক, ডিউস, ডীপ ভলি, ডাবল ফল্ট, ফল্ট, হাফ ভলি, লেট, লাভ, স্লাইস, স্মাশ, ভলি।

২০. ভলিবল- ব্যাস লাইন, ব্লকিং, ডাবলিং, ফুট ফল্ট, হোল্ডিং, জাম্প সেট, পাস, লাভ অল, পয়েন্ট, কুইক স্মাশ, সার্ভিস, ভলি, অয়ান্ডমিল সার্ভিস।

২১. ক্যারাটে- এজ জুকি, ডাচি, ইবুকি, কোকা, টবিগেরি, হাজিমে, অবি, সানবন।

২২. কাবাডি- সিটিং ব্লক,  লবি,  বোনাস লাইন,  দম বা কান্ট,  রেইড,  রেইডার,  অ্যান্টি রেইডার, স্ট্রাগল, বোনাস পয়েন্ট, লসিং দ্য কান্ট,  সুপার ট্যাকেল, অল-আউট, লোনা।

২৩. খো খো- চেজার, রানার, টু গিভ খো, ফাউল, শোল্ডার লাইন, আউট অফ লিমিটস, এন্ট্রি,  ডাইভিং, ডজিং, লেট খো, রানিং, আর্লি গেট আপ, লবি, ফ্রি জোন, পোল,  চেঞ্জিং ডাইরেকশন।



List of Terms are Used in Sports in Bengali PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ সমূহ তালিকা PDF | Terms are Used in Sports

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!