50+ ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা PDF | Agricultural Laboratories in India

পোস্টটি শেয়ার করুন
4.3/5 - (3 votes)

আমরা সকলেই জানি কৃষিজ ফসল থেকে শুরু করে অন্যান্য সমস্ত দ্রব্যের মান উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজন হয়, আর তার জন্য নির্দির্ষ্ট গবেষণাগারের প্রয়োজন। ভারতের মত বৃহৎ দেশে বিভিন্ন ক্ষেত্রে এই গবেষোণাগারের ব্যবস্থা রয়েছে। সেগুলি আজ আমরা একটি তালিকার আকারে ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা PDF ( ভারতের নানান গবেষণা কেন্দ্রের নাম ও তাদের অবস্থান ) প্রকাশ করবো। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়টি খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক। জেনে রাখুন কাজে লাগবে সকলের।

আরও পড়ুন-

ভারতের কৃষি গবেষণা কেন্দ্র থেকে ন্মুনা প্রশ্ন উত্তরঃ

1. ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।

Join us on Telegram

2. ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্রটি অবস্থিত তামিলনাডু্র কোয়েম্বাটুরে।

3. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ ভারতের মৃত্তিকা গবেষণাগার দেরাদুনে অবস্থিত

4. ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ মিলেট গবেষণাগার রাজস্থানের যোধপুরে অবস্থিত, এছাড়া টেলেঙ্গানার হায়দ্রাবাদেও অবস্থিত।

5. ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ ভারতের চা গবেষণা কেন্দ্র অসমের টোকলাই ও জোরহাটে অবস্থিত

6. ভারতের কৃষি অনুসন্ধান পরিষদ কোথায় অবস্থিত?

উঃ ভারতের কৃষি অনুসন্ধান পরিষদ নতুন দিল্লিতে অবস্থিত

7. আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ কর্ণাটকের ব্যঙ্গালুরুতে।

ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা

ক্র. ন.গবেষণা কেন্দ্রের নামঅবস্থান
কেন্দ্রীয় ধান গবেষনা কেন্দ্রওড়িশার কটকের নিকট বিদ্যাধরপুর গ্রামে
ভারতের চি্নি গবেষনা কেন্দ্রকানপুর, উত্তরপ্রদেশ
ভারতের লিচু গবেষনা কেন্দ্রমুজফফরপুর, উত্তরপ্রদেশ
ভারতের বার্লি গবেষনা কেন্দ্রকার্নাল, হরিয়ানা
ভারতের কফি গবেষনা কেন্দ্রকর্নাটকের চিকমাগালুরে
ভারতের তামাক গবেষনা কেন্দ্ররাজামুন্দ্রি, অন্ধ্রপ্রদেশ
ভারতের মশলা গবেষনা কেন্দ্রকালিকট, কেরালা
জাতীয় কৃষি গবেষনা কেন্দ্রনতুন দিল্লী
ভারতের দুগ্ধ গবেষনা কেন্দ্রকার্নাল, হরিয়ানা
১০ভারতের লাক্ষা গবেষনা কেন্দ্ররাঁচী, ঝাড়খন্ড
১১ভারতের আলু গবেষনা কেন্দ্রসিমলা, হিমাচলপ্রদেশ
১২ভারতের কলা গবেষনা কেন্দ্রত্রিচি, তামিলনাডু
১৩ভারতের আঙ্গুর গবেষনা কেন্দ্রপুণে, মহারাষ্ট্র
১৪ভারতের লেবু গবেষনা কেন্দ্রনাগপুর, মহারাষ্ট্র
১৫ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্রকোয়েম্বাটুর, তামিলনাডু
১৬জাতীয় পথ গবেষণা কেন্দ্রনতুন দিল্লী
১৭ভারতের উট গবেষনা কেন্দ্রবিকানির, রাজস্থান
১৮ভারতের ছাগল গবেষণা কেন্দ্রমকদম, উত্তরপ্রদেশ
১৯ভারতের পাম তেল গবেষনা কেন্দ্রপেদাভেগি, অন্ধ্রপ্রদেশ
২০ভারতের ভুট্টা গবেষনা কেন্দ্রনতুন দিল্লী
২১ভারতের অর্কিড গবেষণা কেন্দ্রপাকয়ুং, সিকিম
২২ভারতের গম গবেষনা কেন্দ্রপুষা, নতুন দিল্লী
২৩ন্যাশানাল বোটানিকেল ইন্সটিটিউটলক্ষৌ, উত্তরপ্রদেশ
২৪কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্রকায়ামকুলাম, কেরল
২৫কেন্দ্রীয় চর্ম গবেষণা কেন্দ্রচেন্নাই
২৬কেন্দ্রীয় খনি গবেষণা কেন্দ্রধানবাদ, রাঁচী
২৭ভারতের ঘোড়া গবেষণা কেন্দ্রহিসাব, হরিয়ানা
২৮ভারতের শাক-সবজি গবেষনা কেন্দ্রবারাণসী, উত্তরপ্রদেশ
২৯ভারতের বেদানা গবেষনা কেন্দ্রসোলাপুর, মহারাষ্ট্র
৩০কেন্দ্রীয় বীজ গবেষণা কেন্দ্রমৌ, উত্তরপ্রদেশ
৩১সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটরুরকি, উত্তরাখন্ড
৩২শুকর গবেষণা কেন্দ্রগুয়াহাটি, আসাম
৩৩ভারতের মহিষ গবেষনা কেন্দ্রহিসার, হরিয়ানা
৩৪ডাল জাতীয় শস্য গবেষনা কেন্দ্রকানপুর
৩৫ভারতের মিলেট গবেষনা কেন্দ্রহায়দ্রাবাদ
৩৬ভারতের সিল্ক গবেষনা কেন্দ্রমাইশোর (কর্ণাটকা)
৩৭ভারতের পোলট্রি গবেষনা কেন্দ্রব্যাঙ্গালুরু (কর্ণাটকা)
৩৮ভারতের মৌমাছি গবেষনা কেন্দ্রপুণে (মহারাষ্ট্র)
৩৯ভারতের চা গবেষণা কেন্দ্রঅসমের টোকলাই ও জোরহাটে
iভারতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্রমুম্বাই
iiভারতের টিবি গবেষণা কেন্দ্রবেঙ্গালুরু
Iiiম্যালেরিয়া গবেষণা কেন্দ্রনতুন দিল্লী
Ivন্যাশানাল ইন্সটিটিউট অফ ওসেনোগ্রাফিপানাজি, গোয়া
vরমন রিসার্চ ইন্সটিটিউটবেঙ্গালুরু

আরও পড়ুন-

ভারতের কৃষিজ গবেষণাগার তালিকা PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!