বিভিন্ন ক্ষেত্রে প্রথম ৫৩ জন ভারতীয় মহিলার নামের তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ৫৩ জন ভারতীয় মহিলার নামের তালিকা

আন্তর্জাতিক নারী দিবস যার আদি নাম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ তারিখে সারা বিশ্ব ব্যাপী এই দিনটি পালিত হয়।এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্ম ঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকারি লেঠেল বাহিনীর দমনপীড়ন ১৯০৮ খ্রিস্টাব্দে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্ব প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হল। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের এক জন। ১৯০৯ সালে আমেরিকার সোসালিস্ট পার্টিরা ২৮শে ফেব্রুয়ারিতে নারীদিবস হিসাবে পালিত করে, যেটি ১৯১৩ সাল পর্যন্ত ফেব্রুয়ারির শেষ রবিবারে এই দিনটি পালন করা হত। এর পর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহাগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয়, ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৩-১৪ সালে প্রথম বিশ্ব যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে থেকে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করে।
এর পর ১৯১৭ সালে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ২০ লক্ষ মানুষ হারায়। এমন অবস্থায় ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার অবোরোধের ডাক দেয়, যেটি “Bread and Peace” হিসাবে বিশ্ববাসির কাছে পরিচিত। এরপর জার চার দিনের মাথায় নিরীদের ভোটাধিকার দেয়। ওই ঐতিহাসিক দিনটি ‘জুলিয়ান’ ক্যালেন্ডার অনুযায়ী ২৩শে ফেব্রুয়ারি কিন্তু সারা বিশ্বে গ্রেগ্রোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হল ৮ই মার্চ।

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

এরপর রাষ্ট্রসঙ্ঘ ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। এবং বিশ্বের সকল দেশকে আহ্বান করা হয় ৮ই মার্চে বিশ্ব নারী দিবস হিসাবে পালন করার জন্য।

আরও পড়ুন- ১১২ জন মহিলাকে সন্মানিত করলেন রাষ্ট্রপতি, যেনারা দেশকে গর্বিত করেছেন।

Join us on Telegram
  • ২০১৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল –“Planet 50-50 by 2030: Step It Up for Gender Equality”
  • ২০১৭ সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল- “Women in the Changing World of Work: Planet 50-50 by 2030”
  • আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।
  • ২০১৮ সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম হল- #PressforProgress (“Time is Now: Rural and urban activists transforming women’s lives”.)

International women’s day 2018

আজকের এই বিশেষ দিনে স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে ভারতীয় সকল নারিদের সন্মান জানিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হল। আজ ভারতের বিভিন্ন ক্ষেত্রে সর্বপ্রথম নারি/মহিলাদের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো। এই তালিকাতে এমন ৫৩ জন মহিলার নাম রয়েছে যেনারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশ তথা ভারতকে সাফল্যের শিখরে নিয়ে গিয়ে গর্বিত করেছেন। দেখে নিন নিচের টেবিলে ওই ৫৩জন মহিলান নাম এবং তাঁদের কৃতিত্ব।

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলামহিলাদের নাম
১।রাজীব গান্ধী খেলরত্নপ্রাপক প্রথম ভারতীয় মহিলাকর্নম মালেশ্বরী
২।ওশোক চক্র প্রাপক প্রথম ভারতিয় মহিলানীরজ ভানেট
৩।মিস এশিয়া প্যাসিফিক জয়ি জিনাত আমন
৪।মহিলা ডক্টরেট (বিজ্ঞান) অসীমা চ্যাটার্জী
৫।বুকার প্রাইজ জয়ী মহিলা অরুন্ধতী রায়
৬।মহিলা লেফটেন্যান্ট জেনারেল পুনীতা অরোরা
৭।অশোক চক্র জয়ী মহিলা নীরজা ভানোট
৮ ।ভারত রত্ন জয়ী মহিলা শ্রীমতী ইন্দিরা গান্ধী
৯।জ্ঞানপীঠ পুরষ্কার জয়ী মহিলা আশাপূর্ণা দেবী
১০।আন্টার্কটিকাতে পদাপর্নকারী মহিলা মাহেল মুসা
১১।আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির মহিলা সদস্য নীতা আম্বানি।
১২।মহিলা মুখ্য নির্বাচন কমিশনার রামা দেবী
১৩।মিস আর্থ খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলানিকোলা ফারিয়া
১৪।রাষ্ট্রসংঘের সাধারন পরিষদের মহিলা সভাপতি বিজয়লক্ষ্মী পন্ডিত
১৫।ওলিম্পিক পদক জয়ী মহিলা কর্ণম মালেশ্বরী
১৬।মহিলা সেনা (স্থলবাহিনী) শান্তি টিগ্গা।
১৭।মহিলা মুখ্য তথ্য কমিশনার দীপক সাঁধু
১৮।মহিলা বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ।
১৯।ম্যাগসেসে পুরষ্কার জয়ী মহিলা কমলাদেবী চ্যাটার্জী
২০।ওলিম্পিকে রূপো জয়ী মহিলা পি. ভি. সিন্ধু
২১।মহিলা বিচারপতি (হাইকোর্ট) আন্না চান্ডি।
২২।UPSC এর মহিলা চেয়ারম্যান রোজে বেথেউ।
২৩।ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত।
২৪।WTA (টেনিস) টাইটেল জয়ী মহিলা সানিয়া মির্জা।
২৫।ওলিম্পিক পদকজয়ী মহিলা বক্সার মেরি কম।
২৬।এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা কমলজিৎ সাঁধু।
২৭।মহিলা পাইলট (এয়ার ফোর্স) হরিতা কৌর দেওল
২৮।মহিলা রাজ্য পুলিশ ডি.জিকাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য।
২৯।ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীমমতা ব্যানার্জী।
৩০।মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট পি. টি. উষা।
৩১।মহিলা IPS অফিসার কিরন বেদী।
৩২।মহিলা IAS অফিসার ঈশা বসন্ত যোশী।
৩৩।ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) কোনেরু হাম্পি।
৩৪।প্রথম এভারেস্ট জয়ী মহিলা বাচেন্দ্রী পাল
৩৫।মহিলা স্পিকার (লোকসভা) মীরা কুমার।
৩৬।মহিলা মিসেস ওয়ার্ল্ড অদিতি গোয়িত্রিকার।
৩৭।মিস ইন্টারকন্টিনেন্টাললারা দত্ত।
৩৮।মিস ইউনিভার্সসুস্মিতা সেন
৩৯।মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া।
৪০।ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীসুচেতা কৃপালিনী।
৪১।ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু।
৪২।ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীইন্দিরা গান্ধী।
৪৩।ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিপ্রতিভা পাটিল
৪৪।ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী মাদার টেরেসা।
৪৫।ভারতের প্রথম মহিলা স্নাতককাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।
৪৬।ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) কামিনী রায়
৪৭।ভারতের প্রথম মহিলা ট্রেন চালকসুরেখা যাদব।
৪৮।ভারতের প্রথম মহিলা আইনজীবীকর্নেলিয়া সোরাবজী।
৪৯।ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) লেয়লা শেঠ।
৫০চ।ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারুআরতি সাহা।
৫১।ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রীরাজকুমারী অমৃতা কৌর।
৫২।ফিল্ম ফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডে ভূষিত প্রথমমীনা কুমারী
৫৩।মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) এম. ফতিমা বিবি।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!