ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF
ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF
ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF টি আপনাদের বিনামূল্যে প্রদান করছি। এই পিডিএফ টি বিভিন্ন চাকরির পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। Famous Slogans of india in Bengali pdf টিপোস্টের শেষে ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
ক্রমিক নম্বর | বিখ্যাটি উক্তি ও স্লোগান | নাম |
---|---|---|
১. | ইনকিলাব জিন্দাবাদ | মৌলানা হসরৎ মোহানী। এটিকে জনপ্রিয় করেন ভগৎ সিং |
২. | দিল্লী চলো | নেতাজি সুভাষ চন্দ্র বসু |
৩. | আজ বাংলা যা ভাবছে, আগামী কাল সারা ভারতবর্ষ তা ভাববে | গোপালকৃষ্ণ গোখলে |
৪. | জয় হিন্দ | নেতাজি সুভাষ চন্দ্র বসু |
৫. | নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর | মহাত্মা গান্ধী |
৬. | মারো ফিরিঙ্গ কো | মঙ্গল পান্ডে |
৭. | করেঙ্গে ইয়া মরেঙ্গে | মহাত্মা গান্ধী |
৮. | দেশকে ভালবাসা যদি অপরাধ হয়, তবে সেক্ষেত্রে আমি একমাত্র অপরাধী | অরবিন্দ দাস |
৯. | নেহেরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদ | ইকবাল |
১০. | পূর্ন স্বরাজ | জহর লাল নেহেরু |
১১. | হিন্দু, হিন্দু, হিন্দুস্তান | ভারতেন্দু হরিশচন্দ্র |
১২. | ভারত ভারতীয়দের জন্য | দয়ানন্দ সরস্বতী |
১৩. | আরাম হারাম হ্যাঁয় | জহর লাল নেহেরু |
১৪. | ভারত ছাড়ো | মহাত্মা গান্ধী |
১৫. | জয় জওয়ান জয় কিষাণ | লাল বাহাদুর শাস্ত্রী |
১৬. | গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির | চার্চিল |
১৭. | জয় জগৎ | বিনোভা ভাবে |
১৮. | শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় | চিত্তরঞ্জন দাস |
১৯. | জাতীয় কংগ্রেস হল তিন দিনের তামাশা | অশ্বিনীকুমার দত্ত |
২০. | কর মত দো | সর্দার বল্লভ ভাই প্যাটেল |
২১. | সম্পূর্ণ ক্রান্তি | জয় প্রকাশ নারায়ণ |
২২. | লাভ বা ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়| | দীনু মন্ডল |
২৩. | বন্দে মাতরম | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
২৪. | জন গন মন অধিনায়ক জয় হে… | রবীন্দ্রনাথ ঠাকুর |
২৫. | ভারত হিমালয়ের দান | কে. এম. পানিক্কর |
২৬. | তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো | লালা লাজপত রায় |
২৭. | সাম্রাজ্যবাদ কা নাশ হো | ভগৎ সিং |
২৮. | স্বরাজ আমার জন্মগত অধিকার | বাল গঙ্গাধর তিলক |
২৯. | ভারতীয় ঐক্য হল মোজাইক করা বিভিন্ন রং-এর পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহাবস্থানের মতো | রাধাকৃষ্ণন |
৩০. | সরফারোশি কি তাপান্না অব হামারে দিল মে হে | রাম প্রসাদ বিসমিল |
৩১. | Give me blood and I will give you freedom | নেতাজি সুভাষ চন্দ্র বসু |
৩২. | সত্যমেব জয়তে | মদন মোহন মালব্য |
৩৩. | সব লাল হো জায়েগা | রঞ্জিত সিং |
৩৪. | “জয় জওয়ান, জয় কিষান ও জয় বিজ্ঞান” | অটল বিহারী বাজপেয়ী |
৩৫. | সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা | মহম্মদ ইকবাল |
৩৬. | সারে জাঁহাসে আচ্ছা | মহঃ ইকবাল |
৩৭. | কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ | স্যার সৈয়দ আহমেদ খান |
৩৮. | মন্টেগু-চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা | অ্যানি বেসান্ত |
৩৯. | দেশ বাচাও দেশ বানাও | পি.ভি. নরসিমা রাও |
৪০. | কাশ্মীর চলো | মুরলী মনোহর জোশি |
৪১. | হে রাম | মহাত্মা গান্ধী |
৪২. | মেরা ভারত মহান হ্যায় | রাজীব গান্ধী |
৪৩. | কাম অধিক বাতে কম | সঞ্জয় গান্ধী |
৪৪. | গরীবি হটাও | ইন্দিরা গান্ধী |
Pingback: ভারতের মনীষীদের ডাক নাম বা উপনাম তালিকা PDF
Pingback: ভারতের নানান গবেষণা কেন্দ্রের নাম ও তাদের অবস্থান