50 ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা Free PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF

ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF টি আপনাদের বিনামূল্যে প্রদান করছি। এই পিডিএফ টি বিভিন্ন চাকরির পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। Famous Slogans of india in Bengali pdf টিপোস্টের শেষে ডাউনলোড অপশন পেয়ে যাবেন।

ক্রমিক নম্বরবিখ্যাটি উক্তি ও স্লোগাননাম
১.ইনকিলাব জিন্দাবাদমৌলানা হসরৎ মোহানী। এটিকে জনপ্রিয় করেন ভগৎ সিং
২.দিল্লী চলোনেতাজি সুভাষ চন্দ্র বসু
৩.আজ বাংলা যা ভাবছে, আগামী কাল সারা ভারতবর্ষ তা ভাববেগোপালকৃষ্ণ গোখলে
৪.জয় হিন্দনেতাজি সুভাষ চন্দ্র বসু
৫.নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথরমহাত্মা গান্ধী
৬.মারো ফিরিঙ্গ কোমঙ্গল পান্ডে
৭.করেঙ্গে ইয়া মরেঙ্গেমহাত্মা গান্ধী
৮.দেশকে ভালবাসা যদি অপরাধ হয়, তবে সেক্ষেত্রে আমি একমাত্র অপরাধীঅরবিন্দ দাস
৯.নেহেরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদইকবাল
১০.পূর্ন স্বরাজজহর লাল নেহেরু
১১.হিন্দু, হিন্দু, হিন্দুস্তানভারতেন্দু হরিশচন্দ্র
১২.ভারত ভারতীয়দের জন্যদয়ানন্দ সরস্বতী
১৩.আরাম হারাম হ্যাঁয়জহর লাল নেহেরু
১৪.ভারত ছাড়োমহাত্মা গান্ধী
১৫.জয় জওয়ান জয় কিষাণলাল বাহাদুর শাস্ত্রী
১৬.গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকিরচার্চিল
১৭.জয় জগৎবিনোভা ভাবে
১৮.শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়চিত্তরঞ্জন দাস
১৯.জাতীয় কংগ্রেস হল তিন দিনের তামাশাঅশ্বিনীকুমার দত্ত
২০.কর মত দোসর্দার বল্লভ ভাই প্যাটেল
২১.সম্পূর্ণ ক্রান্তিজয় প্রকাশ নারায়ণ
২২.লাভ বা ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়|দীনু মন্ডল
২৩.বন্দে মাতরমবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৪.জন গন মন অধিনায়ক জয় হে…রবীন্দ্রনাথ ঠাকুর
২৫.ভারত হিমালয়ের দানকে. এম. পানিক্কর
২৬.তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরোলালা লাজপত রায়
২৭.সাম্রাজ্যবাদ কা নাশ হোভগৎ সিং
২৮.স্বরাজ আমার জন্মগত অধিকারবাল গঙ্গাধর তিলক
২৯.ভারতীয় ঐক্য হল মোজাইক করা বিভিন্ন রং-এর পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহাবস্থানের মতোরাধাকৃষ্ণন
৩০.সরফারোশি কি তাপান্না অব হামারে দিল মে হেরাম প্রসাদ বিসমিল
৩১.Give me blood and I will give you freedomনেতাজি সুভাষ চন্দ্র বসু
৩২.সত্যমেব জয়তেমদন মোহন মালব্য
৩৩.সব লাল হো জায়েগারঞ্জিত সিং
৩৪.“জয় জওয়ান, জয় কিষান ও জয় বিজ্ঞান”অটল বিহারী বাজপেয়ী
৩৫.সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারামহম্মদ ইকবাল
৩৬.সারে জাঁহাসে আচ্ছামহঃ ইকবাল
৩৭.কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধস্যার সৈয়দ আহমেদ খান
৩৮.মন্টেগু-চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনাঅ্যানি বেসান্ত
৩৯.দেশ বাচাও দেশ বানাওপি.ভি. নরসিমা রাও
৪০.কাশ্মীর চলোমুরলী মনোহর জোশি
৪১.হে রামমহাত্মা গান্ধী
৪২.মেরা ভারত মহান হ্যায়রাজীব গান্ধী
৪৩.কাম অধিক বাতে কমসঞ্জয় গান্ধী
৪৪.গরীবি হটাওইন্দিরা গান্ধী

আরও পড়ুনঃ এখানে ক্লিক করে বিনামূল্যে চাকরীর প্রস্তুতির PDF ডাউওনলোড করুণ

ঐতিহাসিক উক্তি তালিকা PDF Download

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

2 thoughts on “50 ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা Free PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!