ভারতের বিভিন্ন ক্ষেত্রে জড়িত ৫০ জন জনক/জননীর নামের তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আমরা জানি ভারত একটি মহান সপ্তম বৃহত্তর দেশ। এই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান অজানা তথ্য, সুবিশাল এই দেশের বিভিন্ন ক্ষেত্রের জনকের ( ভারতের বিভিন্ন ক্ষেত্রে জড়িত ৫০ জন পিতৃপুরুষ ও তাদের নামের তালিকা ) নামগুলি প্রায় প্রতি পরীক্ষাতেই এসে থাকে। তাই আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম যাতে করে আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের সাইট থেকে দেখে নিতে পারেন। ভালো লাগলে পোস্টটি অবশ্যই সকলের সাথে শেয়ার করে নেবেন। এবং এর সাথে যদি কোনো কিছু যুক্ত করতে হয় অথবা কোনোকিছু পরিবর্তন করতে হয় তাহলে আমাদের ইমেল করতে পারেন অথবা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।

ভারতের বিভিন্ন বিষয়ের জনকের নাম ও তাদের তালিকা

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

ভারতের বিভিন্ন বিষয়বিষয়ের জনক
হলুদ বিপ্লবের(তৈলবীজ) বিন্দেশ্বর প্রসাদ সিং
পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) দুর্গেশ প্যাটেল
লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) বিশাল তেওয়ারী
গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) নির্পাক টুটেজ
সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) ইন্দিরা গান্ধী
নীল(Blue) বিপ্লবের(মাছ) অরুন কৃষ্ণান
শ্বেত বিপ্লবের(দুধ ও ডেয়ারি) ভার্গিস কুরিয়েন
সবুজ বিপ্লবের(কৃষি) স্বামীনাথন
সংবিধানের জনক আম্বেদকর
১০ভারতীয় জাতিরগান্ধীজী
১১ফৌজদারী আইনের(IPC) মেকলে
১২বিদেশ নীতির নেহরু
১৩জোটনিরপেক্ষতা নীতির নেহরু
১৪পঞ্চায়েত ব্যবস্থারগান্ধীজী
১৫স্থানীয় স্বায়ত্ত শাসনের লর্ড রিপন
১৬রাষ্ট্রকৃত্যকের জনকসর্দ্দার প্যাটেল
১৭ভারতীয় জাতীয় কংগ্রেসের A.O.হিউম
১৮জনস্বার্থ মামলারP.N.ভগবতী
১৯P.N.ভগবতীP.N.ভগবতী
২০বিজ্ঞানের/পরমানু শক্তির এইচ. জে. ভাবা
২১বিপ্লবের/জাতীয় আন্দোলনের বাল গঙ্গাধর তিলক
২২নবজাগরনেররামমোহন রায়
২৩ভারতীয় ইতিহাসের মেঘাস্থিনিস
২৪রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের কৌটিল্য/চানক্য
২৫ভারতীয় ভূগোলের ডঃ শিবপ্রসাদ চট্যোপাধ্যায়
২৬ভারতীয় সমাজতত্ত্বের জে. এস. ঘুরে
২৭ভারতীয় গনিতের রামানুজন
২৮দশমিক/শূন্যের আর্যভট্ট
২৯ভারতীয় জাতীয়তাবাদের বিবেকানন্দ
৩০জাতীয় পতাকার পিঙ্গালী ভেঙ্কাইয়া
৩১মহাকাশ গবেষনার বিক্রম সারাভাই
৩২ভারতীয় পন্টিং-এর নন্দলাল বোস
৩৩সিনেমারদাদা সাহেব ফালকে
৩৪সার্জারির/প্লাস্টিক সার্জারির সুশ্রুত
৩৫ভারতীয় সেনা বাহিনীর স্ট্রিংগার লরেন্স
৩৬পরিসংখ্যানের প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
৩৭ভারতীয় সমবায় আন্দোলনের ফেডেরিক নিকলসন
৩৮ইঞ্জিনিয়ারিংএম. বিশ্বেশ্বরিয়া
৩৯রেলওয়ের লর্ড ডালহৌসি
৪০উদার অর্থনীতির পি. ভি. নরসিমা রাও
৪১ভারতের “বাস কূটনীতির” নীতির বাজপয়ী
৪২শিক্ষারলর্ড মেকলে
৪৩ভারতীয় পরিকল্পনার এম. বিশ্বেশ্বরিয়া
৪৪হকির ধ্যানচাঁদ
৪৫মিসাইলেরআব্দুল কালাম
৪৬টেলিভিসনেরডঃ সুভাষচন্দ্র
৪৭বাস্তুতন্ত্রেরআর. মিশ্র
৪৮আয়ুরবেদের চড়ক
৪৯সাংবাদিকতার J.A.Hickey
৫০“পূর্বে তাকাও নীতির” পি. ভি. নরসিমা রাও

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!