রেলের গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা | বাংলা মাধ্যমে | দশম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Students Care -এ সকলকে স্বাগতম। আবারও একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আগত গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। আপনাদের নিশ্চই কাজে লাগছে । যদি কাজে লেগে থাকে তাহলে আমাদের কষ্ট স্বার্থক হয়েছে মনে করবো। আজকে আরও ১৫টি MCQ প্রশ্ন দেওয়া হল। দেখে নিন-

১. ঘুম রোগের বাহক নিচের কোন্‌টি?

অ) মাছি

আ) সেৎসি মাছি

Join us on Telegram

ই) বালি মাছি

ঈ) মশা

২. কোন্‌ প্রানীর রক্তে লোহিতকাণিকা নেই?

অ) কেঁচো

আ) মানুষ

ই) ব্যাং

ঈ) মাছ

এর আগে আমরা গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

৩. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে-

অ) অ্যাড্রিনালিন

আ) STH

ই) থাইরক্সিন

ঈ) ইনসুলিন

৪. কোন্‌ প্রক্রিয়াতে তেল থেকে জৈবিক ঘি প্রস্তুৎ হয়?

অ) হাইড্রোজিনেশন

আ) আয়াডোফরম

ই) হ্যালোজিনেশন

ঈ) হ্যালোফেরম

৫. সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে?

অ) লাল

আ) নীল

ই) হলুদ

ঈ) কমলা

৬. কোন্‌টি হাইড্রোজেনের শোষক নয়?

অ) সোডিয়াম

আ) প্ল্যাটিনাম

ই) প্যালাডিয়াম

ঈ) লোহা

আমাদের( Students care ) ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৭. আগ্নেয়গিরির কাপের আকৃতি মুখকে কি বলা হয়?

অ) কার্টার

আ) এপিসেন্টার

ই) ফোকাস

ঈ) সিন্ডার

৮. কোন্‌ লিপিতে সিন্ধু সভ্যতার ইতিহাস লিপিবদ্ধ রয়েছে?

অ) তামিল

আ) ব্রাম্ভী

ই) খরোস্থি

ঈ) পড়ে উদ্ধার করা যায়নি

রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির বিগত পর্ব গুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

৯. নিম্নের কোন্‌ উভচর প্রানীর জিহ্বা নেই?

অ) স্ফেনোডন

আ) ইচথিওফিস

ই) নেকটার্ন

ঈ) সালামান্ডের

১০. ‘দৈবপূত্র শাহানুশাহী’ কাদের উপাধি ছিল?

অ) মৌর্য রাজাদের

আ) কুষাণ রাজাদের

ই) গুপ্ত রাজাদের

ঈ) চোল রাজাদের

১১. ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়?

অ) বিদ্যাসাগর

আ) রামমোহন

ই) বিবেকানন্দ

ঈ) বালগঙ্গাধর তিলক

Railway Group D in bengali pdf Download Now

১২. অ্যানিমিয়া : রক্ত :: অরাজকতা : ?

অ) আইন

আ) সুশাসক

ই) কর্মচারী

ঈ) গণতন্ত্র

১৩. ধর্মসূত্রের দুটি ভাগ কি কি?

অ) সুক্ত ও সূত্র

আ) মন্ত্র ও ধর্ম

ই) দর্শন ও উপনিষদ

ঈ) বেদাঙ্গ ও দর্শন

১৪. ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়?

অ) সুন্দরলাল বহুগুণা

আ) রামদেব মিশ্রা

ই) নন্দা দেবী

ঈ) আমৃতদেবী

১৫. ‘টেলিগ্রাফ কোড’ কে আবিষ্কার করেন?

অ) জন লগিবেয়ার্ড

আ) স্যামুয়েল এফ. বি. মোর্স

ই) আলেক্সান্ডার গ্রাহামবেল

ঈ) ল্যানেক্‌

উত্তর

১/আ, ২/অ, ৩/ই, ৪/অ, ৫/ই, ৬/অ, ৭/অ, ৮/ঈ, ৯/আ, ১০/আ, ১১/ই, ১২/আ, ১৩/ঈ, ১৪/আ, ১৫/আ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ( Students Care ) জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!