ভূগোল পরীক্ষা প্রস্তুতি || SLST Geography MCQ || প্রথম পর্ব
West Bengal School Service Commission || SLST Geography
আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষকতা করার জন্য SLST পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যোগ্য প্রার্থীরা স্কুলে শিক্ষকতা করার সুযোগ পেয়ে থাকে। SLST পরীক্ষাটি West Bengal School Service Commission এর দ্বারা পরিচালিত হয় সমগ্র রাজ্যস্তরে। এই পরীক্ষার মাধ্যমে হাজার হাজার প্রার্থীর যোগ্যতার পরীক্ষা করা হয়ে থাকে। এবং এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সরকারী পরীক্ষা হিসাবে পরিচিত। আজ আমরা ভূগোল বিষয়ের MCQ প্রশ্ন উত্তরের মাধ্যমে SLST Geography পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। আপনাদের জানিয়ে রাখি এটি আমাদের প্রথম পর্ব অর্থাৎ আমাদের এই বিভাগে ক্রমাগ ধারাবাহিকভাবে পর্বগুলি চলতে থাকবে। তাই যেনারা SLST Geography পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তারা আমাদের সাইটে প্রতিনিয়ত নজর রাখলে কিছুটা হলেও উপকৃত হবেন। চলুন আজ দেখে নেওয়া যাক প্রথম পর্বের SLST Geography MCQ ১৫টি প্রশ্ন-
১. Wegener-কর্তৃক মহাদেশের বিশরণ ধারনাটি জন্ম হয়েছিল-
অ) দক্ষিন আমেরিকা ও আফ্রিকা উপকূল ভাগের পারস্পরিক সংযোগ পূর্ণ অনুমান
আ) কঠিন ভূ-পৃষ্ঠীয় অংশের ফাটল ও তার বিবর্তন অনুমান
ই) পুরা জলবায়ুগত প্রমাণ সমূহের সাদৃশ্যতা
ঈ) হিমিযুগের ও পুরা হিমবাহের অবক্ষেপ সমূহের নমুনা থেকে
২. পৃথিবীর পুরাচৌম্বকত্ব নির্ধারনে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি হল-
অ) উর্ধ্বগুরু মন্ডল
আ) নিম্নগুরুমন্ডল
ই) বহিঃকেন্দ্র মন্ডল
ঈ) অন্তঃ কেন্দ্র মন্ডল
৩. সূচীহীম হল-
অ) গুচ্ছাকারের হিমকেলাস
আ) তুষার চাড়ের বৃহত্তম রূপ
ই) তুষারকীলকের বহিঃপ্রকাশ
ঈ) তুষার গলনের ফলাফল
৪. গঙ্গার একটি প্রো. উপনদী হল-
অ) চম্বল
আ) কোয়েল
ই) দামোদর
ঈ) সবকটি
৫. Theory of the Earth-গ্রন্থটির রচয়িতা কে?
অ) প্লে ফেয়ার
আ) হুটন
ই) জন রে
ঈ) ম্যালথাস
আরও পড়ুন– সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতি নিতে চান? এখানে ক্লিক করুন
৬. বৃষ্টিকণা সম্পর্কিত অন্তিম ও পতনবেগ এর ধারণা কে দেন?
অ) বার্জেরন
আ) সিম্প্সন এবং ম্যানস
ই) ল্যাঙ্গমোর
ঈ) সবগুলি
৭. নিচের কোনটি ক্ষরা পরিহারকারী উদ্ভিদ?
অ) বননিম
আ) ব্রামিনী
ই) বরোজিনিমি
ঈ) সবকটি
৮. প্রকৃতপক্ষে অ্যাজবেস্টস হল-
অ) মিথাইল মার্কারি
আ) বোরাক্স
ই) সিলিকেট খনিজ তন্তু
ঈ) সিলিকেট পাইরক্সিন
সকল পোস্টের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ লাইক করুন
৯. বিলেক কী?
অ) পিগমিদের বাসভূমি
আ) ইবানদের খুবরির ন্যায় বাসগৃহ
ই) স্থানান্তর কৃষি
ঈ) পশু শিকারের অস্ত্র
১০. ডেমোগ্রাফিক গ্যাপ ‘D’ এর অর্থ কাকে নির্দেশ করে?
অ) উন্নত আর্থসামাজিক বতবস্থা
আ) অনুন্নত আর্থসামাজিক ব্যবস্থা
ই) উন্নয়নশীল আর্থসামাজীক ব্যবস্থা
ঈ) কোনোটি নয়
১১. ক্লাব অফ্ রোম সংস্থার প্রধান কে ছিলেন?
অ) ডি. এইচ. মিডোস
আ) ব্রুন্ডলুয়ান্ড
ই) জিমারম্যান
ঈ) ওরিওরডান
১২. “ব্লাংকেট রেট” বলতে কী বোঝায়?
অ) মোট পরিবহন ব্যয়
আ) দূরত্ব অনুপাতে পরিবহন ব্যয়
ই) নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সম পরিবহন ব্যয়
ঈ) এদের কোণোটি নয়
১৩. ক্রোজেন্ট তপ্তবিন্দু থেকে সৃষ্ট ভূখন্ডটি বর্তমানে কী মালভূমি নামে পরিচিত?
অ) দাক্ষিনাত্য
আ) তেলেঙ্গানা
ই) রাজমহল
ঈ) মেঘালয়
১৪. Block Diagram কে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন?
অ) গিলবার্ট
আ) সিম্প্সন
ই) ওয়ালমার্ক
ঈ) ডেভিস
১৫. হ্যান্ডলেবেল যন্ত্রের আধুনিক উন্নত রূপটি কী?
অ) অ্যাব্নিলেবেল
আ) থিওডোলাইট
ই) ক্রাইনোমিটার
ঈ) ডাম্পিলেবেল
উত্তর
১/অ, ২/ই, ৩/অ। ৪/ঈ, ৫/আ, ৬/ই, ৭/ঈ, ৮/ই, ৯/আ, ১০/অ, ১১/অ, ১২/ই, ১৩/ই, ১৪/অ, ১৫/অ
ধন্যবাদ আপনাদের স্টুডেন্টস কেয়ারের সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিলাম।
স্টুডেন্টস কেয়ারে আপনি আপনার লেখা প্রকাশ করতে চান? তাহলে আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা ইমেল ([email protected]) মারফৎ পাঠান।