Oasis Scholarship 2020 : SC ST OBC ছাত্র ছাত্রী দের জন্য

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Oasis Scholarship 2020

পশ্চিমবঙ্গ সরকার OASIS Scholarship 2020 পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের জন্য “ওয়াসিস স্কলারশিপ” প্রদান করে থাকে; স্কলারশিপ্টি নবম শ্রেণী থেকে স্নাতকত্তর পর্যন্ত পাঠরত ছাত্র ছাত্রীদের প্রদান করা হয়। Backward Classes Welfare Department of West Bengal দরিদ্র মেধাবী পিছিয়ে পরা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভ করার জন্য অর্থনৈতিক ভাবে সাহায্য করে থাকে।

পরিচ্ছেদসমূহ

স্কলারশিপের নাম West Bengal OASIS Scholarship
সরবরাহকারী কর্তৃপক্ষ West Bengal BCW Department
যোগ্য কোর্স HS, UG, PG, Medical, Engineering, Pharmacy, B.Ed, M.Ed, Diploma, PTTI, Nursing, B.V.Sc, LLB
আবেদন প্রক্রিয়া Online
আবেদশ শুরু (Fresh/Renewal) জুন ২০২০
বাৎসরিক পারিবারিক আয় সর্বোচ্চ ২.৫ লক্ষের মধ্যে
ফশিয়াল ওয়েবসাইট oasis.gov.in

⇒ ওয়াসিস স্কলারশিপ ২০২০ আবেদন করার প্রাথমিক যোগ্যতা :

  1. শুধুমাত্র SC, ST and OBC ছাত্র ছাত্রী রাই এই স্কলারশিপ এ আবেদন করতে পারবে।
  2. আবেদনকারী ছাত্র বা ছাত্রী কে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. বাৎসরিক পারিবারিক যায় ২.৫ লক্ষ এর মধ্যেও থাকতে হবে ( ও বি সি দেড় ক্ষেত্রে ১ লক্ষ এর মধ্যেও থাকতে হবে )
  4. ক্লাস নাইন এবং টেন এ অধ্যয়নরত ছাত্র ছাত্রী দের প্রি – মেট্রিক স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে।
  5. বর্তমানে এই কোর্সগুলির যে কোনও একটিতে অধ্যয়নরত প্রার্থীরা (ক্লাস 11 বা 12 ক্লাস, আইটিআই, পলিটেকনিক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি, এমফিল, পি এইচডি, এলএলবি, বিফার্ম, বি এসসি নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট) পোস্ট মেট্রিক স্কলারশিপ এ জন্য যোগ্য।

⇒ ওয়াসিস স্কলারশিপ বা বৃত্তির পরিমান:

ওয়াসিস স্কলারশিপ আবেদনকারী প্রার্থীদের আর্থিক অবস্থা এবং যোগ্যতার ভিত্তিতে এই বৃত্তির জন্য বাছাই করা হবে। যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত বৃত্তির পরিমাণ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন নিচে বিভিন্ন শ্রেণী অনুসারে স্কলারশিপের পরিমান দেওয়া হল-

(১) নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য (প্রি-মেট্রিক স্কলারশিপ)-

দৈনিক পাঠরত ছাত্র ছাত্রীদের জন্য ১৫০ টাকা করে দশ মাস এবং বিশেষ বৃত্তি (Adhok grant) হিসাবে বাৎসরিক ৭৫০ টাকা করে দেওয়া হবে।


ঐক্যশ্রী স্কলারশিপ ২০২০ : পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্র ছাত্রী দের জন্য

Join us on Telegram

এছারা, ছাত্রাবাসবাসি বা হোস্টেলারদের ৭৫০ টাকা করে দশ মাস এবং বিশেষ বৃত্তি (Adhok grant) হিসাবে বাৎসরিক ১০০০ টাকা দেওয়া হবে।

(২) স্নাতক ও স্নাতকত্তর ছাত্র ছাত্রীদের জন্য (পোস্ট মেট্রিক স্কলারশিপ):

(ক) পোস্ট মেট্রিক ছাত্র ছাত্রীরা অর্থাৎ, ইঞ্জিনিয়ারিং / মেডিকেল / বিএসসি (কৃষি) / এলএলএম / এমফিল / পিএইচডিত প্রার্থীরা এই স্কলারশিপ্টি পাবে। উক্ত শ্রেণীর ছাত্র ছাত্রীরা যারা দৈনিক পাঠরত তাদের ৫৫০ টাকা করে প্রতি মাস এবং ছাত্রাবাসবাসি বা হোস্টেলারদের ১২০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।

(খ) বি.এসসি নার্সিং / বিফার্ম / এলএলবি / স্নাতকোত্তর / হোটেল ম্যানেজমেন্টের প্রার্থীরা এই স্কলারশিপ্টি পাবে। উক্ত শ্রেণীর ছাত্র ছাত্রীরা যারা দৈনিক পাঠরত তাদের ৫৩০ টাকা করে প্রতি মাস এবং ছাত্রাবাসবাসি বা হোস্টেলারদের ৮২০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।


জেনারেল প্রার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ


(গ) স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের দৈনিক পাঠরত তাদের ৩০০ টাকা করে প্রতি মাস এবং ছাত্রাবাসবাসি বা হোস্টেলারদের ৭৫০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।

(৩) ডিপ্লোমা কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য (পোস্ট মেট্রিক স্কলারশিপ):

বর্তমানে পলিটেকনিক্স / আইটিআই / একাদশ-দ্বাদশ শ্রেণিতে পাঠরত তাদের ২৩০ টাকা করে প্রতি মাস এবং ছাত্রাবাসবাসি বা হোস্টেলারদের ৭৫০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।

⇒ SC ST OBC স্কলারশিপ অনলাইন আবেদন প্রক্রিয়াঃ

নুতন ছাত্র বা ছাত্রী রেজিস্ট্রেশন :

(১) প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়াসিস স্কলারশিপ অ্যাপ্লিকেশন পোর্টাল, www.oasis.gov.in পরিদর্শন করতে হবে।

Oasis Scholarship 2020 : SC ST OBC ছাত্র ছাত্রী দের জন্য

(২) তারপরে সেই ওয়েবসাইটে “Student’s registration” লিঙ্কটি ক্লিক করতে হবে। এই প্রক্রিয়া দ্বারা আপনি sc st obc scholarship নতুন প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন।

Oasis Scholarship 2020 : SC ST OBC ছাত্র ছাত্রী দের জন্য

(৩) এখন তালিকা থেকে জেলা নির্বাচন করুন, যেখানে আপনার প্রতিষ্ঠানটি রয়েছে। [শিক্ষার্থীরা, যারা বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে অধ্যয়ন করছে, তারা তাদের স্থায়ী ঠিকানার জেলা বেছে নেবে। আপনার ওয়াসিস বৃত্তি 2020 অনলাইন অ্যাপ্লিকেশন সেই জেলার সার্ভার থেকে চালিয়ে যাবে।]

Oasis Scholarship 2020 : SC ST OBC ছাত্র ছাত্রী দের জন্য

(৪) এখন আপনাকে নিজের নাম, পিতার নাম এবং কম্পিউটারায়িত জাতের শংসাপত্র (ম্যানুয়াল শংসাপত্র গ্রহণ করবে না) নম্বর প্রবেশ করতে হবে।

(৫) ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন। আপনার জাতের শংসাপত্রের বিবরণ অনুসারে আপনাকে আপনার আবেদনের বিশদটি যাচাই করতে হবে।

প্রাথমিক বিবরণ আপডেট করুন-

(১) পরের পৃষ্ঠায় আপনাকে নিজের জন্ম তারিখ, উপ-বর্ণ, আপনার বর্তমান প্রতিষ্ঠানের নাম, আপনার ফোন নম্বর এবং ইমেল আপডেট করতে হবে।

Oasis Scholarship 2020 : SC ST OBC ছাত্র ছাত্রী দের জন্য

(২) আপনাকে এই পৃষ্ঠায় স্ক্যানযুক্ত ফটোগ্রাফও আপলোড করতে হবে।

(৩) এরপর আপনার বৃত্তির নিবন্ধকরণটি সম্পূর্ণ করার জন্য এখন এই পৃষ্ঠাটি Submit করুণ।

অ্যাকনোলেজ বা স্বীকৃতি ডাউনলোড করুণ:

একটি কম্পিউটার-উত্পাদিত অ্যাকনোলেজ স্লিপ ডাউনলোড করতে হবে, এটি কম্পিউটারে সংরক্ষণ করুন এবং এটি প্রিন্ট করুন। এই পিডিএফ ফাইলটিতে ভবিষ্যতে লগইনের জন্য আবেদনকারীর User ID এবং Password থাকবে।

Oasis Scholarship 2020 : SC ST OBC ছাত্র ছাত্রী দের জন্য

ওয়াসিস স্কলারশিপ পোর্টালে লগইন করুন:

এখন আবার www.oasis.gov.in ওয়েবসাইটে যান এবং REGISTERED STUDENT’S LOGIN লিঙ্কটিতে ক্লিক করুন। আপনার ব্যবহারকারীর আইডি, পাসওয়ার্ড এবং জেলার না দিয়ে (যা ডাউনলোডের স্বীকৃতি পৃষ্ঠায় উল্লিখিত হয়েছে)। লগইন বোতামে ক্লিক করুন।

আবেদন ফর্ম পূরণ করুন:

সফলভাবে লগইন করার পরে, আপনাকে আবেদন ফর্মের বাকি ওংশগুলি পূরণ করতে হবে। Further Details বোতামে ক্লিক করুন এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করুন এবং এটি সংরক্ষণ করুন। আপনাকে আপনার যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠানের বিবরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্টের বিশদ যুক্ত করুন:

এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিবন্ধ করুন (ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এমআইসিআর কোড) যার উপরে আপনি বৃত্তির পরিমাণ পাবেন। তারপরে Verify and Lock অপশনে ক্লিক করুন। মনে রাখবেন একবার আপনি আপনার বিশদটি লক করে ফেললে আপনি আর এটি সম্পাদনা করতে পারবেন না।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন:

এর পর Print Application বোতামে ক্লিক করে আবেদন ফর্মটি প্রিন্ট করেনিন। এই ফর্ম আপনার সমস্তরকম তথ্য রয়েছে যেগুলি আপনি অনলাইনে নিবন্ধ করেছিলেন।

এখন প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্মটিতে সই করুন এবং এটির সাথে নিম্নলিখিত নথিগুলি সংযুক্ত করুন,

১) আবেদন ফর্মটিতে স্ট্যাম্প সাইজ একটি ছবি আটকান

২) জাতি শংসাপত্রের প্রত্যায়তি অনুলিপি যুক্ত করুণ।

৩) সর্বশেষ পরীক্ষার মার্কশিটের প্রত্যায়তি অনুলিপি।

৪) ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার অনুলিপি।

আবেদন ফর্মটি এবার জমা করুণ-

OASIS Scholarship 2020 এর সমস্ত প্রয়োজনীয় ধাপ গুলি সমাপ্ত করার পর সকল নথী সহকারে আবেদন ফর্মটি আপনার BDO Office (ব্লক এলাকার জন্য) PO cum DWO / DWO (মিউনিসিপ্যাল/কর্পোরেশন এলাকার জন্য)-এ জমা করুণ ৩০ নভেম্বর ২০২০ এর আগে। (করোনা ভাইরাসের জন্য তারিখ পরিবর্তন হতে পারে।

[OASIS Scholarship 2020 ফর্ম জমা দেওয়ার তারিখ কেবল কলকাতা জেলা শিক্ষার্থীদের জন্য ২০২০ সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে।]

♦ ওয়াসিস স্কলারশিপ পুনঃনবীকরণ এর প্রক্রিয়া-

(১) প্রথমে ওয়াসিস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাটে যান www.oasis.gov.in

(২) RENEW SCHOLARSHIP-বোতামে ক্লিক করুণ।

(৩) User ID, Password এবং সংশ্লিষ্ট জেলার নাম দিয়েলগ ইন করুণ।

(৪) এরপর আপনার সমস্ত তথ্যের বিবরণগুলি চেক করুণ, যদি কিছু আপডেট করার থাকে করে নিন এবং সেভ করুণ।

(৫) এর পর RENEW APPLICATION-এ ক্লিক করুণ; তারপর Renew and Lock Application বোতামে ক্লিক করার পর আপনার আবেদন পত্রটি ডাউনলোড করুণ এবং সাথে একটি প্রিন্ট করে নিন।

(৬) অ্যাকনোলেজ কপিতে সই করুণ এবং আবেদন ফর্মটি আপনার BDO office অথবা Municipality Office-এ জমা করুণ।

নতুন এবং পুননবীকরণ যোগ্য উভয় প্রার্থীর জন্য সমস্ত নথির সফল যাচাইয়ের পরে, বৃত্তির পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ৬ থেকে ৮ মাস সময় লাগবে।

⇒ ওয়াসিস স্কলারশিপ সংক্রান্ত হেল্প লাইন নম্বর-

8420023311 এই নম্বরে ফোন করে আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন।

কোনো রকম প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করুণ

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!