স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য) SVMCM WBMDFC

পোস্টটি শেয়ার করুন
Rate this post

SVMCM WBMDFC

SVMCM WBMDFC : পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা বিভাগের (ডাব্লুবিএইচইডি) সহযোগিতায় সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য এসভিএমসিএম বৃত্তি প্রদান করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও ফিনান্স কর্পোরেশন (ডাব্লুবিএমডিএফসি)। এর অপর নাম Swami Vivekananda Merit cum Means Scholarship for Minorities Students।

Swami Vivekananda Merit cum Means Scholarship for Minorities Students 2020 (SVMCM WBMDFC) উচ্চমাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, পেশাদার কোর্স, স্নাতকোত্তর কোর্স, এম.ফিল এবং ডক্টরাল কোর্সে স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ।

এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তি (Swami Vivekananda Scholarships for Minorities Students) ২০২০ স্কলারশিপ ফর্ম কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই স্কলারশিপ পেতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন, ফর্ম ফিলাপের পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলি জানাবো।

বর্তমানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা বি.টেক, এমবিবিএস, ডিপ্লোমা, নার্সিং, এম.ফিল, পিএইচডি ইত্যাদি কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দ বৃত্তি ২০২০ প্রদান করা হবে।

Join us on Telegram

এক নজরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য)

Scholarship Name Swami Vivekananda Merit cum Means (SVMCM) Scholarship for Minorities
Providing Authority WBMDFC & WBHED
Eligible Courses HS, UG Honours, PG, Medical, Engineering, Nursing, Paramedical, Diploma, PG
Application Method Online
Application Start (Fresh/Renewal) July 2020
Application Last Date November 2020
Official Website wbmdfcscholarship.gov.in

Eligibility Criteria for SVMCM Minority Scholarship

সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ মেধা সহ অর্থ বৃত্তি ২০২০ এর সম্পূর্ণ যোগ্যতার নির্দেশিকা নীচে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে এইচএস, ডিপ্লোমা, ইউজি, পিজি স্তরের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট যোগ্যতা।

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের আবাসস্থল হতে হবে এবং পশ্চিমবঙ্গে অবস্থিত ইনস্টিটিউটে পড়াশুনা চালিয়ে যেতে হবে।

২. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কোনও বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে (২০২০) পাস করার পরে পশ্চিমবঙ্গের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার পড়াশোনা চালিয়ে যেতে হবে।

৩. শিক্ষার্থীদের অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম / খ্রিস্টান / শিখ / বৌদ্ধ / পার্সী এবং জৈন) অন্তর্ভুক্ত হতে হবে।

৪. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২,৫০,০০০ এর মধ্যে হতে হবে।

৫. যে সকল শিক্ষার্থীরা দূরশিক্ষা মোডে ওপেন বিশ্ববিদ্যালয়ের যে কোনও কোর্স করছে, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

৬. নীচে প্রদত্ত প্রতিটি কোর্সের জন্য একাডেমিক শতকরা যোগ্যতা মান দেওয়া হল।

Course Name Eligibility (Exam passed in 2020)
Higher secondary Passed Madhyamik or equivalent exam with at least 75% marks.
Diploma (Polytechnic) 75% marks in Madhyamik/HS/Vocational or equivalent for first year Diploma (Polytechnic).
Graduation level Higher Secondary or equivalent. The aggregate (75%) will be calculated out of Best of five.
Post-Graduation Level * 53% marks in Honours subject at Graduation level.
* 55% in Graduation level in case of Engineering students.
Kanyashree applicants (K-3) for Post- Graduation studies(M.Sc, M.Com and MA) * Kanyashree recipients with valid K2-ID pursuing P.G. courses in science, commerce and Arts stream in the year 2017 are eligible to apply.
* 45% Aggregate in Graduation level.

 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য) আবেদন প্রক্রিয়া-

১. wbmdfcscholarship.gov.in পোর্টাল খুলুন।

২. ‘New Student Registration‘ অপশনে ক্লিক করে, আপনার সকল তথ্য সহকারে আগে রেজিস্ট্রেশন করুণ। সফলভাবে রেজিস্ট্রেশন করার পর ‘ইউজার নাম’ ও পাসওয়ার্ড’ দিয়ে লগ ইন করুণ।

৩. এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদটি সাবধানে যুক্ত করুন এবং নীচের নথিগুলি স্কলারশিপ অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করুন।

  • শেষ পরীক্ষার মার্ক শিটের দু’দিক।
  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র (Admit card)।
  • আয়ের শংসাপত্র।
  • ব্যাঙ্কের পাস বই এর প্রথম পাতা। (যেখানে A/C no. এবং IFSC কোড স্পষ্ট বোঝা যাচ্ছে)
  • ভোটার/আধার কার্ড

৪. সমস্ত কাগজ পত্র আপলোড করার সাথে আপনার অনলাইন আবেদন সমাপ্ত হল। এখন আপনি আপনার ফিলাপ করা ফর্মটির একটি প্রিন্ট নিয়ে রাখতে পারেন। আবেদনের হার্ড কপি জমা দেওয়ার দরকার পড়বে না।

Click to access SVMCM__User_manual.pdf

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য) কত টাকা করে পাওয়া যাবে-

প্রতিটি কোর্সের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য) পরিমাণ জানুন। এই স্কলারশিপে আবেদনের পরে, যোগ্য শিক্ষার্থীরা তাদের স্কলারশিপের এই পরিমান স্কলারশিপ তাদের সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে।

 

Course Name Scholarship Amount Per Month
HS & UG (Arts, Commerce) Rs. 1000/-
UG (Science, Polytechnic, Other Professional courses, UGC approved) / Pharmacy Rs. 1500/-
PG (Arts, Commerce) Rs. 2000/-
PG (Science, Other Professional courses, UGC approved) Rs. 2500/-
UG (Engineering, Medical), PG(ENGG>) and other professional courses(AICTE approved) Rs. 5000/-

 

হেল্পলাইন

phone number 1800-120-2130 (Toll-free)

WhatsApp message at 8017071714

[email protected]

কিছু জানকারি

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য) SVMCM WBMDFC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!