ষোড়শ মহাজনপদ তালিকা PDF || তাদের রাজধানী ও বর্তমান অবস্থান

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

ষোড়শ মহাজনপদ

ভারতের ইতিহাসে ষোড়শ মহাজনপদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না । মূলত বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে, বৈদিক যুগের শেষের দিকে সমগ্র ভারতে ষোলটি রাজ্য বা মহাজনপদে বিভক্ত ছিল । উত্তর-পশ্চিমে কাবুল থেকে দক্ষিনে গোদাবরী নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল এই মহাজনপদ গুলি।

মহাজনপদ গুলির অধিকাংশ রাজতান্ত্রিক হলেও, দু-একটি রাজ্যে (যেমন-বৃজি ও মল্ল) প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল । এদের মধ্যে দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকতো । ক্রমে চারটি রাজ্য (মগধ, কোশল, অবন্তি ও বৎস) অপর রাজ্য গুলিকে গ্রাস করে শক্তিশালী হয়ে ওঠে । এদের মধ্যে আবার মগধ ছিল সবচেয়ে শক্তিশালী। ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র অশ্মক ছিল দাক্ষিনাত্যে অবস্থিত


এই ধরণের পিডিএফ বিনামূল্যে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজই যুক্ত হয়ে যান। টেলিগ্রাম অ্যাপটি খুলে সার্চ করুণ “Students Care” অথবা সরাসরি এখানে ক্লিক করুণ


সরকারী চাকরীর পরীক্ষা যেমন-WBCS, PSC, Group-D/C, SSC, Rail, IBPS, বা অন্যান্য পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে। কারণ ভারতীয় ইতিহাসের অন্যতম অধ্যায় এটি। তাই ষোড়শ মহাজনপদ(Sixteen Mahajanapadas) গুলি সম্পর্কে জেনের রাখা আবশ্যক।

Join us on Telegram

আরও পড়ুন


ক্র. ন. মহাজন রাজধানী বর্তমান অবস্থান অবস্থান
১. কাশী বারানসী বারানসী/বেনারস বেনারস ও তার পার্শ্ববর্তী অঞ্চল
২. অবন্তী উত্তরে উজ্জয়িনী, দক্ষিনে মহিস্মতী মালয় বিন্ধ্যপর্বতের উত্তর ও দক্ষিণাংশ
৩. গান্ধার তক্ষশীলা পেশোয়ার ও রাওয়ালপিন্ডি রাওয়ালপিন্ডি ও কাশ্মীর উপত্যকা
৪. চেদি শুকতি মতি যমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান বুন্দেলখন্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল
৫. কুরু ইন্দ্রপ্রস্থ স্থানেশ্বর, দিল্লি, মিরাট দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল
৬. কোশল শ্রাবস্তী লক্ষ্ণৌ, ফৈজাবাদ, গোন্ডা অযোধ্যা
৭. অঙ্গ চম্পা পূর্ব বিহার ভাগলপুর ও বিহারের কিছু অংশ
৮. কম্বোজ রাজপুর দক্ষিন-পশ্চিম কাশ্মীর গান্ধারের সংলগ্ন অঞ্চল ও পাকিস্তানের হাজারা জেলা
৯. অশ্মক পোটানা/পোটালি গোদাবরীর দক্ষিন তীর গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চল
১০. সূরসেন মথুরা মথুরা যমুনানদীর তীরবর্তী অঞ্চল
১১. পাঞ্চাল উত্তরে অহিছত্র,দক্ষিনে কাম্পিল্য বেরিলি, বদায়ুন, ফরাক্কাবাদ রোহিলখণ্ড ও মধ্যভাগের দোয়াব
১২. বৃজি বৈশালী মজঃফরপুর(উত্তর বিহার) মজঃফরপুর
১৩. বৎস কৌশাম্বী এলাহাবাদ এলাহাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চল
১৪. মল্ল কুশিনারা/পাবা গোরক্ষপুর উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা
১৫. মগধ রাজগৃহ/পাটলিপুত্র দক্ষিন বিহার/পাটনা ও গয়া পাটনা ও গয়া জেলা
১৬. মৎস্য বিরাটনগর জয়পুর, আলোয়ার ও ভরতপুর জয়পুর,আলোয়ার ও ভরতপুরের কিছু অংশ

আরও পড়ুন


⇒ষোড়শ মহাজনপদ তালিকা PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “ষোড়শ মহাজনপদ তালিকা PDF || তাদের রাজধানী ও বর্তমান অবস্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!