ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী || father or mother of various fields in India
List of father or mother of various fields in India
ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী
সাধারন জ্ঞানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। কে কোন বিষয় নিয়ে গবেষণা করে প্রথমে সেই বিষয়ের উপর প্রথম তত্ত্ব উপাত্ত প্রদান করে তবেই হয়েছেন সেই বিষয়ের আবিষ্কারক বা জনক। আসুন জেনে নিই কে কোন বিষয়ের জনক। আজ আমরা ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী সম্পর্কে আলোচনা করবো। PDF টি নিচের অংশে পেয়ে যাবেন. পরবর্তী পোস্টে বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে ক্লিক করে পড়ুন
- ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে=এ. ও. হিউম
- আধুনিক ভারতের/জাতির জনক কে=গান্ধীজী
- ভারতীয় আইনের জনক কে=আম্বেদকর
- ভারতীয় উদারনীতিবাদের জনক কে=রামমোহন রায়
- ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কে=মেকলে
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে=নেহরু
- ভারতীয় সংবিধানের জনক কে=আম্বেদকর
- ভারতীয় আয়ুরবেদের জনক কে=চড়ক
- ভারতীয় সাংবাদিকতার জনক কে=J.A.Hickey
এই ধরণের পিডিএফ বিনামূল্যে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজই যুক্ত হয়ে যান। টেলিগ্রাম অ্যাপটি খুলে সার্চ করুণ “Students Care” অথবা সরাসরি এখানে ক্লিক করুণ। - ভারতে সবুজ বিপ্লবের(কৃষি) জনক কে=এম. এস. স্বামীনাথন
- ভারতে White বিপ্লবের(দুধ ও ডেয়ারি) জনক কে=ভার্গিস কুরিয়েন
- ভারতে নীল(Blue) বিপ্লবের(মাছ) জনক কে=অরুন কৃষ্ণান
- ভারতে সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) জনক কে=ইন্দিরা গান্ধী
- ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) জনক কে=নির্পাক টুটেজ
- ভারতে লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) জনক কে=বিশাল তেওয়ারী
- ভারতে পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) জনক কে=দুর্গেশ প্যাটেল
- ভারতে হলুদ বিপ্লবের(তৈলবীজ) জনক কে=বিন্দেশ্বর প্রসাদ সিং
- ভারতীয় ইতিহাসের জনক কে=মেঘাস্থিনিস
- ভারতীয় গনিতের জনক কে=রামানুজন
[আরও পড়ুন- সাধারণ জ্ঞানের ভান্ডার]
- ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে=লর্ড রিপন
- ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক কে=লর্ড কর্ণওয়ালিস
- ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে=সর্দ্দার প্যাটেল***
- ভারতে বিদেশ নীতির জনক কে=নেহরু
- ভারতে জনস্বার্থ মামলার জনক কে=P.N.ভগবতী
- ভারতীয় গনতন্ত্রের জনক কে=আম্বেদকর
- ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক কে=H.J.ভাবা
- ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে=বাল গঙ্গাধর তিলক
- ভারতীয় নবজাগরনের জনক কে=রামমোহন রায়
- ভারতে লোক আদালতের জনক কে=P.N.ভগবতী
- জোটনিরপেক্ষতা নীতির জনক কে=নেহরু
- ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কে=কৌটিল্য/চানক্য
- ভারতীয় ভূগোলের জনক কে=জেমস রেনেল
- ভারতীয় সমাজতত্ত্বের জনক কে=জি. এস. ঘুরে
- ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে=গান্ধীজী
- ভারতে দশমিক/শূন্যের জনক কে=আর্যভট্ট
- ভারতীয় সেনা বাহিনীর জনক কে=স্ট্রিংগার লরেন্স
- ভারতীয় জাতীয় পতাকার জনক কে=পিঙ্গালী ভেঙ্কাইয়া
- ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে=বিক্রম সারাভাই
- ভারতীয় বাজেটের জনক কে=প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
- ভারতীয় পন্টিং-এর জনক কে=নন্দলাল বোস
- ভারতীয় সিনেমার জনক কে=দাদা সাহেব ফালকে
- ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে=সুশ্রুত
- ভারতীয় জাতীয়তাবাদের জনক কে=বিবেকানন্দ
- ভারতীয় পরিসংখ্যানের জনক কে=প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
- ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে=ফেডেরিক নিকলসন
- ভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর জনক কে=M.বিশ্বেশ্বরিয়া
- ভারতীয় রেলওয়ের জনক কে=লর্ড ডালহৌসি
- বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা
- ভারতের বিভিন্ন রাজবংশ , প্রতিষ্ঠাতা, প্রথম ও শেষ সম্রাটের নামের তালিকা
- জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF
- ভারতের মনীষীদের ডাক নাম বা উপনাম
- ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটকদের তথ্য
- ভারতের ঐতিহাসিক সন্ধি
- ভারতীয় উদার অর্থনীতির জনক কে=P.V.নরসিমা রাও
- ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কে= P.V.নরসিমা রাও
- ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কে=বাজপয়ী
- ভারতীয় শিক্ষার জনক কে=লর্ড মেকলে
- ভারতীয় পরিকল্পনার জনক কে= এম.বিশ্বেশ্বরিয়া
- ভারতীয় হকির জনক কে=ধ্যানচাঁদ
- ভারতীয় মেডিসিনের জনক কে=চড়ক
- ভারতীয় মিসাইলের জনক কে=এ. পি. জে. আব্দুল কালাম
- ভারতীয় টেলিভিসনের জনক কে=ডঃ সুভাষচন্দ্র
- ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কে=R.মিশ্র