60+ ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী PDF FREE | Father of various fields in India

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

সাধারন জ্ঞানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। কে কোন বিষয় নিয়ে গবেষণা করে প্রথমে সেই বিষয়ের উপর প্রথম তত্ত্ব উপাত্ত প্রদান করে তবেই হয়েছেন সেই বিষয়ের আবিষ্কারক বা জনক। আসুন জেনে নেই কে কোন বিষয়ের জনক। আজ আমরা ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী (Father of various fields in India in Bengali PDF) সম্পর্কে আলোচনা করবো। PDF টি নিচের অংশে পেয়ে যাবেন. পরবর্তী পোস্টে বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে ক্লিক করে পড়ুন

ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী তালিকা

#ভারতের বিভিন্ন বিষয়ের জনকজনক/জননীর নাম
1জাতীয় কংগ্রেসের জনকএ. ও. হিউম
2আধুনিক ভারতের/জাতির জনকগান্ধীজী
3আইনের জনকআম্বেদকর
4উদারনীতিবাদের জনকরামমোহন রায়
5ফৌজদারী আইনের(IPC) জনকমেকলে
6সংবিধানের প্রস্তাবনার জনকনেহরু
7সংবিধানের জনকআম্বেদকর
8আয়ুরবেদের জনকচড়ক
9সাংবাদিকতার জনকজে এ হিকি
10সবুজ বিপ্লবের(কৃষি) জনকএম. এস. স্বামীনাথন
11শ্বেত বিপ্লবের (দুধ ও ডেয়ারি) জনকভার্গিস কুরিয়েন
12নীল (Blue) বিপ্লবের(মাছ) জনকঅরুন কৃষ্ণান
13সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) জনকইন্দিরা গান্ধী
14গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) জনকনির্পাক টুটেজ
15 লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) জনকবিশাল তেওয়ারী
16পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) জনকদুর্গেশ প্যাটেল
17হলুদ বিপ্লবের(তৈলবীজ) জনকবিন্দেশ্বর প্রসাদ সিং
18ইতিহাসের জনকমেঘাস্থিনিস
19গনিতের জনকরামানুজন
20স্থানীয় স্বায়ত্ত শাসনের জনকলর্ড রিপন
21আমলাতন্ত্রের/প্রশাসনের জনকলর্ড কর্ণওয়ালিস
22রাষ্ট্রকৃত্যকের জনকসর্দ্দার প্যাটেল
23বিদেশ নীতির জনকনেহরু
24লোক আদালতের জনকপি. এন. ভগবতী
25জনস্বার্থ মামলার জনকপি. এন. ভগবতী
26গনতন্ত্রের জনকআম্বেদকর
27বিজ্ঞানের/পরমানু শক্তির জনকএইচ. জে. ভাবা
28বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনকবাল গঙ্গাধর তিলক
29নবজাগরনের জনকরামমোহন রায়
30জোটনিরপেক্ষতা নীতির জনকনেহরু
31রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনককৌটিল্য/চানক্য
32ভূগোলের জনকজেমস রেনেল
33সমাজতত্ত্বের জনকজি. এস. ঘুরে
34পঞ্চায়েত ব্যবস্থার জনকগান্ধীজী
35দশমিক/শূন্যের জনকআর্যভট্ট
36সেনা বাহিনীর জনকস্ট্রিংগার লরেন্স
37জাতীয় পতাকার জনকপিঙ্গালী ভেঙ্কাইয়া
38মহাকাশ গবেষনার জনকবিক্রম সারাভাই
39বাজেটের জনকপ্রশান্ত চন্দ্র মহালনাবিশ
40পেন্টিং-এর জনকনন্দলাল বোস
41সিনেমার জনকদাদা সাহেব ফালকে
42সার্জারির/প্লাস্টিক সার্জারির জনকসুশ্রুত
43জাতীয়তাবাদের জনকবিবেকানন্দ
44পরিসংখ্যানের জনকপ্রশান্ত চন্দ্র মহালনাবিশ
45সমবায় আন্দোলনের জনকফেডেরিক নিকলসন
46ইঞ্জিনিয়ারিং-এর জনকএম. বিশ্বেশ্বরিয়া
47রেলওয়ের জনকলর্ড ডালহৌসি
48উদার অর্থনীতির জনকপি. ভি. নরসিমা রাও
49“পূর্বে তাকাও নীতির” জনকপি. ভি. নরসিমা রাও
50“বাস কূটনীতির” নীতির জনকবাজপয়ী
51শিক্ষার জনকলর্ড মেকলে
52পরিকল্পনার জনকএম.বিশ্বেশ্বরিয়া
53হকির জনকধ্যানচাঁদ
54মেডিসিনের জনকচড়ক
55মিসাইলের জনকপি. জে. আব্দুল কালাম
56টেলিভিসনের জনকডঃ সুভাষচন্দ্র
57বাস্তুতন্ত্রের জনকআর. মিশ্র
58পরমানু বিজ্ঞানের জনকহোমি জাহাঙ্গির ভাবা
59পত্নতত্ত্বের জনকআলেকজান্ডার ক্যানিংহাম
60ক্রিকেটের জনকমহারাজা রঞ্জিত সিংজি
61বিপ্লববাদের জননীভিকাজি রুস্তম কামা
62বিপ্লববাদের জনকবাসুদেব বলবন্ত ফাদকে
ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী তালিকা

প্রশ্ন উত্তরে ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননী

1. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে?

উঃ এ. ও. হিউম

Join us on Telegram

2. আধুনিক ভারতের/জাতির জনক কে?

উঃ গান্ধীজী

3. ভারতীয় আইনের জনক কে?

উঃ আম্বেদকর

4. ভারতীয় উদারনীতিবাদের জনক কে?

উঃ রামমোহন রায়

5. ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কে?

উঃ মেকলে

6. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে?

উঃ নেহরু

[আরও পড়ুন- সাধারণ জ্ঞানের ভান্ডার]

7. ভারতীয় সংবিধানের জনক কে?

উঃ আম্বেদকর

8. ভারতীয় আয়ুরবেদের জনক কে?

উঃ চড়ক

9. ভারতীয় সাংবাদিকতার জনক কে?

উঃ J.A.Hickey

10. ভারতে সবুজ বিপ্লবের(কৃষি) জনক কে?

উঃ এম. এস. স্বামীনাথন

11. ভারতে শ্বেত বিপ্লবের (দুধ ও ডেয়ারি) জনক কে?

উঃ ভার্গিস কুরিয়েন

12. ভারতে নীল (Blue) বিপ্লবের(মাছ) জনক কে?

উঃ অরুন কৃষ্ণান

13. ভারতে সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) জনক কে?

উঃ ইন্দিরা গান্ধী

14. ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) জনক কে?

উঃ নির্পাক টুটেজ

15. ভারতে লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) জনক কে?

উঃ বিশাল তেওয়ারী

16. ভারতে পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) জনক কে?

উঃ দুর্গেশ প্যাটেল

17. ভারতে হলুদ বিপ্লবের(তৈলবীজ) জনক কে?

উঃ বিন্দেশ্বর প্রসাদ সিং

18. ভারতীয় ইতিহাসের জনক কে?

উঃ মেঘাস্থিনিস

19. ভারতীয় গনিতের জনক কে?

উঃ রামানুজন

20. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে?

উঃ লর্ড রিপন

21. ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক কে?

উঃ লর্ড কর্ণওয়ালিস

22. ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে?

উঃ সর্দ্দার প্যাটেল***

23. ভারতে বিদেশ নীতির জনক কে?

উঃ নেহরু

24. ভারতে জনস্বার্থ মামলার জনক কে?

উঃ P.N.ভগবতী

25. ভারতীয় গনতন্ত্রের জনক কে?

উঃ আম্বেদকর

26. ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক কে?

উঃ H.J.ভাবা

27. ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে?

উঃ বাল গঙ্গাধর তিলক

28. ভারতীয় নবজাগরনের জনক কে?

উঃ রামমোহন রায়

29. ভারতে লোক আদালতের জনক কে?

উঃ P.N.ভগবতী

30. জোটনিরপেক্ষতা নীতির জনক কে?

উঃ নেহরু

31. ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উঃ কৌটিল্য/চানক্য

32. ভারতীয় ভূগোলের জনক কে?

উঃ জেমস রেনেল

33. ভারতীয় সমাজতত্ত্বের জনক কে?

উঃ জি. এস. ঘুরে

34. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে?

উঃ গান্ধীজী

35. ভারতে দশমিক/শূন্যের জনক কে?

উঃ আর্যভট্ট

36. ভারতীয় সেনা বাহিনীর জনক কে?

উঃ স্ট্রিংগার লরেন্স

37. ভারতীয় জাতীয় পতাকার জনক কে?

উঃ পিঙ্গালী ভেঙ্কাইয়া

38. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে?

উঃ বিক্রম সারাভাই

39. ভারতীয় বাজেটের জনক কে?

উঃ প্রশান্ত চন্দ্র মহালনাবিশ

40. ভারতীয় পেন্টিং-এর জনক কে?

উঃ নন্দলাল বোস

41. ভারতীয় সিনেমার জনক কে?

উঃ দাদা সাহেব ফালকে

42. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে?

উঃ সুশ্রুত

43. ভারতীয় জাতীয়তাবাদের জনক কে?

উঃ বিবেকানন্দ

44. ভারতীয় পরিসংখ্যানের জনক কে?

উঃ প্রশান্ত চন্দ্র মহালনাবিশ

45. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে?

উঃ ফেডেরিক নিকলসন

46. ভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

উঃ এম. বিশ্বেশ্বরিয়া

47. ভারতীয় রেলওয়ের জনক কে?

উঃ লর্ড ডালহৌসি

48. ভারতীয় উদার অর্থনীতির জনক কে?

উঃ P.V.নরসিমা রাও

49. ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কে?

উঃ P.V.নরসিমা রাও

50. ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কে?

উঃ বাজপয়ী

51. ভারতীয় শিক্ষার জনক কে?

উঃ লর্ড মেকলে

52. ভারতীয় পরিকল্পনার জনক কে?

উঃ এম.বিশ্বেশ্বরিয়া

53. ভারতীয় হকির জনক কে?

উঃ ধ্যানচাঁদ

54. ভারতীয় মেডিসিনের জনক কে?

উঃ=চড়ক

55. ভারতীয় মিসাইলের জনক কে?

উঃ এ. পি. জে. আব্দুল কালাম

56. ভারতীয় টেলিভিসনের জনক কে?

উঃ =ডঃ সুভাষচন্দ্র

57. ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কে?

উঃ আর. মিশ্র

58. ভারতীয় পরমানু বিজ্ঞানের জনক কে?

উঃ হোমি জাহাঙ্গির ভাবা

59. ভারতীয় প্রত্নতত্ত্বর জনক কে?

উঃ আলেকজান্ডার ক্যানিংহাম

60. ভারতীয় ক্রিকেটের জনক কে?

উঃ মহারাজা রঞ্জিত সিংজি

61. ভারতের বিপ্লববাদের জননী কে?

উঃ ভিকাজি রুস্তম কামা

62. ভারতের বিপ্লববাদের জনক কে?

উঃ বাসুদেব বলবন্ত ফাদকে

আরও পড়ুন

ভারতের বিভিন্ন বিষয়ের জনক PDF ডাউনলোড বিভাগ

ভারতের বিভিন্ন বিষয়ের জনক (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!