120+ বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক তালিকা PDF|Father’s of Various Fields in Bengali FREE

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

আগের পোস্টে আমরা ভারতের বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক তালিকা PDF (Father’s of Various Fields in Bengali) সম্পর্কে আলোচনা করবো। এবং আপনাদের বিনামূল্যে PDF প্রদান করবো। PDF টি পোস্টের নিচের অংশে পেয়ে যাবেন।

Read More: ভারতের বিভিন্ন বিষয়ের জনক

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক তালিকা

বিভিন্ন ক্ষেত্রের জনকজনকের নাম
মিসাইল প্রোগ্রামের জনকএপিজে আব্দুল কালাম
অর্থনীতির জনকঅ্যাডাম স্মিথ
আধুনিক কম্পিউটারের জনকঅ্যালান টুরিং
আপেক্ষিকতার জনকআলবার্ট আইনস্টাইন
ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনকঅ্যালেক জন জেফ্রিস লালজি সিং (ভারত)
টেলিফোনের জনকআলেকজান্ডার গ্রাহাম বেল
কমিক বইয়ের জনকস্ট্যান লি (মার্ভেল কমিকসের জনক) অনন্ত পাই (ভারতীয় কমিকসের জনক)
অ্যানাটমির জনকআন্দ্রেয়াস ভেসালিয়াস
আধুনিক রসায়নের জনকঅ্যান্টোইন ল্যাভয়েসিয়ার
মাইক্রোবায়োলজি/মাইক্রোস্কোপির জনকঅ্যান্টনি ফিলিপস ভ্যান লিউয়েনহোক
কমেডির জনকঅ্যারিস্টোফেনেস
জীববিদ্যা/প্রাণিবিদ্যা/ভ্রুণবিদ্যা/রাজনীতি বিজ্ঞানের জনকএরিস্টটল
সমাজবিজ্ঞানের জনকঅগাস্ট কমতে
বিদ্যুতের জনকবেঞ্জামিন ফ্রাঙ্কলিন
প্যালিওবোটানির জনকঅ্যাডলফ-থিওডোর ব্রংনিয়ার্ট বীরবল সাহনি (ভারত)
আধুনিক বায়োকেমিস্ট্রির জনককার্ল আলেকজান্ডার নিউবার্গ
শ্রেণীবিভাগের জনক/ শ্রেণীবিভাগের জনককার্ল লিনিয়াস
কম্পিউটারের জনকচার্লস ব্যাবেজ
বিবর্তনের জনকচার্লস ডারউইন
ফিজিওলজির জনকক্লদ বার্নার্ড
সিনেমার জনকদাদাসাহেব ফালকে (ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে) (ভারত)
আধুনিক চলচ্চিত্রের জনকডেভিড ওয়ার্ক গ্রিফিথ
আয়ুর্বেদের জনকধন্বন্তরী
পর্যায় সারণির জনকদিমিত্রি মেন্ডেলিভ
ভারতীয় সংবিধানের জনকডঃ বি আর আম্বেদকর (ভীমরাও রামজি আম্বেদকর)
টিকাদানের জনক/ ইমিউনোলজির জনকএডওয়ার্ড জেনার
জীববৈচিত্র্যের জনকএডওয়ার্ড ও উইলসন
হাইড্রোজেন বোমার জনকএডওয়ার্ড টেলার
ভূগোলের জনকইরাটোসথেনিস
নিউক্লিয়ার ফিজিক্সের জনকআর্নেস্ট রাদারফোর্ড
জ্যামিতির জনকইউক্লিড
আধুনিক অর্থের জনকইউজিন এফ ফামা
আধুনিক বাস্তুশাস্ত্রের জনকইউজিন পি ওডাম
মানবতাবাদের জনকফ্রান্সেসকো পেট্রারকা
ইউজেনিক্সের জনকফ্রান্সিস গাল্টন
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকফ্রেডরিক উইন্সলো টেলর
জিন থেরাপির জনকফরাসি অ্যান্ডারসন
আধুনিক পদার্থবিদ্যার জনকগ্যালিলিও গ্যালিলি
ইংরেজি কবিতার জনকজিওফ্রে চসার
কম্পিউটার সায়েন্সের জনকজর্জ বুল এবং অ্যালান টুরিং
এভিয়েশনের জনকজর্জ কেলি
রেলের জনকজর্জ স্টিফেনসন
জেনেটিক্সের জনকগ্রেগর মেন্ডেল
হোমিওপ্যাথির জনকহাইনেম্যান
ইতিহাসের জনকহেরোডোটাস
ওয়েস্টার্ন মেডিসিন/মডার্ন মেডিসিনের জনকহিপোক্রেটিস
নীল বিপ্লবের জনকহীরালাল চৌধুরী
পারমাণবিক (ভারতীয় পারমাণবিক বিজ্ঞান)/পারমাণবিক কর্মসূচির জনকএইচ জে. ভাবা
মিউটেশন তত্ত্বের জনকহুগো ডি ভ্রিস
স্থাপত্যের জনকইমহোটেপ
ক্লাসিক্যাল মেকানিক্সের জনকআইজাক নিউটন
ভারতে রেডিও সায়েন্সের জনকজে সি বোস
বেসামরিক বিমান চলাচলের জনকজেআরডি টাটা (জাহাঙ্গীর রতনজি দাদাভয় টাটা)
এটম বোমার জনকজে. রবার্ট ওপেনহাইমার
আধুনিক ভূতত্ত্বের জনকজেমস হাটন
আমেরিকান সংবিধানের জনকজেমস ম্যাডিসন
ভূগোলের জনকজেমস রেনেল
আধুনিক শিক্ষার জনকজন আমোস কোমেনিয়াস
আধুনিক গণতন্ত্রের জনকজন লক
কৃত্রিম বুদ্ধিমত্তার জনকজন ম্যাককার্থি
রোবোটিক্সের জনকজোসেফ এফ এঙ্গেলবার্গার
বায়োটেকনোলজির জনককার্ল এরেকি
ব্লাড গ্রুপের জনককার্ল ল্যান্ডস্টেইনার
ব্যাকটিরিওলজির জনকলুই পাস্তুর
ভারতীয় ফিকোলজির জনক/ ভারতে অ্যালগোলজির জনকএমওপি আয়েঙ্গার (মান্দায়ম ওসুরি পার্থসারথি আয়েঙ্গার)
সবুজ বিপ্লবের জনকএমএস স্বামীনাথন (ভারত) বোরলাগ (বিশ্ব)
আধুনিক অর্থনীতির জনকপল স্যামুয়েলসন MGRanade (মহাদেব গোবিন্দ রানাডে) (ভারতীয় অর্থনীতির জনক)
জাতির পিতা (ভারত)মহাত্মা গান্ধী
আধুনিক অর্থনৈতিক সংস্কারের জনক (ভারত)মনমোহন সিং
পরমাণু বিজ্ঞানের জনকমেরি কুরি এবং পিয়েরে কুরি
মোবাইল ফোনের জনকমার্টিন কুপার
কোয়ান্টাম মেকানিক্সের জনকম্যাক্স প্লাঙ্ক
ইলেকট্রনিক্সের জনকমাইকেল ফ্যারাডে
কৃষক আন্দোলনের জনকএনজি রাঙ্গা (গোগিনেনি রাঙ্গা নয়ুকুলু)
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনকনিকোলো ম্যাকিয়াভেলি
আধুনিক জ্যোতির্বিদ্যার জনকনিকোলাস কোপার্নিকাস
সবুজ বিপ্লবের জনক/কৃষির জনকনরম্যান আর্নেস্ট বোরলাগ
নিউক্লিয়ার কেমিস্ট্রির জনকঅটো হ্যান
সাংস্কৃতিক ব্যাকরণের জনকপাণিনি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনকপল বার্গ
কৃষিবিদ্যার জনকপিটার-ডি-ক্রিসেনজি
আধুনিক ব্যবস্থাপনার জনকপিটার জর্জ ফার্ডিনান্ড ড্রাকার
টেলিভিশনের জনকফিলো ফার্নসওয়ার্থ
আধুনিক অলিম্পিকের জনকপিয়েরে ডি কুবার্টিন
আধুনিক দন্তচিকিৎসার জনকপিয়েরে ফাউচার্ড
ভাষাগত গণতন্ত্রের জনকপোট্টি শ্রীরামুলু
সংখ্যার পিতাপিথাগোরাস
আধুনিক ভারতের জনকরাজা রাম মোহন রায়
ভারতীয় পরিবেশবিদ্যার জনকরামদেও মিশ্র
ইমেইলের জনকরে টমলিনসন
দর্শনের জনকরেনে দেকার্ত
ন্যানো প্রযুক্তির জনকরিচার্ড স্মালি
সাইটোলজির জনকরবার্ট হুক
তাপগতিবিদ্যার জনকসাদি কার্নোট
ভারতের যোগাযোগ বিপ্লবের জনকস্যাম পিত্রোদা
নিউ ফ্রান্সের জনকস্যামুয়েল ডি চ্যাম্পলাইন
ভেটেরিনারি সায়েন্সের জনকশালিহোত্র (ভারত)
মনোবিশ্লেষণের জনকসিগমুন্ড ফ্রয়েড
প্লাস্টিক সার্জারির জনকস্যার হ্যারল্ড গিলিস
সিভিল ইঞ্জিনিয়ারিং এর জনকজন স্মেটন স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায় (ভারত)
বিমান বাহিনীর জনকসুব্রতো মুখার্জি (IAF)
সার্জারির জনকসুশ্রুত
উদ্ভিদবিদ্যার জনকথিওফ্রাস্টাস
এন্ডোক্রিনোলজির জনকটমাস অ্যাডিসন
শ্বেত বিপ্লবের জনকভার্গিস কুরিয়েন
স্পেস প্রোগ্রামের জনকবিক্রম সারাভাই
পেন্টিয়াম চিপের জনকবিনোদ ধাম
ইন্টারনেটের জনকভিন্ট সার্ফ
আমেরিকান ফুটবলের জনকওয়াল্টার চান্সি ক্যাম্প
গুগলের জনকসার্জেই বিন
মাইক্রোসফটের জনকবিল গেটস
মনোবিজ্ঞানের জনকউইলহেম ওয়ান্ডট
ফেসবুকের জনকমার্ক জুকারবার্গ
ব্লাড সার্কুলেশনের জনকউইলিয়াম হার্ভে
টুইটারের জনকজ্যাক ডোরসেই
বিভিন্ন ক্ষেত্রের জনক

 

প্রশ্ন উত্তরে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের জনক এর নাম

Join us on Telegram

১। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-  এরিস্টটল।

২। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।

৩। অর্থনীতির জনক কে?

উত্তরঃ- এডাম স্মিথ।

৪। আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তরঃ- পল স্যামুয়েলসন।

৫। সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- অগাস্ট  কোঁৎ।

৬। গণতন্ত্রের জনক কে?

উত্তরঃ- জন লক।

৭। অপরাধ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ল্যামব্রাসো।

৮। জীব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-এরিস্টটল

৯। প্রাণী বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল

১০। রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-জাবির ইবনে হাইয়ান

১১। পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন

১২। হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-লুকাপ্যাসিওলি

১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ইবনে সিনা

১৪। দর্শন শাস্ত্রের জনক কে?

উত্তরঃ-সক্রেটিস

১৫। ইতিহাসের জনক?

উত্তরঃ-হেরোডোটাস

১৬। ভূগোলের জনক কে?

উত্তরঃ- ইরাটস থেনিস

১৭। গণিতের জনক কে?

উত্তরঃ-আর্কিমিডিস

১৮। বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- থ্যালিস

১৯। মেডিসিনের জনক কে?

উত্তরঃ- হিপোক্রেটিস

২০। জ্যামিতির জনক কে?

উত্তরঃ-ইউক্লিড

২১। বীজ গণিতের জনক কে?

উত্তরঃ-আল -খাওয়ারেজমী

২২। জীবাণু বিদ্যার জনক কে?

উত্তরঃ- লুই পাস্তুর

২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?

উত্তরঃ- চার্লস ডারউইন

২৪। সনেটের জনক কে?

উত্তরঃ- পের্ত্রাক

২৫। বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।

২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?

উত্তরঃ- হার্বাট স্পেন্সর

২৭। বংশগতি বিদ্যার জনক কে?

উত্তরঃ-গ্রেডার জোহান মেনডেল

২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক  কে?

উত্তরঃ- কারোলাস লিনিয়াস

২৯। শরীর বিদ্যার জনক কে?

উত্তরঃ- উইলিয়াম হার্ভে

৩০। ক্যালকুলাসের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন

৩১। বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

৩২। বাংলা উপন্যাসের জনক কে?

উত্তরঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩৩। বাংলা নাটকের জনক কে?

উত্তরঃ-দীন বন্ধু মিত্র

৩৪। ইংরেজী কবিতার জনক কে?

উত্তরঃ-জিওফ্রে চসার

৩৪। মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-উইলহেম উন্ড

৩৫। বাংলা মুক্তক ছন্দের জনক কে?

উত্তরঃ-কাজী নজরুল ইসলাম

৩৬। বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ-হীরালাল সেন

৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

৩৮। আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ- জন ডাল্টন

৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-রজার বেকন

৪০। মুসলিম জাতির জনক কে?

উত্তরঃ- হযরত ইব্রাহীম (আ:)

৪১। বাংলা গজলের জনক কে?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।

৪২। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?

উত্তরঃ-ফ্রেডরিক উইনসল টেইলর।

৪৩।ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল।

৪৪। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?

জর্জ এলটন ম্যায়ো।

৪৫।আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ-ম্যাক্স ওয়েবার।

৪৬।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল।

৪৭। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

উত্তরঃ–জর্জ বার্নার্ড শ

৪৮।রুশসাহিত্যের জনক কে?

উত্তরঃ–ম্যাক্সিম গোর্কি

৪৯। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ–ল্যাভয়সিয়ে

৫০।পারমানবিক বোমার জনক কে?

উত্তরঃ–ওপেন হাইমার

৫১। তেজস্ক্রিয়তার জনক কে?

উত্তরঃ–হেনরি বেকরেল

৫২। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ–আলবার্ট আইনস্টাইন

৫৩। গতি বিদ্যার জনক কে?

উত্তরঃ–গ্যালিলিও

৫৪।হাইড্রোজেন বোমার জনক কে?

উত্তরঃ –অ্যাডওয়ার্ড টেলর

৫৫।কম্পিউটারের জনক কে?

উত্তরঃ–চার্লস ব্যাবেজ

৫৬।ই-মেইল এর জনক কে?

উত্তরঃ–রে টমলিনসন

৫৭।লেজার এর জনক কে?

উত্তরঃ–মেইম্যান

৫৮। www বা world wide web এর জনক কে?

উত্তরঃ–টিম বার্ণাস  লি

৫৯।হোমিও শাস্ত্রের জনক কে?

উত্তরঃ–ড.স্যামুয়েল হ্যানিম্যান

৬০।টেস্ট টিউব বেবির জনক কে?

উত্তরঃ–আর জে এডওয়ার্ড

৬১। অলিম্পিকের জনক কে?

উত্তরঃ–ব্যারন পিয়েরে দ্য কুবার্তে

৬২।সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ–অগাস্ট কোত্

৬৩। সমাজ কর্মের জনক কে?

উত্তরঃ–জন অ্যাডামস

৬৪।কমিউনিজমের জনক কে?

উত্তরঃ–কার্ল মার্কস

৬৫।ফ্যাসিজমের জনক কে?

উত্তরঃ–মুসোলীনি

৬৬। পরিসংখ্যানের জনক কে?

উত্তরঃ- রোনাল্ড আলমার ফিশার।

৬৭। বাংলাদেশের জনক কে?

উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৮।ইন্টারনেটের জনক কে?

উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ।

৬৯। মাইক্রোসফটের জনক কে?

উত্তরঃ- বিল গেটস।

৭০। মোবাইল ফোনের জনক কে?

উত্তরঃ- মার্টিন কুপার।

৭১। গুগলের জনক কে?

উত্তরঃ- সার্জেই বিন।

৭২। ফেসবুকের জনক কে?

উত্তরঃ- মার্ক জুকারবার্গ

৭৩। টুইটারের জনক কে?

উত্তরঃ- জ্যাক ডোরসেই।

৭৪। ভৌত বিজ্ঞানের জনক কে?

উঃ পদার্থবিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের জনক স্যার আইজ্যাক নিউটন। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের বা ভৌত বিজ্ঞানের জনক গ্যালিলিও।

৭৫। জীববিজ্ঞানের জনক কে?

উঃ অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়৷

আরও পড়ুনঃ

বিভিন্ন ক্ষেত্রের জনক PDF Download Section

বিভিন্ন ক্ষেত্রের জনক (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!