প্রয়োজনীয় কিছু অ্যাসিড, লবণ ও ক্ষারকের সংকেত PDF

পোস্টটি শেয়ার করুন
4.5/5 - (2 votes)

প্রয়োজনীয় কিছু অ্যাসিড, লবণ ও ক্ষারকের সংকেত

প্রয়োজনীয় কিছু অ্যাসিড , লবণ ও ক্ষারকের সংকেত গুলি জানার আগে আমরা কিছু বিষয়ের সংজ্ঞা গুলি জেনে নেবো। তাতে আপনাদের বিষয়গুলি বুঝতে সুবিধা হবে। 

১। পদার্থ কাকে বলে?

উত্তরঃ যার ভর আছে, যা কোন স্থান দখল করে অবস্থান করে এবং তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে।

২। প্রতীক কাকে বলে?

উত্তরঃ কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।

৩। সংকেত কাকে বলে?

উত্তরঃ মৌলিক বা যৌগিক পদার্থের অণু প্রতীকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাকে সংকেত বা আণবিক সংকেত বলে। যেমন- সালফিউরিক এসিড এর সংকেত H2SO4, নাইট্রিক এসিড এর সংকেত HNO3 ইত্যাদি

Join us on Telegram

৪। গাঠনিক সংকেত কাকে বলে?

উত্তরঃ কোন পদার্থের অণুকে প্রতীকের সাহায্যে রাসায়নিক বন্ধন দেখিয়ে যে সংকেত তৈরি করা হয় তাকে গাঠনিক সংকেত বলে।

[আরও পড়ুন- জেনে নিং জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা গুলি]

৫। যোজনী কাকে বলে?

উত্তরঃ কোন মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হবার সামর্থকে ঐ মৌলের যোজনী বলে।

৬। সক্রিয় যোজনী কাকে বলে?

উত্তরঃ কোন যৌগে মৌলের যে যোজনী ব্যবহৃত হয় তাকে ঐ মৌলের সক্রিয় যোজনী বলে।

৭। সুপ্ত যোজনী কাকে বলে?

উত্তরঃ মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে সুপ্ত যোজনী পাওয়া যায়।

৮। পূর্ণ যৌগ কাকে বলে?

উত্তরঃ সর্বোচ্চ যোজনী দিয়ে যৌগ গঠিত হলে তাকে পূর্ণ যৌগ বলে।

৯। অপূর্ণ যৌগ কাকে বলে?

উত্তরঃ সর্বোচ্চ যোজনী ছাড়া অন্য যোজনী দিয়ে যৌগ গঠিত হলে তাকে অপূর্ণ যৌগ বলে।

১০। মনোভ্যালেন্ট মৌল কাকে বলে?

উত্তরঃ যে সকল মৌলের যোজনী এক (১) ঐ সকল মৌলকে মনোভ্যালেন্ট মৌল বলে। যেমনঃ পটাসিয়াম।

‪❄ প্রয়োজনীয় কিছু অ্যাসিডের নাম ও সংকেত

  • হাইড্রো ক্লোরিক এসিড → HCl
  • সালফিউরিক এসিড → H2SO4
  • সালফিউরাস এসিড → H2SO3
  • ফসফরাস এসিড → H3PO3
  • ফসফরিক এসিড → H3PO4
  • কার্বনিক এসিড → H2CO3
  • ক্লোরিক এসিড → HClO3
  • পারক্লোরিক অ্যাসিড HClO4
  • নাইট্রাস এসিড → HNO2
  • নাইট্রিক এসিড → HNO3
  • পামিটিক এসিড → C15H31COOH
  • হাইপো ক্লোরাস এসিড → HClO
  • হাইড্রো ব্রোমিক এসিড → HBr
  • হাইড্রো আয়োডিক এসিড → HI
  • গুকোনিক এসিড → C6H12O7
  • স্টিয়ারিক এসিড → C17H35COOH
  • সাইট্রিক এসিড → C6H8O7 (লেবুর রসে থাকে)
  • টারটারিক এসিড → C4H6O6(তেঁতুলে থাকে)
  • অক্সালিক এসিড → HOOC – COOH
  • ফরমিক এসিড → HCOOH (পিঁপড়ার কামড়ে থাকে)
  • অ্যাসিটিক এসিড → CH3COOH (ভিনেগারের টক স্বাদ ও গন্ধের জন্য দায়ী)
  • হাইড্রোজোয়িক এসিড → N3H (ব্যতিক্রমি এসিড)
  • অলিক এসিড → C17H33COOH
  • সায়ানিক এসিড → HCNO

‪❄প্রয়োজনীয় কিছু ক্ষারকের নাম ও সংকেতঃ-

  • ক্যালসিয়াম অক্সাইড → CaO
  • পটাসিয়াম হাইডক্সাইড →KOH
  • ক্যালসিয়াম হাইডক্সাইড →Ca(OH)2
  • সোডিয়াম অক্সাইড → Na2O
  • সোডিয়াম হাইডক্সাইড → NaOH
  • অ্যামোনিয়াম হাইডক্সাইড →NH4OH

❄প্রয়োজনীয় কিছু লবণের নাম ও সংকেতঃ-

  • সোডিয়াম কোরাইড (খাদ্য লবণ) →NaCl
  • অ্যামোনিয়াম কোরাইড (নিশাদল) →NH4Cl
  • পটাসিয়াম কোরাইড →KCl
  • গোল্ড কোরাইড →AuCl3
  • পটাসিয়াম কোরাইড →KCl
  • কপার সালফেট (তুঁতে) →CuSO4
  • পটাসিয়াম সালফেট →K2SO4
  • পটাসিয়াম নাইট্রেট →KNO3
  • ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) →CaCO3
  • সোডিয়াম সালফেট →Na2SO4
  • পটাসিয়াম ফেরোসায়ানাইড →K4[Fe(CN6)]
  • অ্যামোনিয়াম ফসফেট →(NH4)3PO4
  • জিপসাম →2H2O
  • গ্লুবার সল্ট →10H2O
  • জিঙ্ক সালফেট →ZnSO4

PDF-ডাউনলোড করুণ

প্রয়োজনীয় কিছু অ্যাসিড পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “প্রয়োজনীয় কিছু অ্যাসিড, লবণ ও ক্ষারকের সংকেত PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!