বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF | সি জি এস ও এস আই পদ্ধতি
বিভিন্ন ভৌত রাশির একক তালিকা
বিভিন্ন ভৌত রাশির একক তালিকা : আন্তর্জাতিক একক পদ্ধতি সংক্ষেপে এস.আই. একক নামে পরিচিত। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনন্দিন জীবনে ব্যবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত একক পদ্ধতি। ১৯৬০ সালে SI একক অর্থাৎ মিটার-কিলোগ্রাম-সেকেন্ড (MKS) পদ্ধতি, সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়।
এই তালিকাটি চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। পোস্টের শেষে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।
ভৌত বিজ্ঞানের আরও কিছু পোস্ট-
- নিউটনের তিনটি গতিসূত্র ও ব্যাখ্যা PDF
- প্রয়োজনীয় কিছু অ্যাসিড, লবণ ও ক্ষারকের সংকেত
- ১০০+ বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক এবং সাল ও দেশ
# | ভৌত রাশি | এস আই (SI) একক | সিজিএস (CGS) একক |
---|---|---|---|
1. | দৈর্ঘ্য /দূরত্ব | মিটার | সেন্টিমিটার |
2. | ক্ষেত্রফল | বর্গমিটার | বর্গ সেন্টিমিটার |
3. | আয়তন | ঘনমিটার ঘন | সেন্টিমিটার |
4. | আধান | কুলম্ব | ষ্ট্যাটকুলম্ব/ফ্র্যাঙ্কলিন |
5. | ভর | কিলোগ্রাম | গ্রাম |
6. | ঘাত | নিউটন/সেকেন্ড | ডাইন/সেকেন্ড |
7. | বেগ | মিটার/সেকেন্ড | সেন্টি মিটার/সেকেন্ড |
8. | ত্বরণ | মিটার/ সেকেন্ড2 | সেন্টিমিটার/সেকেন্ড2 |
9. | চাপ | পাসকাল বা নিউটন/মি2 | ডাইন/মি2 |
10. | ঘনত্ব | কিলোগ্রাম/মিটার3 | গ্রাম/সেন্টিমিটার3 |
11. | বল | নিউটন | ডাইন |
12. | ক্ষমতা | ওয়াট বা জুল/সেকেন্ড | আর্গ/ সেকেন্ড |
13. | শক্তি বা কার্য | জুল | আর্গ |
14. | তড়িৎ আধান | কূলম্ব | – |
15. | জলসম | কিলোগ্রাম | গ্রাম |
16. | রোধ | – | ওহম |
17. | সরণ | মিটার | সেন্টিমিটার |
18. | রোধাঙ্ক | ওহম-মিটার | ওহম-সেমি |
19. | তড়িৎ বিভব | – | ভোল্ট |
20. | লীনতাপ | জুল/কিলোগ্রাম | ক্যালোরি/গ্রাম |
21. | কম্পাঙ্ক | – | হার্জ |
22. | তড়িৎ প্রবাহ | – | অ্যাম্পিয়ার |
23. | উষ্ণতা | সেলসিয়াস | কেলভিন |
24. | তাপ | জুল | ক্যালরি |