30+ বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF FREE | সি জি এস ও এস আই পদ্ধতি

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা

বিভিন্ন ভৌত রাশির একক তালিকা : আন্তর্জাতিক একক পদ্ধতি সংক্ষেপে এস.আই. একক নামে পরিচিত। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনন্দিন জীবনে ব্যবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত একক পদ্ধতি। ১৯৬০ সালে SI একক অর্থাৎ মিটার-কিলোগ্রাম-সেকেন্ড (MKS) পদ্ধতি, সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়।

এই তালিকাটি চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। পোস্টের শেষে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।


একক (Units) কি?

যে কোনো ভৌত রাশিকে সঠিকভাবে পরিমাপ করার জন্য সমজাতীয় রাশির একটি সুবিধাজনক, নির্ভুল এবং নির্দিষ্ট পরিমান কে প্রমান মান ধরে ওই ভৌত রাশিটি প্রমান মানের কতগুণ তা পরিমাপ করা হয়। ওই প্রমান মানকে ওই ভৌত রাশিটির একক বলা হয়।

রাশি কাকে বলে?

ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলে রাশি

Join us on Telegram

রাশির প্রকারভেদ বা রাশি কত প্রকার

অভিমুখ নির্দেশ অনুসারে মূলত রাশি দুই প্রকার। ১. স্কেলার রাশি ও ২. ভেক্টর রাশি

স্কেলার রাশি কাকে বলে?

যেসব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোন অভিমুখ নেই তাদেরকে আমরা স্কেলার রাশি বা দিকহীন বলি । যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, ক্ষেত্রফল, দ্রুতি, সময় ইত্যাদি কারণ এদের শুধুমাত্র মান আছে কিন্তু কোন অভিমুখ নেই।

ভেক্টর রাশি

যেসব রাশির মান এবং দিক দুটোই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে । যেমন ওজন, বেগত্বরন, বল, সরণ ইত্যাদি

ভৌত রাশি কাকে বলে?

এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যাই তাই রাশি। এই পরিমাপ যোগ্য রাশিগুলোকেই বলা হয় ভৌত রাশি। উদাহরণ : দৈর্ঘ্য, ভর, সময়, গতিবেগ, ত্বরন, সরণ, ওজন ইত্যাদি হল ভৌত রাশির উদাহরণ।

পরিমাপের একক কাকে বলে

কোন একটির ভৌত রাশির একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ রাশি ধরে, প্রদত্ত রাশিটির পরিমাণ, এই প্রমাণ মানের কতগুণ হয় হিসাব করে, ওই জাতীয় সব রাশির পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট প্রমাণ রাশিকে পরিমাপের একক বলে।

ভৌত রাশিকে পরিমাপ করতে হলে নির্দিষ্ট এককের প্রয়োজনীয়তা আছে। কারন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে একক-বিহীন সংখ্যা অর্থহীন হতে পারে। প্রত্যেক ভৌত বা প্রাকৃতিক রাশি সঠিক পরিমাপের জন্য একটি এককের প্রয়োজন। এককহীন পরিমাপের কোন মানে হয় না। একক না থাকলে কোন রাশি পরিমাপ করা যায় না। ভৌত রাশি পরিমাপের দুটি অংশ প্রথমটি হল সংখ্যা এবং দ্বিতীয়টি হলো একক।

বিভিন্ন ভৌতরাশির এককগুলি পরম্পর আলাদা হয়। কিন্তু এই অসংখ্য ভৌতরাশির এককণুলিকে মাত্র তিনটি রাশির এককের সাহায্যে প্রকাশ করা যায়। এই রাশি তিনটি হল দৈর্ঘ্য, ভর ও সময়।

একক কত প্রকার ও কি কি

১.মৌলিক বা প্রাথমিক একক এবং ২. লব্ধ একক বা যৌগিক একক

মৌলিক একক কি বা কাকে বলে?

দৈর্ঘ্য ভর এবং সময় এই তিনটি রাশির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং এই তিনটি রাশির একক থেকে অন্যান্য সমস্ত রাশির একক গঠন করা যায় এদেরকে মৌলিক বা মূল বা প্রাথমিক একক বলে।

বর্তমানে সারা পৃথিবীতে পরিমাপের আন্তর্জাতিক একক পদ্ধতি (Intenational System of Units) বা S.I. একের ব্যাপক প্রচলন ঘটেছে।

লব্ধ বা যৌগিক একক কি বা কাকে বলে?

অন্যান্য রাশির একক যা এক বা একাধিক মৌলিকের সাহায্যে গঠন করা যায় তাদেরকে লব্ধ একক বলে। যেমন- আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একটি ভৌত রাশি। ক্ষেত্রফল= দৈর্ঘ্য ×প্রস্থ । ক্ষেত্রফল এবং আয়তনের একক হল লব্ধ একক।

এককের বিভিন্ন পদ্ধতি কি কি?

১. সি জি এস পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি বা C.G.S. পদ্ধতি- C.G.S. পদ্ধতিতে C অক্ষরটি সেন্টিমিটার G অক্ষরটি গ্রাম এবং S অক্ষর সেকেন্ড বোঝায় । একে সংক্ষেপে সি-জি-এস (C.G.S.) বা মেট্রিক পদ্ধতি বলে। মেট্রিক পদ্ধতিতে দৈর্য্য এবং ভরের এককের ভগ্মাংশ এবং গুণিতাংশগুলাে একে অন্যের সঙ্গে দশ বা দশের বিভিন্ন ধাত (power) দ্বারা সম্বন্ধযুক্ত । এই কারণে পদ্ধতিটিকে দশমিক পদ্ধতি বলা হয়।

২. FPS পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি- F অক্ষরটি ফূট P অক্ষরটি পাউন্ড এবং S অক্ষর টি সেকেন্ড বোঝায়। পূর্বে ব্রিটিশ কমনওয়েলথ দেশগুলিতে এই পদ্ধতি প্রচলিত ছিল। একে সংক্ষেপে এফ পি এস. (F.P.S.) বা ব্রিটিশ পদ্ধতি বলা হত।

৩. এম কে এস পদ্ধতি- M অক্ষরটি মিটার K অক্ষরটি কিলোগ্রাম এবং S অক্ষর টি সেকেন্ড বোঝায়। বর্তমানে সারা বিশ্বে এম কে এস পদ্ধতিকেই আন্তর্জাতিক একক এসআই ইউনিট পদ্ধতির স্বীকার করা হয়েছে। 1964 সালে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক কমিটি এককের এই পদ্ধতিটি অনুমােদন করেন। এম-কে-এস. পদ্ধতি প্রকৃতপক্ষে দৈর্ঘ্য, ভর ও সময়ের এককের আন্তর্জাতিক পদ্ধতি।

৪. আন্তর্জাতিক একক বা এস-আই পদ্ধতি- আন্তর্জাতিক সংস্থা 1960 সালে এই পদ্ধতির প্রবর্তন করেন। এই পদ্ধতিতে এম.কে.এস. পদ্ধতির মৌলিক এককগুলির সঙ্গে আরও তিনটি রাশির একককে নেওয়া হয়েছে। এখানে দৈর্ঘ্য, ভর, সময়, তডিৎপ্রবাহ, উষ্ণতা ও আলােক দীপ্তির মৌলিক এককগুলি হল যথাক্রমে মিটার, কিলােগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন ও ক্যান্ডেলা । 


ভৌত বিজ্ঞানের আরও কিছু পোস্ট-

# ভৌত রাশি এস আই (SI) একক সিজিএস (CGS) একক
1. দৈর্ঘ্য /দূরত্ব মিটার সেন্টিমিটার
2. ক্ষেত্রফল বর্গমিটার বর্গ সেন্টিমিটার
3. আয়তন ঘনমিটার ঘন সেন্টিমিটার
4. আধান কুলম্ব ষ্ট্যাটকুলম্ব/ফ্র্যাঙ্কলিন
5. ভর কিলোগ্রাম গ্রাম
6. ঘাত নিউটন/সেকেন্ড ডাইন/সেকেন্ড
7. বেগ মিটার/সেকেন্ড সেন্টি মিটার/সেকেন্ড
8. ত্বরণ মিটার/ সেকেন্ড2 সেন্টিমিটার/সেকেন্ড2
9. চাপ পাসকাল বা নিউটন/মি2 ডাইন/মি2
10. ঘনত্ব কিলোগ্রাম/মিটার3 গ্রাম/সেন্টিমিটার3
11. বল নিউটন ডাইন
12. ক্ষমতা ওয়াট বা জুল/সেকেন্ড আর্গ/ সেকেন্ড
13. শক্তি বা কার্য জুল আর্গ
14. তড়িৎ আধান কূলম্ব
15. জলসম কিলোগ্রাম গ্রাম
16. রোধ ওহম
17. সরণ মিটার সেন্টিমিটার
18. রোধাঙ্ক ওহম-মিটার ওহম-সেমি
19. তড়িৎ বিভব ভোল্ট
20. লীনতাপ জুল/কিলোগ্রাম ক্যালোরি/গ্রাম
21. কম্পাঙ্ক হার্জ
22. তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার
23. উষ্ণতা সেলসিয়াস কেলভিন
24. তাপ জুল ক্যালরি

List of Units of Measurement in Physics PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “30+ বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF FREE | সি জি এস ও এস আই পদ্ধতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!