ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | ষষ্ঠ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | ষষ্ঠ পর্ব

পঞ্চম পর্বের পর……….

হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এবং অনেকে পুড়ন করে দিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় রেলের ষষ্ঠ পর্ব-

বিঃ দ্রঃ- আপনাদের সুবিধার্থে স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের সাইট থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করেনিতে পারবেন। পঞ্চম পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন

Join us on Telegram

এর আগে আমরা গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

১. কোথায় ইউনাইটেড নেশনের ১৩তম গ্লোবাল ওয়াইল্ড লাইফ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে?

অ) ভারতে

আ) ফিলিপিনসে

ই) ইন্দোনেশিয়া

ঈ) মায়ানমারে

বিগ ব্যাং ও ব্ল্যাক হোলের প্রবক্তা ‘স্টিফেন হকিং’ এর জীবনী পড়ার জন্য এখানে ক্লিক করুন

২. পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত?

অ) মৎস শিল্প

আ) রেল জাংশন

ই) জেলার সদর

ঈ) স্বাস্থ্যকর স্থান

৩. নিউট্রনের আবিষ্কারক কে?

অ) রাদারফোর্ড

আ) লেনার্ড

ই) স্যাডউইক

ঈ) ডালটন

৪. কোনো একটি সাংকেতিক ভাষায় ৫৮৩ এর অর্থ হল ‘আকাশ হয় নীল’ ৫৮৪ এর অর্থ হল ‘নীল হয় ভালো’, ৬৩৯ এর অর্থ হল ‘আকাশে তারা আছে। আকাশের সংকেত কী হবে?

অ) ৩

আ) ৬

ই) ৮

ঈ) ৪

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৫. ab____bab___ba___cb___bcb

অ) ccab

আ) ccaa

ই) ccac

ঈ) ccba

৬. কোনো ত্রিভুজের ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব ৮ সেমি, ৬ সেমি ও ৪ সেমি হলে মধ্যমা তিনটির দৈর্ঘ্য যথাক্রমে কত?

অ) ১২, ৬, ৯

আ) ৪, ৩, ২

ই) ১২, ৯, ৬

ঈ) কোনটি নয়

৭. কোনো আয়তকাক্ষেত্রের একটি বাহু ৮ মিটার এবং কর্নের দৈর্ঘ্য ১৭ মিটার হলে, একটি ক্ষেত্রফল কত হএ?

অ) ১৩৬ বর্গমিটার

আ) ৬৮ বর্গমিটার

ই) ১০২ বর্গমিটার

ঈ) ১২০ বর্গমিটার

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

৮. একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ৮৬৪ বর্গসেমি। তবে ঘনকের আয়তন কত?

অ) ১৭২৮ ঘনসেমি

আ) ১৬২৪ ঘনসেমি

ই) ১৪৪৪ ঘনসেমি

ঈ) ১৬৮৪ ঘনসেমি

৯. ভারতের কোন্‌ অঞ্চলটি জৈববৈচিত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ?

অ) পূর্ব হিমালয়

আ) পূর্বঘাট

ই) পাঁচমারি পর্বত

ঈ) কাশ্মীর উপত্যকা

১০. ভারতে ১৮ বছর বয়স হওয়া সত্ত্বেও কারা ভোট দিতে পারেনা?

অ) অশিক্ষিত ব্যক্তিরা

আ) নির্লিপ্ত ব্যক্তিরা

ই) অসম্পূর্ণ ব্যক্তিরা

ঈ) গুরুতর অপরাধে দন্ডিত ব্যাক্তিরা

১১. ভারতের কোন্‌ অংশ তুলা চাষের জন্য বিখ্যাত?

অ) ব্রম্ভ্রপুত্র উপত্যকা

আ) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি

ই) দাক্ষিণাত্যের ভালা গঠিত অঞ্চল

ঈ) কচ্ছের রান অঞ্চল

১২. পশ্চিমবঙ্গের কোন জেলা বাগিচা কৃষিকাজের জন্য বিখ্যাত?

অ) কালিংপঙ

আ) মালদা

ই) হুগলি

ঈ) বাঁকুড়া

১৩. সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়-

অ) সাইটোসলে

আ) ক্লোরোপ্লাস্টের গ্রানায়

ই) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

ঈ) রাইবোজোমে

১৪. ক, খ কে ৫০০০ টাকা ২ বছরের জন্য এবং গ-কে ৩০০০ টাকা ৪ বছরের জন্য একই সুদের হারে ধার দিল। ক মোট ২২০০ টাকা আয় করলে সুদের হার কত?

অ) ৭%

আ) ৫%

ই) ৭ %

ঈ) ১০%

১৫. ব্রিটিশরা নিচের কোন্‌ স্থানে কারখানা নির্মানের জন্য অনুমতি পেয়েছিল?

অ) বোম্বাই

আ) মাদ্রাজ

ই) সুরাট

ঈ) কলকাতা

উত্তর

১/অ, ২/আ, ৩/ই, ৪/অ, ৫/ঈ, ৬/গ, ৭/ঈ, ৮/অ, ৯/অ, ১০/ঈ, ১১/ই, ১২/অ, ১৩/আ, ১৪/ঈ, ১৫/ই

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!