ভারতের বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা PDF Download

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভারতীয় ইতিহাসের অংশ হিসাবে বিভিন্ন রাজা ও তাঁর সভাকবিদের তালিকা থেকে প্রশ্ন এসে থাকে। আপনাদের সুবিধার্থে বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা PDFList of Court poets of different kings in Indian History in Bengali PDF টি আপনাদের মাঝে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে প্রদান করছি| এই তালিকাতে ৩৪টি রাজা ও সভাকবির নাম দেওয়া রয়েছে। যদি এই তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নিতে পারেন, তাহলে পরীক্ষায় আসা প্রশ্নের সঠিক উত্তর সহজেই দিতে পারবে্ন। পিডিএফ টি পোস্টের শেষের অংশে পেয়ে যাবেন


আরও পড়ুন


List of Court poets of different kings in Indian History


 

Join us on Telegram
ক্র. ন. রাজার নাম সভাকবির নাম
১. লক্ষ্মন সেন জয়দেব, হলায়ূধ, ধোয়ী
২. কৃষ্ণদেব রায় আল্লাসানি পেদ্দান
৩. সমুদ্রগুপ্ত হরিষেন
৪. নরসিংহ দেব হলধর মিশ্র
৫. দ্বিতীয় পুলকেশী রবিকীর্তি
৬. বালিয়ার সিং গঙ্গাধর মিশ্র
৭. ছুটি খাঁ শিকর নন্দী
৮. আকবর আবুল ফজল
৯. আলাউদ্দিন খলজি আমির খসরু
১০. মহঃ গজনী অলবিরুনী
১১. দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য কালিদাস
১২. যশোবর্ধন ভবভূতি
১৩. দ্বিতীয় পৃথ্বীরাজ সোমদেব
১৪. হর্ষবর্ধন বানভট্ট
১৫. কনিষ্ক নাগার্জুন, অশ্বঘোষ
১৬. মদন পাল সন্ধ্যাকর নন্দী
১৭. পরাগল খাঁ কবীন্দ্র পরমেশ্বর
১৮. যশোবর্ধন বারুপতি
১৯. কুতুবুদ্দিন আইবক হারুন নিজমি
২০. ফিরোজ তুঘলক জিয়াউদ্দিন বরণী
২১. চোলরাজ কামবন
২২. পৃথ্বীরাজ চৌহান চাঁদ বরদই
২৩. আলাউদ্দিন খলজি মীরা হাসান দেহলভি
২৪. শিবাজী পরমানন্দ
২৫. দ্বিতীয় চন্দ্রগুপ্ত অমর সিংহ
২৬. মহিপাল রাজশেখর
২৭. শাহজাহান আব্দুল হামিদ
২৮. শাহজাহান জগন্নাথ পন্ডিত
২৯. শাহজাহান লাহরী
৩০. কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেন
৩১. সাতবাহন রাজা হলা গুণধ্যায়
৩২. সিংহ বিষ্ণু ভারতী
৩৩. অমোঘবর্ষ মহাবীরাচার্য
৩৪. সুলতান মামুদ ফিরদৌস

আরও পড়ুন


⇒ বিভিন্ন রাজার সভাকবি নামের তালিকা PDF Download


রাজার সভাকবি, রাজা ও তাদের রাজধানী তালিকা PDF, সভাকবি ও তাদের পৃষ্টপোষক রাজা, রাজা ও তাদের সভাকবি তালিকা PDF, বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!