ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান , প্রতিষ্ঠাতা, সাল তালিকা PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান

আজ আমরা তোমাদের সাথে ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান , প্রতিষ্ঠাতা, সাল তালিকা PDF আকারে উপস্থাপন করবো। এই পিডিএফ টি তে ২৪টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতার তালিকা পেয়ে যাবে। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিডিএফ টি সম্পূর্ণ বিনামূল্য এবং এই পোস্টের শেষে ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন।


আরও পড়ুন


Important Educational Institutions and their Founders

ক্র. ন. শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠাতা সাল
১. কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস ১৭৮১ (মতান্তরে ১৭৮০)
২. এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স ১ জানুয়ারি ১৭৮৪
৩. বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান ১৭৯১
৪. শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি ১০ জানুয়ারি ১৮০০
৫. ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি ১০ জুলাই ১৮০০
৬. হিন্দু কলেজ ডেভিড হেয়ার ২০ জানুয়ারি ১৮১৭
৭. স্কুল বুক অফ সোসাইটি ডেভিড হেয়ার ৪ জুলাই ১৮১৭
৮. অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায় ১৮২২
৯. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও ১৮২৮
১০. স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ ১৮৩০
১১. কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেণ্টিঙ্ক ২৮ জানুয়ারি ১৮৩৫
১২. তত্ত্ববোধিনী পাঠশালা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ১৩ জুন ১৮৪০
১৩. বেথুন কলেজ (বাংলার ইতিহাসে প্রথম মহিলা কলেজ) জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন ১৮৪৯
১৪. কলকাতা বিশ্ববিদ্যালয় চার্লস উড ২৪ জানুয়ারি ১৮৫৭
১৫. মাদ্রাজ বিশ্ববিদ্যালয় চার্লস উড ৫ সেপ্টেম্বর ১৮৫৭
১৬. মুম্বাই (বম্বে) বিশ্ববিদ্যালয় চার্লস উড ১৮ জুলাই ১৮৫৭
১৭. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সৈয়দ আহমেদ খাঁন ১৮৭৫
১৮. দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ লালা হংসরাজ ১ জুন ১৮৮৬
১৯. ন্যাশনাল এডুকেশন কাউন্সিল সতীশ চন্দ্র মুখার্জী ১৯০৬
২০. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারকনাথ পালিত ২৫ শে জুলাই ১৯০৬
২১. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদনমোহন মালব্য ৪ ফেব্রুয়ারি ১৯১৬
২২. SNDT Women’s University (ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়) ধন্দ কেশব কার্ভে ২ জুলাই ১৯১৬
২৩. বসু বিজ্ঞান মন্দির আচার্য জগদীশচন্দ্র বসু ৩০ নভেম্বর ১৯১৭
২৪. বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১

আরও পড়ুন

Join us on Telegram

⇒ ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা PDF Download

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!