সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান PDF আবিস্কারকাল ও আবিস্কারক তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান PDF

সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান PDF : সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা। এটি মেসােপটেমিয়া ও মিশরের চেয়েও বড়াে সভ্যতা এর বিস্তৃতি ছিল ১.৩ মিলিয়ন বর্গ কিমি.। ২৫০টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। ২৮০০টি স্থান চিহ্নিত করা হয়েছে। এটি উত্তরে মান্দা (জম্মু ও কাশ্মীর) থেকে দক্ষিণের ডিমাবাদ (মহারাষ্ট্র), পশ্চিমে সুদকাজেন্দার (পাকিস্তান ও ইরান বর্ডার) থেকে পূর্বে আলমগীরপুর (উত্তরপ্রদেশ) পর্যন্ত বিস্তৃত।

জন মার্শালের মতে সিন্ধু সভ্যতার সময়কাল হল ৩২৫০ থেকে ২৭৫০ খ্রিস্টাপূর্বাব্দ। জন মার্শাল প্রথম সিন্ধুসভ্যতা কথাটি ব্যবহার করেন এবং তিনি প্রথম সভ্যতার কালসীমা পরিমাপ করেন ১৯৩১ খ্রিস্টাব্দে। সিন্ধুসভ্যতায় প্রাপ্ত শীলমােহর থেকে অনুমান করা হয় সিন্ধু সভ্যতার সময়কাল হল ২৩৫০ থেকে ১৭৭০ খ্রিস্টপূর্বাব্দ। অধিকাংশ ঐতিহাসিকরা মনে করেন সিন্ধু সভ্যতার প্রকৃত সময়সীমা হল ৩০০০ খ্রিস্টাপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্ট পূর্বাব্দ। ১৯৫৬ খ্রিস্টাব্দে ওয়াল্টার ফায়ার সার্ভিস কোয়েট্টা উপত্যকা খনন করে প্রাপ্ত শীলমােহর থেকে প্রমাণ করেন সিন্ধু সভ্যতার সময়সীমা ২০০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ। ১৯৬৪ খ্রিস্টাব্দে ঐতিহাসিক ডি পি আগরওয়াল বলেন যে সিন্ধু সভ্যতার সময়সীমা হল ২৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ। হুইলার, সি. জে. গ্যাড এবং ব্যসামের মতে ২৫০০ থেকে ১৫০০ খ্রিস্ট পূর্বের মধ্যে।

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান, আবিস্কারকাল ও আবিস্কারক তালিকা PDF টি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করছি | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন আসে | তালিকাটি খুব ভালো করে পড়ে মনে রেখে দিন। পিডিএফ টি পোস্টের শেষে দেওয়া হল ডাউনলোড করে নিন।


আরও পড়ুন

ক্র. ন.শহরঅবস্থাননদীআবিস্কারকারকআবিস্কারকাল (খ্রীঃ)
হরপ্পাপাকিস্কানের পঞ্জাবের মন্টোগোমারী জেলারাভিদয়ারাম সাহানী১৯২১
মহেঞ্জোদারোলাহোরের লারকানা অঞ্চলেসিন্ধুরাখালদাস বন্দ্যোপাধ্যায়১৯২২
লোথালসারাঙ্গা জেলা (গুজরাট)ভোগাভাএস.আর.রাও১৯৫৪
কালিবঙ্গানহনুমানগড় (রাজস্থান)ঘর্ঘরএ. ঘোষ১৯৫৩
চানহুদারোসরকন্দ (সিন্ধু প্রদেশ)সিন্ধুএম জি মজুমদার১৯৩১
সুক্তাজেন্দোরমাকরাণ উপকূল (বালুচিস্তান, পাকিস্তান)দাস্তআর এল স্টাইন১৯২৭
বনওয়ালীহিসার জেলাতে (হরিয়ানা)সরস্বতীআর.এস. বিস্ত১৯৭৩
রংপুরগুজরাটMahar riverএম.এস ভাটস১৯৩১
সুরকোটডাকচ্ছ (গুজরাট)সবরমতি ও ভোগাবোজগপত যোশী১৯৬৪
১০কোটদিজিসিন্ধু (পাকিস্তান)সিন্ধুঘুরি১৯৩৫
১১রোপারপাঞ্জাব (ভারত)শতদ্রুওয়াই.ডি.শর্মা১৯৫৩
১২আলমগীরপুরমীরাট জেলা (উত্তরপ্রদেশ)হিন্দনওয়াই.ডি.শর্মা১৯৫৯
১৩ধোলাভীরাকচ্ছ (গুজরাট)লুনিজে.পি.জোশী১৯৬৭
১৪বালাকোটলাসবেলা (করাচী)-জর্জ এফ. দালেস১৯৭৯
১৫দেশালপুরভূজ অঞ্চল (গুজরাট)ভাদরপি.পি.পান্ডে এবং এম. কে. ধাকি
১৬মেহেরগড় সভ্যতাবালুচিস্তানJean-François Jarrige and Catherine Jarrige১৯৭৪
১৭রাখিগ্রহীহিসার জেলাতে (হরিয়ানা)ঘর্ঘরবসন্ত সিঁদে১৯৬৩
১৮আলমুরাদদাদু অঞ্চলে (সিন্ধু)-এন. জি. মজুমদার-

আরও পড়ুন

⇒ সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান PDF Download

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান PDF আবিস্কারকাল ও আবিস্কারক তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!