WB HS Geography Question Paper 2019 PDF | উচ্চমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্ন উত্তর
সকল উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাই। তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করা খুবই জরুরী। তাই আমরা উচ্চমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্ন উত্তর (WB HS Geography Question Paper 2019 with Answer in Bengali) করে তোমাদের প্রদান করলাম।
এখান থেকে তোমরা উচ্চমাধ্যমিক ২০১৯ ভূগোল (Higher Secondary Geography 2019 PDF) বিষয়ের প্রস্তুতি নিতে পারবে। এছাড়াও আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার ভূগোলের সাজেশন (HS Geography Suggestion PDF) হিসাবেও এগুলিকে ব্যবহার করতে পারবে।
WB HS Geography Question Paper 2019 PDF
1 a) কার্স্ট অঞ্চলে ‘ডোলাইন’ ও ‘পাতন প্রস্তর’ (dripstone) কীভাবে সৃষ্টি হয়, তা চিত্রসহ ব্যাখ্যা করো। রিয়া উপকূল কাকে বলে? (উত্তর দেখার জন্য এখানে ক্লিক করো)
Part – B
1 প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1×21 = 21
(i) ‘গ্রেড’ শব্দটি প্রথম ব্যবহার করেন
(a) জি. কে. গিলবার্ট
(b) ডব্লিউ. ডি. থর্নবেরী
(c) আর্থার হোমস্
(d) ডব্লিউ. এম. ডেভিস
উ: জি. কে. গিলবার্ট
(ii) অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে
(a) সহজাত জল
(b) উৎস্যন্দ জল
(c) ভাদোস জল
(d) আবহিক জল
উ: (b) উৎস্যন্দ জল
(iii) ‘গ্রেট ব্যারিয়ার রীফ’ দেখা যায়
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে
(b) এশিয়ার উপকূলের কাছে
(c) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে
(d) দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে
উ : অস্ট্রেলিয়ার উপকূলের কাছে
(iv) ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায়, সেটি হল
(a) কালাহারি মরুভূমি
(b) গাঙ্গেয় সমভূমি
(c) ডেকান ট্রাপ অঞ্চল
(d) আমাজন নদীর অববাহিকা
উ : কালাহারি মরুভূমি
(v) গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল
(a) সমান্তরাল জলনির্গম প্রণালী
(b) হেরিংবোন জলনির্গম প্রণালী
(c) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী
(d) পিনেট জলনির্গম প্রণালী
উ : কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী
(vi) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল
(a) শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
(b) বার্ষিক উষ্ণতার প্রসার বেশী
(c) শীতকালে তুষারপাত হয় অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়
(d) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়
উঃ (d) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়
(vii) অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল
(a) অক্সিসল
(b) আল্টিসল
(c) অ্যাফিসল
(d) অ্যাণ্ডিসল
উ : অ্যাণ্ডিসল
(viii)হিউমাস-সমৃদ্ধ মাটির রং হয়
(a) লালচে
(b) কালো
(c) ধূসর
(d) সাদাটে
উ: কালো
(ix) যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, তার নাম
(a) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল
(b) মৌসুমী জলবায়ু অঞ্চল
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(d) তুন্দ্ৰা জলবায়ু অঞ্চল
উ : ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল
(x) মৌসুমী বায়ু হল এক প্রকারের
(a) স্থানীয় বায়ু
(b) সাময়িক বায়ু
(c) নিয়ত বায়ু
(d) অনিয়মিত বায়ু
উ: সাময়িক বায়ু
(xi) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল
(a) হোগলা
(b) পদ্ম
(c) শালুক
(d) কচুরীপানা
উ: কচুরীপানা
(xii) অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল
(a) ভূমিকম্প
(b) বন্যা
(c) হিমানী-সম্প্রপাত
(d) দাবানল
উ : হিমানী-সম্প্রপাত
(xiii) ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর জনক হলেন
(a) নরম্যান বোরলগ
(b) রোনাল্ড রস
(d) ডঃ ভার্গিস কুরিয়েন
(c) এম. এস. স্বামীনাথন
উ : ডঃ ভার্গিস কুরিয়েন
(xiv) মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল, তা হল
(a) আর্দ্র কৃষি
(b) শুষ্ক কৃষি
(c) স্থানান্তর কৃষি
(d) বাণিজ্যিক কৃষি
উঃ শুষ্ক কৃষি
(xv) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়
(a) রিষড়ায়
(c) শ্রীরামপুরে
(b) ব্যান্ডেলে
(d) টিটাগড়ে
উ : রিষড়ায়
(xvi) ‘শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব’-টির প্রবর্তক হলেন
(a) অগাস্ট লশ
(c) জর্জ রেনার
(b) আলফ্রেড ওয়েবার
(d) ই. ডব্লিউ. জিমারম্যান
উ: আলফ্রেড ওয়েবার
(xvii) ‘পেশাদার পরামর্শদান’ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ, তা হল
(a) টার্সিয়ারী ক্রিয়াকলাপ
(b) কোয়াটারনারী ক্রিয়াকলাপ
(c) কুইনারী ক্রিয়াকলাপ
(d) এগুলির কোনোটিই নয়
উ: কুইনারী ক্রিয়াকলাপ
(xviii) ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি ‘সোনালী চতুর্ভুজ’ দ্বারা যুক্ত ?
(a) দিল্লী-মুম্বাই-কলকাতা-বেঙ্গালুরু
(b) দিল্লী-মুম্বাই-হায়দ্রাবাদ-কলকাতা
(c) দিল্লী-মুম্বাই চেন্নাই-কলকাতা
(d) পোরবন্দর-দিল্লী-কলকাতা-চেন্নাই
উ : দিল্লী-মুম্বাই-চেন্নাই-কলকাতা
(xix) ২০১১ সালের আদমসুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হল
(a) 925: 1000
(b) 930 : 1000
(c) 935: 1000
(d) 940 : 1000
উ : 940: 1000
(xx) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে
(a) হ্যামলেট
(b) গ্রাম
(c) মৌজা
(d) শহর
উ: হ্যামলেট
(xxi) ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হল
(a) গুরুমহিষানি
(b) দাল্লি-রাজহারা
(c) বাবাবুদান পাহাড়
(d) কোরবা
উ: দাল্লি-রাজহারা
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 14= 14
(i) মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কী ?
উ: প্রধান কারণ হল স্বল্প বৃষ্টিপাত ও প্রচুর বাষ্পীভবন।
অথবা
অ্যাকুইফার কাকে বলে ?
উ: ভূ-পৃষ্ঠের নীচে প্রবেশ্য শিলাস্তরের পর অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে জল চুঁইয়ে অপ্রবেশ্য শিলাস্তরের ওপর সঞ্চিত হয়। এই সঞ্চিত জলকে ভৌম জলাধার বা জলবাহী স্তর বা অ্যাকুইফার বলে।
(ii) টম্বোলো কাকে বলে ?
উ : যে বাঁধ কোন দ্বীপকে মূল ভূখন্ডের সঙ্গে বা দুটি দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করে সেতুর মত কাজ করে তাকে টম্বোলো বলে। উদা:- মান্নান উপসাগরে হেয়ার দ্বীপ।
(iii) গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বোঝায় ?
উ: মহীভাবক ও গিরিজনি আলোড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়। ফলে নদী গঠিত পথের ঢাল বেড়ে যায়। নদীর গতিবেগের সঙ্গে তার জলপ্রবাহের পরিমাণও বহুগুণ বেড়ে যায় এবং নদী নিম্নক্ষয় করতে সমর্থ হয়। এভাবে পুনরাখিত ভূমিভাগ পুনর্যৌবন লাভ করে। একে গতিময় পুনর্যৌবন লাভ বলে।
(iv) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও ।
উ : সাম্প্রতিক ভূ-উন্নয়নের আগে গঠিত নদী যদি এই অঞ্চলের ভূ-উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্নক্ষয়ের দ্বারা তার আগেকার প্রবাহ পথটি ধরে রাখতে পারে। তবে ঐ নদীকে পূর্ববর্তী নদী বলে ।
(v) মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝায়
উ: মাটির একটি গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম হল গ্রথন বা বুনন। মৃত্তিকার গ্রথন হল মৃত্তিকার মধ্যে বিভিন্ন আয়তনের পলি, কাদা ও বালি কণার আপেক্ষিক আনুপাতিক পরিমাণ ।
অথবা
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায়?
উ: সোডিয়াম ক্লোরাইড (NaCI) ম্যাগনেশিয়াম ক্লোরাইড (MgCl,) ম্যাগনেশিয়াম সালফেট (MgSO) প্রভৃতি যুক্ত মাটি লবণাক্ত হয়। এই মাটি থেকে উদ্ভিদ খুব সামান্য পরিমাণে জল শোষণ করতে পারে। এই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে।
(vi) জেট বায়ুপ্রবাহ কী ?
উ: ভূ-পৃষ্ঠ থেকে ওপরে 6-12 কিমি: উচ্চতায় প্রধানত 30°-40° উত্তর অক্ষাংশের মধ্যে যেখানে দ্রুত তাপ পরিবর্তন হয় সেখানে পশ্চিম থেকে পূর্বদিকে সর্পিলাকারে ঘন্টায় 320-485 কিমি: বেগে যে উর্ধ্বগামী বায়ু প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে।
(vii) কী ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী ?
উ : শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী। এই উদ্ভিদ মরুঅঞ্চল ও উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়।
অথবা
‘বিশ্ব উয়ায়ন”-এর দুটি প্রভাব উল্লেখ করো।
উ: (i) জীববৈচিত্র্য ধ্বংস (ii) বন্যা ও খরা সৃষ্টি (iii) সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি (iv) জলবায়ুর পরিবর্তন
(viii) বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে ?
উ: Ex-Situ সংরক্ষণ বলতে উদ্ভিদ-উদ্যান, পশুশালায় এবং জিন বীজ, রেণু টিসু কালচার ইত্যাদির সাহায্যে বা তাদের জিন পুলের সংরক্ষণকে বোঝায়।
(ix) কেরলের সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ নির্দেশ করো।
উ: (i) অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত (ii) রাজ্য বাধ্য হয়েছিল বাঁধ খুলে দিতে 39টি বাঁধের মধ্যে 35টি বাঁধের gate খুলে দেওয়া হয়েছিল।
(x) আর্দ্র কৃষি কাকে বলে ?
উ: যে কৃষিব্যবস্থায় শস্যের উৎপাদন প্রধানত বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল এবং জলসেচের সুযোগ ও প্রয়োজন সীমিত, সেই বৃষ্টিনির্ভর কৃষি ব্যবস্থাকে আর্দ্র কৃষি বলে।
অথবা
“শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও ।
উ: কোন একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট আর্থিক বছরে মোট কৃষিযোগ্য জমির সাপেক্ষে যত পরিমান জমিতে চাষ করা হয় তাকে ১০০ দিয়ে গুণ করলে, যে শতাংশের পরিমাণ নির্ধারিত হয় তাকে শস্য প্রগাঢ়তা বলে ।
(xi) শিল্প কাকে বলে
উ: প্রকৃতিতে প্রাপ্ত দ্রব্যকে নানাবিধ যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে রূপান্তরীকরণ করে, ব্যবহারের উপযোগী সামগ্রীতে পরিণত করার প্রক্রিয়াকেই শিল্প বলে। যেমন- কৃষিজ কার্পাস থেকে বস্ত্রশিল্প।
অথবা
দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়‘ বলা হয় কেন
উ: জার্মানির রূঢ় নদীর অববাহিকায় প্রাপ্ত কয়লাকে কেন্দ্র করে রূঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে। অন্যদিকে দামোদর নদ উপত্যকার কয়লাখনির সাহায্যে দুর্গাপুরে শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তাই জার্মানির রূঢ় শিল্পাঞ্চলের সাথে তুলনা করে দুর্গাপুরকে ভারতের রুঢ় বলে।
(xii) তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও ।
উ: মানুষের এবং সমাজের অভাব পূরণের উদ্দেশ্যে সম্পদের উৎপাদন এবং বন্টনমূলক নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করার জন্যে যেসব সহায়ক কার্যকলাপ অপরিহার্য বলে বিবেচিত হয় তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। উদা:- পরিবহণ, বাণিজ্য ব্যাঙ্ক ও বিমা।
(xiii) জন বিস্ফোরণ কাকে বলে ?
উ: যখন কোন দেশে অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়, তখন তাকে জনবিস্ফোরণ বলে। এই অবস্থা তখনই সৃষ্টি হয়, যখন বিজ্ঞানের উন্নতির ফলে জন্মহারের তুলনায় মৃত্যুহার কমে যায় ৷
অথবা
শুষ্ক-বিন্দু বসতি কাকে বলে ?
উ: যখন নদী তীরবর্তী অঞ্চল থেকে দূরে বন্যার হাত থেকে আত্মরক্ষার জন্য বন্যার জলতলের ওপরে কোনো উঁচু স্থানে জনবসতি গড়ে ওঠে, তাকে শুষ্ক-বিন্দু বসতি বলে ৷
(xiv) ‘উন্নয়নের’ সংজ্ঞা দাও ।
উ : উন্নয়ন বলতে সাধারণভাবে বোঝায় একটি সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নতি।
অথবা
বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন ?
উ: কারণ বেঙ্গালুরু ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র। বড় বড় সব I.T. Sectorগুলো এখানে অবস্থিত।
তোমার জন্য আরও রয়েছে।
বিষয় | ডাউনলোড লিঙ্ক |
উচ্চমাধ্যমিক ভূগোলের নোটস PDF | এখানে ক্লিক করো |