২২ মার্চ বিশ্ব জল দিবস ২০২০, থিম, ইতিহাসসহ বিভিন্ন তথ্য

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

বিশ্ব জল দিবস ২০২০ বা World Water Day 2020

বিশ্ব জল দিবস : জল আমাদের জীবন। জল ছাড়া মানুষ বাঁচতে পারেনা। পৃথিবীতে মোট জলের পরিমান প্রায় ১৩৮.৬ কোটি ঘন কিমি। এর মধ্যে মোট লবণাক্ত জল ১৩৫.১ কোটি ঘন কিমি এবং মিষ্টি জল মাত্র ৩.৫ কোটি ঘন কিমি। United Nation এর সমীক্ষা অনুসারে বর্তমান পৃথিবীর ৭৩৫ কোটি মানুষের ব্যবহারের উপযোগী জলের পরিমাণ এই সময় মাত্র ২ লক্ষ ঘন কিমি। সুতরাং, জল সংকটের হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে জল কে সংরক্ষণ করা খুব প্রয়োজন।

২২ মার্চ বিশ্ব জল দিবস
২২ মার্চ বিশ্ব জল দিবস ২০১৮ (সূত্র)

পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রতিটি মানুষ প্রতি দিন গড়ে ২ থেকে ৪ লিটার জল পান করে। তবে আমরা প্রতি দিন যে পরিমাণ জল পান করি তার বেশির ভাগ অংশই খাদ্যের সঙ্গে সম্পৃক্ত। যেমন পশু পালন এবং খামারের কাজ মিলিয়ে প্রতি এক কেজি গরুর মাংস উৎপাদন করতে খরচ হচ্ছে ১৫০০০ লিটার জল, অপর দিকে এক কেজি গম উৎপাদনে খরচ হয় ১৫০০ লিটার জল।

ইতিহাস-

১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস (ইংরেজি: World Day for Water বা World Water Day) হিসেবে ঘোষণা করে। অর্থাৎ এছর ২৭ বছরে পদার্পণ করলো।

Join us on Telegram

১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

বিশ্ব জল দিবসের থিম-

১. ২০১৫ সালে বিশ্ব জল দিবসের থিম ছিল-“Water and Sustainable Development”.

২. ২০১৬ সালে বিশ্ব জল দিবসের থিম ছিল- “Water and Jobs,”

৩. ২০১৭ সালে বিশ্ব জল দিবসের থিম ছিল- “Wastewater”

৪.বিশ্ব জল দিবসের ২০১৮ সালের থিম ছিল -‘Nature for Water’-to the water challenges we face in the 21st century.

৫.বিশ্ব জল দিবসের ২০১৮ সালের থিম ছিল- Leaving no one behind

৬.বিশ্ব জল দিবসের ২০১৮ সালের থিম- Water and Climate Change

বিঃ দ্রঃ – ২০০৫ সাল থেকে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জল দশক ছিল ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত, যার থীম ছিল “ওয়াটার ফর লাইফ”।

 

তথ্য সংগ্রহে- স্টুডেন্টস কেয়ার

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!