বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী PDF || Major Straits of the world

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী PDF

নমস্কার সকলকে। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। আপনারা যারা সরকারি চাকরীর পরীক্ষা দিয়ে থাকেন তারা জানবেন যে প্রায় প্রতিটি পরীক্ষাতে একটি করে প্রনালীর নাম জানতে চাওয়া হয়। আমরা অনেক সময় সেগুলির উত্তর দিতে পারি আবার অনেক সময় দিতে পারিনা। আজ আমরা মহাদেশ অনুযায়ী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী গুলিকে একটি তালিকার আকারে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা চাইব আপনারাও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিন। দেখে নিন বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী PDF তালিকাটি। PDF লিঙ্ক নীচে পাবেন

এশিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী
প্রণালী সংযুক্ত করণ বিচ্ছিন্ন করণ
বেরিং প্রণালী সাইবেরিয়া সাগর ও বেরিং সাগর এশিয়া ও উত্তর আমেরিকা
কোরিয়া প্রণালী জাপান ও পূর্ব চীনসাগর দক্ষিন কোরীয়া ও জাপান
তাতার প্রণালী ওখটক্স ও জাপান সাগর রাশিয়া ও সাখালিন
তাইওয়ান প্রণালী পূর্ব চীন ও উত্তর চীন সাগর তাইওয়ান ও এশিয়া ভূখন্ড
হর্মুজ প্রণালী ওমান ও পারস্য উপসাগর আরব আমিরশাহি ও ইরান
মালাক্কা প্রনালী জাভা সাগর ও বঙ্গোপসাগর মালয় উপদ্বীপ ও সুমাত্রা
সুন্ডা প্রণালী জাভা সাগর ও ভারত মহাসাগর জাভা ও সুমাত্রা
ডানপকান প্যাসেজ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর গ্রেট আন্দামানের র‍্যাটল্যান্ড দ্বীপ ও লিটল আন্দামান
১০ ডিগ্রি চ্যানেল বঙ্গোপসাগর ও আন্দামান সাগর লিটল আন্দামান ও কার নিকোবর দ্বীপপুঞ্জ
মাকাসার প্রনালী সেলেবস সাগর ও জাভা সাগর বোর্নিও সেলেবস দ্বীপ পুঞ্জ
লাজোন প্রণালী দক্ষীণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর তাইওয়ান ও ফিলিপিন্স

উত্তর আমেরিকার বিভিন্ন প্রণালী

হাডসন প্রণালী হাডসন উপসাগর ও লাব্রাডর সাগর বাফিন দ্বীপ ও লাব্রাডর উপদ্বীপ
ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর ফ্লোরিডা ও কিউবা
বেরিং প্রণালী আর্কটিক সাগর ও বেরিং সাগর এশিয়া ও উত্তর আমেরিকা
বেল আইল প্রণালী আটলান্টিক মহাসাগর ও সেন্ট লরেন্স উপসাগর বাফিন দ্বীপ ও ল্যাব্রাডর উপদ্বীপ
ডেভিস প্রণালী বাফিন উপসাগর ও লাব্রাডর সাগর বাফিন দ্বীপ ও লাব্রাডর উপদ্বীপ
নায়ারস্‌ প্রণালী আর্কটিক মহাসাগর ও বাফিন উপসাগর গ্রিনল্যান্ড ও এলিস্মেয়ার দ্বীপ
দক্ষিন আমেরিকা মহাদেশের বিভিন্ন প্রণালী
ম্যাগেলান প্রণালী আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর দক্ষিন আমেরিকার মূল ভূখন্ডের দিক্ষিন অংশ ও তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জ
ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী
বালি প্রণালী ভারত মহাসাগর ও বালি সাগর জাভা এবং বালি দ্বীপপুঞ্জ
ব্যাস প্রণালী গ্রেট অস্ট্রেলিয়ান সাগর ও তাসমান সাগর তাসমানিয়া দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার মূল ভূখন্ড
আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রণালী
জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর ইউরোপ ও আফ্রিকা
তিরাণ প্রণালী অ্যাকুয়া উপসাগর ও লোহিত সাগর সাইনাই ও আরব উপদ্বীপ
বাব-এল-মান্দের প্রণালী লোহীত সাগর ও এডেন সাগর জিবৌতি ও ইয়েমেন
জাঞ্জিবার প্রণালী ভারত মহাসাগর জাঞ্জিবার দ্বীপপুঞ্জ ও তানজানিয়া
ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী
সিসিলি প্রণালী পশ্চিম ও পূর্ব ভূমধ্যসাগর সিসিলি দ্বীপপুঞ্জ ও তিউনেশিয়া
ওটরান্টো প্রণালী ইতালি ও আলবেনিয়া অ্যাড্রিয়াটিক ও গ্রেট ব্রিটেন
কর্ফু প্রণালী অ্যাড্রিয়াটিক সাগর ও আয়োনিয়ান সাগর আলবেনিয়া ও গ্রিস
সেন্ট জর্জ চ্যানেল আইরিশ সাগর ও সেল্টিক সাগর আয়াল্যান্ড ও গ্রেট ব্রিটেন

কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। স্টুডেন্টস কেয়ারের কোনো লেখা ফেসবুক, হয়াটস অ্যাপ বা অন্য কোনো ব্লগে পোস্ট করা যাবেনা। অনুমতি ছাড়া স্টুডেন্টস কেয়ারের লেখা পোস্ট করা বেআইনি। তাই সতর্ক থাকুন যারা এই কাজ করছেন

বিশ্বের গুরুওপূর্ণ প্রাণলীর নাম Free PDF Download

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!