অনলাইন ভৌগোলিক প্রবন্ধ প্রতিযোগিতা (Online Article Competition)

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বর্তমানে সমগ্র বিশ্ব মহামারী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত। এই পরিস্থিতিতে সকল নাগরিকের প্রধান ও একমাত্র কর্তব্য সকল প্রকার সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেকে গৃহবন্দী করে ফেলা। করোনা সংক্রমণ থেকে বাঁচতে এটাই প্রধান উপায়।

কিন্তু গৃহ বন্দি হয়ে কিভাবে সময় কাটাবেন ভাবছেন, অনেকেই স্মার্টফোনে সিনেমা, ওয়েব সিরিজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ভিডিও গেম খেলে সময় কাটাচ্ছেন। কেউ কেউ বই পড়ে বা লেখালিখি করেও সময় কাটাচ্ছেন।

এই সুবাদে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া, Geography & Environment ও ভূগোলিকা-Bhugolika গ্রুপের যৌথ প্রচেষ্টায় সকল ভূগোল প্রেমীদের সময় কাটানোর জন্য ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূগোল ও পরিবেশ সম্পর্কিত বা করোনা সচেতনতা সম্পর্কিত যে কোনো তথ্যবহুল লেখা (প্রয়োজনে শিক্ষামূলক যে কোনো লেখা গ্রহণযোগ্যতা লাভ করতে পারে) লিখে ফেলুন এবং নাম, ঠিকানা, ছবি সহ আমাদের পাঠিয়ে দিন। সকল লেখা গুলি মিশন জিওগ্রাফি ইন্ডিয়া, Geography & Environment, ভূগোলিকা-Bhugolika ফেসবুক ও WhatsApp গ্রুপে পোস্ট করা হবে।

Join us on Telegram

বিঃ দ্রঃ সংশ্লিষ্ট লেখাগুলির মধ্যে সেরা লেখাগুলি আমাদের মিডিয়া পার্টনার www.missiongeographyindia.in , www.studentscaring.com , www.rrbntpcexam.com ও www.gk24x7.com ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অনলাইন ভৌগোলিক প্রবন্ধ প্রতিযোগিতা (Online Article Competition)

লেখনীর দিশা:

★ আপনার প্রবন্ধটি অবশ্যই মৌলিক রচনা হতে হবে। অন্য কোনো প্রকার রচনা থেকে নকল হলে চলবে না। আপনার প্রবন্ধটি যেকোনো সময় নকল প্রমাণিত হলে, তা সমস্ত Publishing Platform থেকে ‘Delete’ করা হবে এবং বিষয়টি পেজে পোস্ট করে সকলকে জানিয়ে দেওয়া হবে।

ভূগোলের যেকোনো বিষয় (Topic) বা ভূগোল সম্পর্কিত যেকোনো বিষয় নিয়ে এবং করোনা সচেতনতা সম্পর্কিত যে কোনো তথ্যবহুল প্রবন্ধ লিখতে পারেন। প্রবন্ধটি কমপক্ষে ১০০০ শব্দে রচিত হতে হবে। সহজ বাংলা ভাষাতে লিখবেন। প্রয়োজন সাপেক্ষে কোনো ইংরাজি শব্দ/শব্দবন্ধ/বাক্য ব্যবহার করলে, তার বাংলা অর্থ ও উচ্চারণ বন্ধনীতে উল্লেখ করবেন।

★ আপনার রচিত প্রবন্ধে কোনোপ্রকার রাজনৈতিক / অশ্লীল / জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ মূলক অংশ থাকলে তা গ্রহণযোগ্য হবেনা।

প্রবন্ধের শেষে প্রবন্ধটি রচনায় কিকি রেফারেন্স [ যেমন – কোনো নির্ভরযোগ্য ইন্টারনেট ওয়েবসাইট ; বই ; ম্যাগাজিন, সংবাদপত্র প্রভৃতি] ব্যবহার করেছেন, তা “তথ্যসূত্র” হিসেবে অবশ্যই উল্লেখ করবেন। প্রবন্ধে কোনো সুনির্দিষ্ট তথ্যাবলী সরাসরি উপস্থাপন করলে, তার নিচে সেই তথ্যাবলীর উৎস (Source) উল্লেখ করবেন।

★ পুরো প্রবন্ধটি বাংলা হরফে টাইপ করে মেসেজ / ই-মেল -এর মাধ্যমে পাঠাতে হবে । ই-মেলে mail body তে টাইপ করে অথবা doc file আকারেও লেখা পাঠাতে পারেন।

প্রবন্ধের সাথে আপনার পুরো নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাবেন। যদি কোনো শিক্ষা ও গবেষণামূলক সংস্থার কোনো পদে নিযুক্ত থাকেন, তবে পদমর্যাদা উল্লেখ করবেন। কর্মরত / অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা নাম ও ঠিকানার সাথে স্কুলের নাম ও ঠিকানা পাঠাবেন।
(Name, Profession, Address, Mobile Number, Article Title, Article Related Photo)

★ WhatsApp এর মাধ্যমে লেখা পাঠাবেন: 9735337699
ই-মেলের মাধ্যমে লেখা পাঠাবেন: [email protected]
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 9735337699/8640890159/9635737536

★ প্রবন্ধের সাথে আপনি উপযুক্ত একটি ছবি প্রচ্ছদ হিসেবে পাঠাতে পারেন। আপনি কোনো ছবি প্রচ্ছদ হিসেবে না পাঠালে, আয়োজক কর্তৃপক্ষ প্রচ্ছদ তৈরি করবে।

লেখা পাঠাতে পারেন 25/03/2020 থেকে 05/04/2020 এর মধ্যে । এরপর আর কোনো প্রবন্ধ গ্রহণ করা হবেনা। আপনার প্রবন্ধটি নির্বাচিত হলে, তা পুরো নাম ও ঠিকানা সহ ক্রমান্বয়ে প্রকাশিত হবে।

★ উপরোক্ত নিয়ম ও পদ্ধতিসমূহ মেনে লেখা পাঠাবেন। নাহলে, তা গ্রহন করা হবেনা।

★পুরস্কার স্বরূপ:-

(১) পাঁচ জন প্রথম সারির লেখক/লেখিকা কে বিনামূল্যে MGI এর যেকোনো একটি কোর্স করার সুযোগ দেওয়া হবে অথবা পরিবর্তে (অনিচ্ছুক প্রতিযোগীর ক্ষেত্রে) শরৎ, বঙ্কিম, রবীন্দ্র, মানিক, মহাশ্বেতা প্রভৃতি স্বনামধন্য সাহিত্যিকের একটি সাহিত্য সমগ্র, সর্বশেষ প্রকাশিত “মিশন জিওগ্রাফি ইন্ডিয়া” ম্যাগাজিন ও সার্টিফিকেট প্রদান করা হবে।

(২) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জনকে MGI এর সমস্ত E-Books ও সর্বশেষ প্রকাশিত ম্যাগাজিন বিনামূল্যে উপহার দেওয়া হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

(৩) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 20 জনকে MGI এর সমস্ত E-Books বিনামূল্যে উপহার দেওয়া হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

(৪) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 30 জনকে 20% ছাড়ে MGI এর যেকোনো দুটি অনলাইন কোর্স করার সুযোগ দেওয়া হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

(৫) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল লেখক/লেখিকা -দের অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।

ধন্যবাদান্তে–

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া, Geography & Environment, ভূগোলিকা-Bhugolika

Organized By:

Mission Geography India, Geography & Environment, ভূগোলিকা-Bhugolika

Media Partner:

www.missiongeographyindia.in
www.studentscaring.com
www.rrbntpcexam.com
www.gk24x7.com

Sponsored By:

MGI SLST & TET ONLINE COACHING, “Mission Geography India” Magazine

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!