UGC NET 2018 December বিজ্ঞপ্তি প্রকাশ হল || পরীক্ষা হবে অনলাইনে

পোস্টটি শেয়ার করুন
Rate this post

NTA UGC NET 2018 December Dates, Eligibility, Application form

♠ UGC NET 2018 ডিসেম্বরের বিজ্ঞপ্তি

National Testing Agency (NTA) আয়োজন করতে চলেছে UGC NET 2018 December UGC NET 2018 ডিসেম্বরের এর বিজ্ঞপ্তি, তারিখ, যোগ্যতা, পরীক্ষাসূচি, বিগত বছরের প্রশ্নপত্র ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জেনে নেবো

National Testing Agency (NTA)
National Testing Agency (NTA)

এবছর থেকে ইউজিসি নেটে বিপূল বদল আনা হচ্ছে। এবছর থেকে প্রথমবারের মত শুরু হচ্ছে অনলাইন  Computer Based Test (CBT)  পরীক্ষা। তাই যাদের এই অনলাইন পরীক্ষাতে অভ্যস্ত নাই আরা কিছুটা সমস্যায় পরতে পারেন। কিন্তু ভয়ের কিছু নেই। এই https://nta.ac.in সাইটে নভেম্বর মাসে একটি ডেমো মক টেস্ট নেওয়া হবে। ওখানে ডেমো টেস্ট দিয়ে অভ্যস্ত হয়ে যাবেন। এছাড়াও আমাদের সাইটের মাধ্যমে আপনারা অনলাইন পরীক্ষা দিতে পারেন, আমরা আয়োজন করে দেবো কিন্তু সেক্ষেত্রে আপনাদের সহোযোগীতার প্রয়োজন তাহলে আমরা প্রস্তুত।

[UGC NET Demo Online Mock Test free]

এক নজরে UGC NET 2018

⇒ পরীক্ষার নাম- UGC NET 2018 ( NATIONAL ELIGIBILITY TEST)

Join us on Telegram

⇒ আয়োজনে– NTA (National Testing Agency)

⇒  E-certificates প্রদান করবে- UGC-NET Bureau

⇒ পরীক্ষার ধরণ- অনলাইন

⇒ ফর্ম ফিলাপের ধরণ- অনলাইন

⇒ ফর্মফিলাপের সাইট- https://nta.ac.in

⇒ বিজ্ঞপ্তি প্রকাশ– ০১/০৯/২০১৮

⇒ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুণ- ক্লিক করুণ

⇒ ফর্ম ফিলাপ শুরু- ০১/০৯/২০১৮

⇒ ফর্ম ফিলাপের শেষ দিন- ৩০/০৯/২০১৮ (রাত্রি ১১ টা ৫০ পর্যন্ত)

⇒ অফলাইন/অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ দিন- ০১/১০/২০১৮

⇒ ফর্ম সংশোধন করা যাবে- ০৮/১০/২০১৮ থেকে ১৪/১০/২০১৮

⇒ এডমিট কার্ড পাওয়া যাবে- ১৯/১১/২০১৮

⇒ সম্ভাব্য পরীক্ষার তারিখ (সঠিক তারিখ জানা যাবে ২১ অক্টোবর)- ০৯/১২/২০১৮ থেকে ২৩/১২/২০১৮ এর মধ্যে

⇒ ফলাফল প্রকাশ- ১০/০১/২০১৯

♠ UGC NET 2018 পরীক্ষা পদ্ধতি

UGC NET পরীক্ষাটি হবে দুটি পত্রে। যথাক্রমে Paper-1 এবং Paper 2। Paper-1 এবং Paper 2 এর মধ্যে ৩০ মিনিটের বিরতি দেওয়া হবে।

Paper-1- মোট প্রশ্ন থাকবে ৫০টি। প্রশ্ন মান ২। অর্থৎ মোট ১০০ নম্বরের উত্তর করতে হবে। পরীক্ষা হবে দুটি শিফটে। প্রথম শিফট ৯:৩০ থেকে ১০:৩০ এবং দ্বিতীয় শিফট ২:০০ থেকে ৩:০০।

Paper 2- মোট প্রশ্ন থাকবে ১০০টি। প্রশ্ন মান ২। অর্থৎ মোট ২০০ নম্বরের উত্তর কর্তে হবে। পরীক্ষা হবে দুটি শিফটে। প্রথম শিফট ১১:০০ থেকে ০১:০০ এবং দ্বিতীয় শিফট ৩:৩০ থেকে ৫:৩০।

♠ যোগ্যতা

UGC NET দেওয়ার জন্য UGC স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ MA/M.sc/M.com/MCA ইত্যাদি উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া রয়েছে।

যারা মাস্টার ডিগ্রিতে ফাইনাল ইয়ারে পড়ছেন তারাও শর্তসাপেক্ষে পরীক্ষা দিতে পারবেন। তবে নেট পাশ করার ২ বছরের মধ্যে উপরিউক্ত যোগ্যতার সাথে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া যেনারা পিএইচডি করছেন এবং ১৯৯১ এর আগে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রেও নম্বরে ৫% ছাড় রয়েছে।

বিঃ দ্রঃ প্রার্থীদের কোনো প্রকার হার্ড কপি NTA কে পাঠাতে হবেনা।

♥ বয়সসীমা

JRF অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ০১/১২/২০১৮ এর মধ্যে ৩০ বছরের কম বয়স হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীদের ৫ বছর বয়সে ছাড় রয়েছে।

এবং LS বা Lectureship বা Assistant Professor এর জন্য কোনোরকম বয়সসীমা ধার্য নেই।

♠ আবেদন ফী

পরীক্ষার আবেদন ফী তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অসংরক্ষি প্রার্থীদের ৮০০ টাকা, OBC-NCL প্রার্থীদের ৪০০ টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা ধার্য করা হয়েছে। নিচের চিত্রে লক্ষ করুণ।

UGC NET 2018 আবেদন ফী
UGC NET 2018 আবেদন ফী

♠ পরীক্ষার ধরণ-

UGC NET 2018 পরীক্ষা হবে অনলাইনে।০৯/১২/২০১৮ থেকে ২৩/১২/২০১৮ মধ্যে দিনে দুটি সিফটে পরীক্ষা হবে। তাই প্রার্থীদের আগে থেকে প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো।

♠ Computer Based Test (CBT) পরীক্ষা কেমন হবে?

UGC NET অনলাইনে কেমন পরীক্ষা হবে তার একটি উদাহরণ আপনি প্রথমে দেখে নিতে পারেন এই লিঙ্কের PDF টি খুলে পেজ নম্বর ৪৭-এ গিয়ে। (এখানে ক্লিক করে pdf টি ডাউনলোড করুণ)

এছাড়া একটি sample/mock test আপনারা দিতে পারবেন www.ntanet.nic.in এই লিঙ্কে গিয়ে। ডেমো মক টেস্ট টি নেওয়া হবে নভেম্বর মাসে।

♠ UGC NET পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কোন্‌ কোন্‌ শহরে?

পশ্চিমবঙ্গে UGC NET পরীক্ষা কেন্দ্রগুলি এরূপ- বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, কলকাতা, দার্জিলিঙ, শিলিগুলি, হাওড়া, হুগলি, কল্যানি

♥ UGC NET 2018 কিভাবে আবেদন করবেন?

UGC NET 2018 অবেদন প্রক্রিয়াটি অন্যান্য বারের মতই রয়েছে কিন্তু সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। অনলাইনে আবেদন করার আগে হাতের কাছে যে যে জিনিষগুলি রাখবেন সেগুলি জেনে নিন-

১. সকল সার্টিফিকেট সহ মা, বাবার সঠিক নাম

২. আধার কার্ড

৩. যেকোনো পরিচয়পত্র- Bank A/c Number/ Passport Number/ Ration Card/ Other Govt ID

৪. Qualifying Degree Certificate or last semester marks sheet

৫. সঠিক ঠিকানা

৬. সঠিক ও সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি

৭. আপনার পরীক্ষা কেন্দ্রের জন্য চারটি স্থান বেছে নিতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলি কোড নম্বর জেনে নিন। (এখানে ক্লিক করে সমস্ত কোড নম্বর গুলি জেনে নিন)

৮. Code of NET Subject, Code of subject at Post Graduation level, Code of Post Graduation Course

৯. কাস্ট সার্টিফিকে

১০. ছবি ও সই- নিজের সঠিক ছবি ১০ থেকে ২০০ কেবির মধ্যে। এবং সই ৪ থেকে ৩০ কেবির মধ্যে

♠ UGC NET 2018 ফর্ম ফিলারের পদ্ধতি

ধাপ-১ প্রথমে এই লিঙ্কে যান https://nta.ac.in/collegeexam

ধাপ-২ নীচে UGC NET Website & Registratin লেখা অপশনে ক্লিক করুণ

ধাপ-৩ এর পর আপনাকে Registration Page-এ নিয়ে যাবে। ওখানে কিছু প্রাথমিক জিনিসগুলি ফিলাপ করুণ (যেমন- নিজের নাম, বাবা মা নাম, মোবাইল নম্বর ইত্যাদি)

বিঃ দ্রঃ এখানে আপনাকে system generated Application No দেওয়া হবে। এটি অতি গুরুত্বসহকারে গুছিয়ে রাখুন।

ধাপ-৪ এর পর Application Form টি যথাযত তথ্য দিয়ে ফিলাপ করে পরের ধাপে চলে যাবেন (মনে রাখবেন এই ধাপটি খুবি গুরুত্বসহকারে পূরণ করবেন)

ধাপ-৫ এই ধাপে আপনি আপনার স্ক্যান করা ছবি ও সই আপলোড করুণ

ধাপ-৬ এর পর আপনি অফলাইন বা অনলাইন পেমেন্টের অপশন পাবেন সেখান থেকে পেমেন্ট করুণ।

অবশেষে ফর্মটি প্রমাণস্বরূপ প্রিন্ট করে নিজের কাছে গুছিয়ে রেখে দিন। কোথাও পাঠাতে হবেনা।

♠ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখুন-

১. প্রার্থীদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট

২. একটি পাসপোর্ট সাইজের প্রার্থীর নিজের ফোটো

৩. পরিচয়পত্র হিসাবে- আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি সঙ্গে রাখবেন

৪. PWD প্রার্থীরা সঙ্গে PwD certificate রাখবেন।

৫. পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ের প্রায় ২ ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন।

এছাড়াও আপনাদের জানা কোনো তথ্য থাকলে আমাদের জানান নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। পোস্টটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন।

♥ অনলাইন UGC NET ডেমো মক টেস্ট দিন

সমাপ্ত

UGC NET 2018 December , Online UGC NET 2018 December, ইউজিসি নেট ২০১৮, ইউজিসি নেট ২০১৮ অনলাইনে পরীক্ষা হবে, University Grand Commission, National Testing Agency, NTA, Net exam 2018, নেট পরীক্ষা, ন্যাশেনাল টেস্টিং এজেন্সি

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!