SSC CHSL LDC Online Application 2017
সুখবর আপনাদের জন্য। আপনারা অনেকেই এর জন্য অপেক্ষা করেছিলেন হয়ত। অবশেষে SSC CHSL 2017 নোটিফিকেসন বেড়িয়েছে।। স্টাফ সিলেকসান কমিশন (SSC) ঘোষোনা করেছে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে।
-
পরীক্ষার দিন-
১. অনলাইন কম্পিউটারের মাধ্যমে প্রথম পর্বের পরীক্ষার তারিক যথাক্রমে ০৪/০৩/২০১৮ থেকে ২৬/০৩/২০১৮ পর্যন্ত চলবে।
২. এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (Description Paper): ০৮/০৭/২০১৭.
-
শূন্য পদ কত রয়েছে?
LDC/ JSA, Postal Assistant/ Sorting Assistant and DEO এর ক্ষেত্রে Tentative vacancies যথাক্রমে ৮৯৮, ২৩৫৯, ২ এবং Data Entry Operator Grade ”A” এর ক্ষেত্রে Nil (এখন পর্যন্ত)।
-
Educational Qualification
01.08.2018 ধরে এডুকেশন কোয়ালিফিকেস কেমন প্রযোজন দেখে নেওয়া যাক-
১. অন্ততপক্ষে ১২ ক্লাস পাশ বা সমক্ষ পরীক্ষায় পাস করে থাকতে হবে স্বীকৃত কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে।
২. Data Entry Operator in the Office of Comptroller and Auditor General of India ক্ষেত্রেঃ- গনিত বিষয়টি সহ বিজ্ঞান বিভাগে ১২ ক্লাস পাশ করে থাকতে হবে, স্বীকৃত কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে।
-
বয়স কেমন দরকার?
পরীক্ষার্থীকে ০২/০৮/১৯৯১ এর পর এবং ০১/০৮/২০০০ এর আগে জন্মগ্রহন করতে হবে। অর্থাৎ ০১/০৮/২০১৮ তারিখ ধরলে ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
-
Application fee- কত?
পরীক্ষার ফর্ম পূরণের জন্য ১০০ টাকা দিতে হবে।
-
কিভাবে ফর্ম পূরণ করবেন?
ফর্ম পূরণ শুধুমাত্র অনলাইনে করতে হবে এবং SBI Challan/ SBI Net Banking এর মাধ্যমে Visa/ Mastercard/ Maestro Credit/ Debit card ব্যবহার করে টাকা প্রদান করতে হবে।
-
পাঠ্যসূচি এবং পরীক্ষার পদ্ধতি কেমন হবে?
এই বছরে পরীক্ষার সময় সূচীর কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রথম পর্যায়ের পরীক্ষার ক্ষেত্রে ৭০ মিনিটের বদলে ৬০ মিনিট অর্থৎ ১ ঘন্টা সময় ধার্য করা হয়েছে। দেখে নিন নিচের ছকের মাধ্যমে।

⊃ এখান থেকে সম্পুর্ণ বিজ্ঞপ্তি দেখুন। ক্লিক করুন
⊃ অনলাইনে ফর্ম পূরণ করুন- ক্লিক করুন