ভারতের বিরুদ্ধে ফেক ছবি পোস্ট করে ‘ব্যান’ পাকিস্তানি ডিফেন্স টুইটার অ্যাকাউন্ট
চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচারের জন্য পাকিস্তানী অফিসিয়াল ডিফেন্স টুইটার একাউন্ট কে সাস্পেন্ড করলো টুইটার কতৃপক্ষ (Pakistani Official Defense Twitter account suspended)। ঠিক কি কারনে এমন টা করলো টুইটার কতৃপক্ষ যেনে নেওয়া যাক।
আসলে ঘটনা হল, কিছুদিন আগে আপনাদের অনেকেই খবরের কাগজে দেখে থাকবেন যে, Kawalpreet Kaur নামে একটি ভারতীয় মেয়ে, সম্প্রতি ঘটে যাওয়া কিছু অসামাজিক পরিস্থিতিকে নিয়ে একটি ব্যানার লিখে প্রতিবাদ সরূপ তিনি একটি টুইট করেন । টুইটটি ছিলো এরূপ –
“I am a citizen of India and I stand with the secular values of our constitution. I will unite against communal mob lynching of Muslims in our country.”
অর্থাৎ, “আমি ভারতের একজন নাগরিক এবং আমি আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সাথে দাঁড়িয়েছি। আমি সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আমাদের দেশে মুসলমানদের পাশে ও দাঁড়াবো।” নিচের ছবিটি দেখুন Kawalpreet Kaur এর সেই আসল টুইট এর একটি স্ক্রিনশট।

কিন্তু ঘটনা ও পরিস্থিতির সাপেক্ষে ভারতের বর্তমান অবস্থার সাথে সমতা বজায় রাখতে না পেরে পাকিস্তান কি কান্ড টা করেছিলো আপনারা নিজেই একবার দেখুন নিচের চিত্রটির মাধ্যমে।

আপনারা দেখতেই পাচ্ছেন যে, Kawalpreet Kaur এর ছবি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানোর চেষ্টা করেছিলো। যেখানে ফটোসপের মাধ্যমে লিখে দেওয়া হয় ‘I am an Indian but I hate India. Because, India is a colonial entity that has occupied nation such asNagas, Kashmiries, Manipurias, Hydrabad Junagarh, Sikkim, Mizoram, Goa”. অর্থাৎ “আমি একজন ভারতীয় কিন্তু আমি ভারতকে ঘৃণা করি কারণ ভারত একটি ঔপনিবেশিক সত্তা যা নাগা, কাশ্মিরি, মণিপুরী, হায়দ্রাবাদ জুনাগড়, সিকিম, মিজোরাম, গোয়া”।
এর ফলস্বরূপ, মিথ্যা প্রচার চালানোর অভিযোগে পাকিস্তানের অফিসিয়াল ডেফেন্স টুইটার একাউন্ট বিপক্ষে সোচ্চার হয়ে ওঠে বিশ্বের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয়রা। শেষ পর্যন্ত টুইটার একাউন্টটি কে বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার কতৃপক্ষ। নিচের ছবিটি দেখুন, এটি পাকিস্তানের অফিসিয়াল টুইটার একাউন্ট এর বর্তমান অবস্থা। আপনি এখানে ক্লিক করে ঘুরে আসতে পারেন।
সকল ভারতবাসীর পক্ষ থেকে টুইটার কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হিন্দ।
আমাদের ফেসবুক পেজে নজর রাখুন প্রতিনিয়ত। এখানে ক্লিক করুন