পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? আইসোডোপেন কী?

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

আজকে ২০১৫ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ গুলি বিশ্লেষণ করো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? ‘আইসোডোপেন’ কী? উত্তরটি নিচে দেওয়া হল-

পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ

পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি হল—

পশ্চিম ভারতের মহারাষ্ট্রের ট্রম্বে, থানে, মুম্বই এবং গুজরাটের ভাদোদরা, জামনগর, কয়ালি, হাজিরা প্রভৃতি স্থানে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতি ঘটেছে।

(i) কাঁচামাল প্রাপ্তির সুবিধা—

ভারতের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 64% মহারষ্ট্র থেকে এবং 20% গুজরাট থেকে পাওয়া যায়। এই অঞ্চলে ট্রম্বে, থানে, ভাদোদরা, হাজিরা জামনগর প্রভৃতি তেল শোধনাগার থেকে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা পাওয়া যায় ।

Join us on Telegram

(ii) বন্দরের অবস্থান—

মহারাষ্ট্রের সর্বাধুনিক বন্দর নবসেভা, বৃহত্তম বন্দর মুম্বই, গুজরাটের করমুক্ত বন্দর কান্ডালা, স্বাভাবিক বন্দর সুরাট, পোরবন্দর প্রভৃতি অবস্থিত। এই সকল বন্দরের মাধ্যমে বিদেশ থেকে অপরিশোধিত খনিজ তেল, পলিমার, বিভিন্ন যন্ত্রপাতি প্রভৃতির আমদানি এবং বিদেশে ও ভারতের অন্যত্র পেট্রোরসায়ন সামগ্রির রপ্তানির সুবিধা হয়েছে।

(iii) বাজারের চাহিদা—

মুম্বই, পুনে, আহমেদাবাদ, ভাদোদরা প্রভৃতি অঞ্চলের চাহিদা অনুযায়ী বিভিন্ন শিল্প গড়ে ওঠায় উৎপাদিত পণ্যের এক বিশাল বাজার সৃষ্টি হয়েছে। এছাড়া, পেট্রোরসায়ণ শিল্পজাত বিভিন্ন সুগন্ধি তেল, চুলের রং, পলিয়েস্টার, ডিটারজেন্ট প্রভৃতি ভোগ্যপণ্যের চাহিদা আছে।

(iii) অন্যান্য কারণ—

এই অঞ্চলে বিভিন্ন কেন্দ্র থেকে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমানবিক বিদ্যুৎ পাওয়ার সুবিধা, উন্নত সড়ক ও রেল পরিবহণ ব্যবস্থা, বিভিন্ন নদী ও সংলগ্ন জলাধার থেকে জল পাওয়ার সুবিধা, রিলায়েন্স ও মফতলালের মতো ভারতীয় বড়ো শিল্পগোষ্ঠী এবং বিদেশি বহুজাতিক কোম্পানিগুলি মূলধন বিনিয়োগ করায়, বম্বে আই. আই. টি, আহমেদাবাদ ম্যানেজমেন্ট কলেজ প্রভৃতি থেকে দক্ষ ইঞ্জিনিয়ার ও দক্ষ প্রশাশনিক কর্মী পাওয়ায় এই শিল্পের দ্রুত উন্নতি ঘটেছে।

কানাডা কাগজ শিল্পে উন্নত কেন?

কানাডা নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম এবং কাগজ ও কাগজ বোর্ড উৎপাদলে বিশ্বে সপ্তম স্থানের অধিকারী। কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি হল—

(i) উৎকৃষ্ট ও অফুরন্ত কাঁচামাল —

কাগজ শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ। এদেশের উত্তরে বিস্তীর্ণ সরলবর্গীয় বনভূমি থেকে নরম কাঠ পাওয়া যায়। বছরে গড়ে 9.6 লক্ষ হেক্টর জমি থেকে কাঠ কাটা হয় ৷

(ii) সুলভ জলবিদ্যুৎ পাওয়ার সুবিধা—

ইউকন, ফ্রেসার, নেলসন, চার্চিল, ম্যাকেনজি, সেন্ট লরেন্স প্রভৃতি নদী থেকে উৎপন্ন পর্যাপ্ত সুলভ ও সস্তা জলবিদ্যুৎ এই শিল্পের বিদ্যুতের চাহিদা মেটায়। এজন্য অধিকাংশ কাগজকলগুলি জলবিদ্যুৎ কেন্দ্রের নিকটে গড়ে উঠেছে।

(iii) অন্যান্য—

কানাডার একাধিক হ্রদ ও নদী থেকে পযাপ্ত মিষ্টি জলের জোগান, মূলধন বিনিয়োগের সুবিধা, সুলভ জল পরিবহণ, উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিক পাওয়ার সুবিধা এবং বিশ্বের বাজারে চাহিদা এই শিল্পের উন্নতির সহায়ক হয়েছে।

আইসোডোপেন কী?

কাঁচামালের আইসোটিম এবং উৎপাদিত পণ্যের আইসোটিম যেখানে পরস্পর ছেদ করে, সেই ছেদ বিন্দুগুলিকে যোগ করলে যে উপবৃত্তাকার রেখা পাওয়া যায়, তাকে আইসোডোপেন বলে। আইসোডোপেনকে মোট পরিবহণ ব্যয় রেখাও বলা হয়। আলফ্রেড ওয়েবারের মতে আইসোডোপেনের মান সবচেয়ে কম যেখানে হবে, সেখানেই শিল্প গড়ে উঠবে।

উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো

উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।

Source: wbchse.nic.in

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!