‘কোয়াটারনারী’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য কী কী? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব মূল্যায়ন করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো।
আজকে ২০১৫ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল ‘কোয়াটারনারী’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্যগুলি কী কী? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব মূল্যায়ন করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। উত্তরটি নিচে দেওয়া হল-
‘কোয়াটারনারী’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য
‘কোয়াটারনারী’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি হল
পার্থক্যের ভিত্তি | কোয়াটারনারী অর্থনৈতিক কার্যাবলী | কুইনারি অর্থনৈতিক কার্যাবলী |
---|---|---|
i) উৎপত্তি | কোয়াটারনারী অর্থনৈতিক কার্যাবলীর বিস্তার ঊনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতাব্দীর শুরু থেকে দেখা যায়। | কুইনারি অর্থনৈতিক কার্যাবলী বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিস্তার লাভ করে। |
(ii) বিভিন্ন প্রকার | তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, তথ্য বিশ্লেষণ প্রভৃতি এই শ্রেণির অন্তর্ভুক্ত প্রধান কাজ। | পরামর্শ সংক্রান্ত, সিদান্ত গ্রহণ, নীতি নির্ধারণ প্রভৃতি এই ক্ষেত্রের অন্তর্ভুক্ত প্রধান কাজ। |
(ii) কর্মীর ধরন | অতি দক্ষ শ্রমিক ও উন্নত মেধার শ্রমিক এই ক্ষেত্রে কাজ করে। | বিশেষ জ্ঞানে অতিদক্ষ কর্মীরাই কেবল এই ক্ষেত্রে কাজ করতে পারে। |
(iv) কর্মীদের নামকরণ | এই অর্থনৈতিক কাজে নিযুক্ত অধিবাসীদের সাদা পোশাক কর্মজীবী বলা হয় ৷ | এই অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মীদের সোনালী পোশাক কর্মজীবী বলা হয় ৷ |
আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব
- (i) ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ।
- (ii) টেলিফেনা সহ মোবাইল পরিষেবার বিস্তার।
- (iii) GPS-এর ব্যবহারিক প্রয়োগে রাস্তাঘাটের অবস্থান নির্ণয়, পুঙ্খানুপুঙ্খ অবস্থান সহ মানচিত্র প্রস্তুত।
- (iv) প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত যোগাযোগ এমনকি বিনোদন ক্ষেত্রে যোগাযোগও সহজতর।
- (v) বিমান ও নৌ-যোগাযোগ ক্ষেত্রেও প্রভাব দেখা যায় ৷
উন্নত দেশগুলি আধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে রেডিও, টেলিভিশন, দূরবর্তী দূরভাষ প্রভৃতি যোগাযোগ কয়েক সেকেন্ডের মধ্যে করা সম্ভব হয়েছে। এছাড়া আবহাওয়া ও মহাকাশ সম্পর্কেও বিভিন্ন তথ্য পাওয়া যায়।
কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা দুধরনের হয়-
(i) দূর সংবেদন— এই পদ্ধতিতে 700-900 কিমি উচ্চতায় মানসিনক্রোনাস উপগ্রহের ক্যামেরার সাহায্যে কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় ।
(ii) ভৌগোলিক তথ্য ব্যবস্থা— এই পদ্ধতিতে 3600 কিমি উচ্চতায় জিওস্টেশনারি উপগ্রহের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করা যায় ।
ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা
ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমভাবনাগুলি হল—
(i) বিশাল বাজার— ভারতের বিশাল জনসংখ্যার চাহিদার জন্য প্রক্রিয়াকরণ শিল্পের বাজার ক্রমশ বাড়ছে।
(ii) সুপার মার্কেট ও শপিং মল- বড়ো বড়ো শহরে দ্রুত সুপার মার্কেট ও শপিং মল গজিয়ে ওঠায় ফাস্ট ফুড, প্যাকেজড্ ফুড বা ফ্রোজেন ফুডের বাজার উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
(iii) বিশ্বায়নের সুযোগ— বিশ্বায়নের সুযোগ নিয়ে ভারতে বিদেশি বহুজাতিক সংস্থাগুলি বিনিয়োগ করেছে। ফলে বাজারে প্রতিযোগিতা এবং পণ্যের গুণগত মান বেড়েছে।
উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো
উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।
Source: wbchse.nic.in