ভারতীয় রেল বিভাগে ১ লক্ষ ৩০ হাজার শূন্য পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতীয় রেল বিভাগে ১ লক্ষ ৩০ হাজার শূন্য পদে নিয়োগ

ভারতীয় রেল প্রতি বছর কয়েক হাজার করে নিয়োগ করে চলেছে।কয়ে মাস আগেই একটি বড় ধরনের নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে। আবারও ভারতীয় রেল বিয়াগের তরফ থেকে ঘোষোনা করা হয়েছে ভারতীয় রেল বিভাগে ১ লক্ষ ৩০ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপি নিচে দেওয়া হল। এই বিষয়ে সরকারি ভাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২৩ ফেব্রুয়ারি। ভারতীয় রেলের নিয়োগ সম্পর্কে নানান জানকারিরজন্য প্রতিনিয়ত নজরে রাখুন স্টুডেন্ট কেয়ারের সাইটে।

আরও কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। ক্লিক করুন

♦ মোট শূন্য পদের সংখ্যা-

১৩১৬২৭

♦ বিভাগ ভিত্তিক শূন্য পদের সংখ্যা

১ লক্ষ ৩০ হাজারের পদের মধ্যে –

Join us on Telegram

১. লেভেল-১ বিভাগের জন্য- ১ লক্ষ পদ বরাদ্দ রয়েছে

২. নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরিস স্টাফ (এনটিসিপি) ও প্যারা মেডিক্যাল স্টাফ পদে- ৩০ হাজার

♦ কোন্‌ কোন্‌ বিভাগে নিয়োগ করা হবে?

১. NTPC বা নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরিস

নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরিস স্টাফ-এর মধ্যে ক্লার্ক, টাইপিস্ট, ট্র্যাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, স্টেশন মাস্টার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট , কমার্সিয়াল কাম টিকিট ক্লার্ক, কমার্সিয়াল কাম টিকিট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্সিয়াল কাম টিকিট ক্লার্ক, কমার্সিয়াল অ্যাপ্রেন্টিস স্ট্যাশন মাস্টার ইয়াদি পদে।

২. প্যারা মেডিক্যাল স্টাফ-

প্যারা মেডিক্যাল স্টাফদের মধ্যে নার্স, হেলথ ও ম্যালেরিয়া ইনস্পেক্টর, ফার্মাসিস্ট, ইসিজি ও ল্যাব টেকনিশিয়ান, ল্যাব সুপারিট্যান্ডেন্ট —এই পদগুলিতে।

৩. Ministerial & Isolated

Stenographer,Chief Law Assistant, JuniorTranslator(Hindi)

৪. লেভেল ১

লেভেল ১ বিভাগে ট্র্যাক ম্যানেজার, গেট ম্যান, পয়েন্টসম্যান, হেলপার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেবে রেল মন্ত্রক। এছাড়াও অন্য কিছু বিভাগে স্টেনোগ্রাফার প্রধান আইন পরামর্শদাতা ও অনুবাদক পদেও কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

♦ ভারতীয় রেলে ১ লক্ষ ৩০ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে?

২৮ ফেব্রুয়ারি ২০১৯

♦ ভারতীয় রেলে ১ লক্ষ ৩০ হাজার পদের নিয়োগে কিভাবে আবেদন করা যাবে?

ভারতীয় রেলে ১ লক্ষ ৩০ হাজার পদের নিয়োগে নিম্নোলিখিত আঞ্চলিক বিভাগের ওয়েবসাইট গুলি থেকে আবেদন করতে পারবেন।

Candidates can apply for RRB Vacancies through their Respective RRB Zonal websites:
RRB Website Address
Ahmedabad www.rrbahmedabad.gov.in
Ajmer www.rrbajmer.gov.in
Allahabad www.rrbald.gov.in
Bangalore www.rrbbnc.gov.in
Bhopal www.rrbbpl.nic.in
Bhubaneswar www.rrbbbs.gov.in
Bilaspur www.rrbbilaspur.gov.in
Chandigarh www.rrbcdg.gov.in
Chennai www.rrbchennai.gov.in
Gorakhpur www.rrbgkp.gov.in
Guwahati www.rrbguwahati.gov.in
Jammu-Srinagar www.rrbjammu.nic.in
Kolkata www.rrbkolkata.gov.in
Malda www.rrbmalda.gov.in
Mumbai www.rrbmumbai.gov.in
Muzaffarpur www.rrbmuzaffarpur.gov.in
Patna www.rrbpatna.gov.in
Ranchi www.rrbranchi.gov.in
Secunderabad www.rrbsecunderabad.nic.in
Siliguri www.rrbsiliguri.org
Thiruvananthapuram www.rrbthiruvananthapuram.gov.in

For RRC vacancies (Level-1) candidates can apply in respective RRC Zone websites.

RRC  Website address
Central Railway www.rrccr.com
Eastern Railway www.rrcer.com
East Central Railway www.rrcecr.gov.in
East Coast Railway www.rrcecor.org
Northern Railway www.rrcnr.org
North Central Railway www.rrcald.org
North Eastern Railway www.ner.indianrailways.gov.in
Northeast Frontier Railway www.nfr.indianrailways.gov.in
North Western Railway www.nwr.indianrailways.gov.in
Southern Railway www.rrcmas.in
South Central Railway www.scrindianrailways.gov.in
South Eastern Railway www.serindianrailways.gov.in
South East Central Railway www.secr.indianrailways.gov.in
South Western Railway www.rrchubli.in
Western Railway www.rrc-wr.com
West Central Railway www.wcrindianrailways.gov.in

♦ আবেদনের বয়স কাঠামো-

আবেদন করার জন্য ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে (Age relaxation available depend upon community standards)

♦ Application Fees:

জেনারেল প্রার্থীদের আবেদন করতে ৫০০ টাকা খরচ হবে এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ২৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে।

♦ জেনে নিন কোন দিন কোন বিভাগের জন্য আবেদন করবেন। কিছু গুরুত্তপূর্ণ তারিখ-

  • এনটিসিপি— ২৮ ফেব্রুয়ারি, সকাল ১০টা
  • প্যারা মেডিক্যাল স্টাফ— ৪ মার্চ, সকাল ১০টা
  • মিনিস্টের‌্যাল বিভাগ— ৮ মার্চ, সকাল ১০টা
  • লেভেল ১— ১২ মার্চ, সকাল ১০টা

আরও কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। ক্লিক করুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!