মাধ্যমিক ২০১৯ ইতিহাসের প্রশ্ন উত্তর || MP 2019 History Question Answer
মাধ্যমিক ২০১৯ ইতিহাসের প্রশ্ন উত্তর
স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে সকল পাঠকদের নমস্কার জানাই। মাধ্যমিক ২০১৯ সকল বিষয়ের ছোটো প্রশ্নের উত্তর গুলি আমরা সকল ছাত্র ছাত্রীদের সুবিধার্থে একে একে পোস্ট করে চলেছি। আজ আমরা মাধ্যমিক ২০১৯ ইতিহাসের প্রশ্ন উত্তর গুলি প্রকাশ করলাম। এখানে শুধু মাত্র ১ নম্বর অর্থাৎ ছোটো প্রশ্নের উত্তর গুলির সমাধান করা রয়েছে। কোনো প্রশ্নের উত্তর কোনো কারনে ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
[আরও পড়ুন- মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন উত্তর]
১. বহুবিকল্প প্রশ্নের উত্তর।
১.১ মোহনবাগান ক্লাব আই. এফ. এ শিল্ড জয় করেছিল- ১৯১১ সালে
১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন- চলচিত্রের সঙ্গে
১.৩ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হয়- কুষ্ঠিয়া থেকে
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি.এ পরীক্ষা অনুষ্ঠিত হয়- ১৮৫৮ সালে
১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন- ডঃ এম. যে. ব্রম্লি
১.৬ তিতুমিরের প্রকৃত নাম কী- মির নিসার আলি
১.৭ সন্নাসী ফকির বিদ্রহের অনুতম নেতা ছিলেন- দেবী চৌধুরানী
১.৮ “বন্দেমাতরম” সঙ্গীতটি রচিত হয় কবে- ১৮৭৫ সালে
[যে কোনো সাহায্যের জন্য আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন]
১.৯ “বর্তমান ভারত” গ্রন্থটি রচনাকরেন- স্বামী বিবেকানন্দ
১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন- ব্যঙ্গ চিত্রশিল্পী
১.১১ ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল- ১৮৫৫ সালে
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় কবে- ১৯০৬ সালে
১.১৩ সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন কে- স্বামী সহজানন্দ
১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়- বোম্বাইতে
১.১৫ ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস্ পার্টি’ যুক্ত ছিল- অসহোযোগ আন্দোলনে
১.১৬ বাংলার গভর্নর স্ট্যানলী জুয়াক্সনকে হত্যা করার চেষ্টা করেন কে- বীণা দাস
১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন- শচীন্দ্র প্রসাদ বসু
১.১৮ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল- মালাবারে (কেরালা ১৯২৪)
১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তার নামকী- জুনাগড়
১.২০ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে- ১৯৬০ সালে (বোম্বাই থেকে আলাদা হয়)
২.১ একটি বাক্যে উত্তর দাও
২.১.১ ‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২.১.২ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি?
উঃ অন্নদামঙ্গল
২.১.৩ কোন্ বছর শ্রীরামপুরমিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ সালে
২.১.৪ উষা মেহতা কোন্ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
উঃ ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২
২.২ ঠিক ও ভুল চিহ্নিত করো
২.২.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভুষণ- ঠিক
২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম. এ ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলী)- ভুল (চন্দ্রমুখী বসু)
২.২.৩ বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ঠিক
২.২.৪ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। ভুল
২.৩ স্তম্ভ মেলাও
২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়— বঙ্গদর্শন
২.৩.২ নবগোপাল মিত্র— হিন্দু মেলা
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল— কৃষক আন্দোলন
২.৩.৪ ড্রিঙ্কোয়াটার বেথুন— হিন্দু বালিকা বিদ্যালয়
২.৫ নিম্নলিখিত বাক্য গুলির মধ্যে সঠিক বাক্যটি নির্বাচন কর
২.৫.১ বিবৃতিঃ রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩)
ব্যাখ্যাঃ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে
২.৫.২ বিবৃতিঃ স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনাকরেন-
ব্যাখ্যাঃ তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচারকরা
২.৫.৩ বিবৃতি- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচী গ্রহন করা হয়নি-
ব্যাখ্যা- ২
২.৫.৪ গান্ধিজী জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেন নি।
ব্যাখ্যা- ৩