রেলের গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা | বাংলা মাধ্যমে | দ্বাদশ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Railway Group D in Bengali

Students Care -এ সকলকে স্বাগতম। আবারও একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আগত গ্রুপ ডি পরীক্ষা (Railway Group D in Bengali ) প্রস্তুতির জন্য ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। আপনাদের নিশ্চই কাজে লাগছে । যেনারা আমাদের সাইট প্রথম থেকে প্রতিনিয়ত নজরে রেখেছেন তাঁরা নিশ্চই আমাদের সকল পর্বগুলি পড়েছেন, যেনারা নবাগত তারা যদি আমাদের বিগত পর্বগুলি পড়তে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নিন একবার। যদি কাজে লেগে থাকে তাহলে আমাদের কষ্ট স্বার্থক হয়েছে মনে করবো। আজকে আরও ১৫টি MCQ প্রশ্ন দেওয়া হল। দেখে নিন-

১. কোন হরমোনকে ‘আপদকালীন হরমোন’ বলা হয়?

অ) থাইরক্সিন

আ) অ্যাড্রিনালিন

Join us on Telegram

ই) STH

ঈ) ADH

২. একটি সারিতে সমান দুরত্বে ৭টি গাছ আছে। পাশাপাশি দুটি গাছের মধ্যে দুরত্ব ৪ মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দুরত্ব কত?

অ) ২২ মিটার

আ) ২০ মিটার

ই) ২৮ মিটার

ঈ) ২৪ মিটার

৩. ভুল সংখ্যাটি নির্ণয় কর- ১০০৮০, ৫০৪০, ১৬৮০, ৪৪০, ৮৪, ২

অ) ৫০৪০

আ) ১৬৮০

ই) ৪৪০

ঈ) ২

৪. মানব শরীরের কোন অংশ প্রতিবর্তন ক্রিয়া নিয়ন্ত্রন করে?

অ) লঘুমস্তিষ্ক

আ) স্নায়ুতন্ত্র

ই) শিরাদাঁরা

ঈ) গুরুমস্তিষ্ক

৫. নিজের কোন্‌টি দক্ষিন ভারতের উপজাতি গোষ্ঠি?

অ) নেগ্রিটো

আ) আদি অস্ট্রালয়েড

ই) মঙ্গোলয়েড

ঈ) ককেশয়েড

৬. কোন প্রাণীর স্নায়ুকোশে প্রথম গলগিবডি দেখা যায়?

অ) কাক

আ) পেঁচা

ই) পায়রা

ঈ) গরু

৭. PNLJ : IGEC :: USQO : ?

অ) HJLN

আ) LNJH

ই) NLJH

ঈ) JHNL

৮. এক ব্যক্তির মূলধন প্রতিবছর ২০% হারে বাড়ে। ৪ বছর শেষে তার মূলধন হয় ১০৩৬৮ টাকা। প্রথমে ওই ব্যক্তির মূলধন কত ছিল?

অ) ৬০০০

আ) ৭২৫০

ই) ৫০০০

ঈ) ৫৫০০

আরও পড়তে পারেন-

৯. অক্ষয়কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

অ) অত্ত্ববোধিনী

আ) সোমপ্রকাশ

ই) সম্বাদ কৌমুদী

ঈ) কল্লোল

১০. ভ্যকসিন কে আবিষ্কার করেন?

অ) মাইকেল ফ্যারাডে

আ) লুই পাস্তুর

ই) জেনার

ঈ) মেন্ডেল

১১. ইংরেজি বর্ণমালা অক্ষরগুলির বিপরীতক্রমে লিখলে J এবং T এর ঠিক মাঝের অক্ষরের বামদিক ২য় অক্ষরটি কত হবে?

অ) P

আ) Q

ই) N

ঈ) R

১২. কেঁচোর গমন অঙ্গের নাম কি?

অ) ফ্লাজেলা

আ) ক্ষণপদ

ই) সিটা

ঈ) সিলিয়া

১৩. মানুষের দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কত?

অ) ৪৬

আ) ৬০

ই) ৩৪

ঈ) ৭২

১৪. ধানগাছের চিটে রোগ সৃষ্টিকারী জীবাণুটি হল এক প্রকার-

অ) ভাইরাস

আ) ছত্রাক

ই) ব্যকটেরিয়া

ঈ) নিমাটোড

১৫. প্রোটোপ্লাজমের মধ্যে কত শতাংশ অক্সিজেন থাকে?

অ) ৬৫

আ) ৭০

ই) ৭৫

ঈ) ৮০

উত্তর

১/আ, ২/ঈ, ৩/ই, ৪/আ, ৫/আ, ৬/আ, ৭/অ, ৮/ই, ৯/অ, ১০/ই, ১১/আ, ১২/ই, ১৩/অ, ১৪/অ, ১৫/অ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ( Students Care ) জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!